চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর নিয়ে এলো কেন্দ্র সরকার। নতুন জাতীয় শিক্ষানীতিতে চাকরি প্রার্থীদের বিরাট বড় সুখবর আসতে চলেছে। এবার থেকে আর চাকরিপ্রার্থীদের প্রতিটি চাকরির জন্য আলাদা আলাদা ভাবে পরীক্ষা দিতে হবে না। খুব তাড়াতাড়ি চালু হতে যাচ্ছে এই নিয়ম। এই নিয়ম অনুযায়ী আপনি যে কোন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন না কেন আপনাকে প্রথমে দিতে হবে একটা কমন এলিজিবিলিটি টেস্ট(CET)।
মূলত ব্যাংক, রেল বা এসএসসি তরফে যে কোনো পরীক্ষা দিতে গেলে প্রথমে সিবিটি-1 বা প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয় এবং পরে মেন্স পরীক্ষা দিতে হয়। যার ফলে প্রতিটি চাকরির জন্য ছাত্র-ছাত্রীদের আলাদা আলাদা ভাবে প্রস্তুতি নিতে হয়। কিন্তু এবার একটি প্রস্তুতির মধ্যে সমস্ত চাকরি কে নিয়ে আসা হচ্ছে অর্থাৎ সমস্ত পরীক্ষার জন্য প্রিলিমিনারি পরীক্ষা একটাই হবে। একবার পাশ করলে আপনি আলাদা আলাদা পরীক্ষার Mains দিতে পারবেন আর দ্বিতীয়বার প্রিলি পরীক্ষা দিতে হবে না আপনার। এই CET ভ্যালিডিটি থাকবে তিন বছর। অনেকে CET স্কোর বাড়ানোর জন্য প্রতিবছর পরীক্ষা দিতে পারে। তবে আপনাকে সর্বপ্রথম এই পরীক্ষায় পাশ করতেই হবে। তারপর আপনি যে চাকরির পরীক্ষা দিতে চান তার মেন্স পরীক্ষা দিয়ে পাস করে চাকরি নিতে পারেন।
এই CET এক্সাম নেওয়া হবে NRA(National Recruitment Agency) তরফ থেকে। এটি হবে কম্পিউটার বেস এক্সাম। 2022 এর প্রথম দিকে এই পরীক্ষা হওয়ার কথা আছে। আপনি এই পরীক্ষায় পাস করলে তবেই আপনি পরবর্তীকালে যেগুলো রেলওয়ে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের Mains এর যেসব পরীক্ষা হবে সেগুলো আপনি দিতে পারবে না। তবে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বর্তমান তিনটে চাকরির পরীক্ষার ক্ষেত্রেই এই সুবিধা পাবে কিন্তু পরবর্তীকালে আরো কুড়িটি এক্সাম ক্যাটাগরি এই CET মধ্যে নিয়ে আসা হবে। তাই সরকারি চাকরির প্রস্তুতি নিতে হলে আপনাকে এই পরীক্ষা অবশ্যই পাস করতে হবে। সেন্ট্রাল এর তরফ থেকে আরও বলা হয়েছে সেন্ট্রাল এ সমস্ত চাকরির পরীক্ষার জন্য CET অবশ্যই দরকার এবং রাজ্য যদি ইচ্ছা করে তাহলে এই CET পরীক্ষার উপর ভিত্তি করে Mains পরীক্ষা নিতে পারে ।
তাই সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাইলে আপনাকে অবশ্যই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। কিছুদিন পর থেকে এই CET পরীক্ষার গুরুত্ব সবথেকে বেশি হয়ে যাবে।
Bandhan Bank recruitment| প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ| আবেদন করলেই চাকরি
WB ICDS Anganwadi Recruitment 2021-2022 (icdswb.in) Total 20000 Vacancies apply now
পশ্চিমবঙ্গের ডাটা এন্ট্রি পদে প্রচুর কর্মী নিয়োগ
WB ICDS Anganwadi Recruitment 2021-2022 (icdswb.in) Total 20000 Vacancies apply now
পশ্চিমবঙ্গের ডাটা এন্ট্রি পদে প্রচুর কর্মী নিয়োগ