সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ন্যুনতম যোগ্যতায় টাটা কোম্পানিতে প্রচুর কর্মী নিয়োগ | TCS Job Recruitment

 

বিখ্যাত টাটা কোম্পানি হল একটি বহুজাতিক সংস্থা। এর সদর দপ্তর মুম্বাই শহরে গড়ে উঠেছে। ১৮৬৮ সালে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সব ক্ষেত্রেই এই কোম্পানির গুরুত্ব অপরিসীম। এবারে এই টাটা কোম্পানিরই একটি অংশ Tata Institute Of Social Science এ কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে কিছুদিন আগেই সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে একসাথে বহু ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সারা দেশের যে কোনো স্থান থেকে নির্দিষ্ট যোগ্যতা থাকলেই বেকার চাকরিপ্রার্থীরা এই নিয়োগ কার্যে অংশগ্রহণ করতে পারবেন। আবেদন করতে আগ্রহী চাকরিপ্রার্থীরা এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। 

আবেদন প্রক্রিয়া:-

এক্ষেত্রে যে যে শূন্যপদ গুলি রয়েছে সেই প্রতিটি পদেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য Tata Institute Of Social Science এর অফিসিয়াল ওয়েবসাইট https://admissions.tiss.edu তে গিয়ে সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ও ফর্ম ফিলাপ করতে হবে। তারপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদনকারীর নিজের পাসপোর্ট সাইজ ফটো ও সিগনেচারের স্ক্যান করে আপলোড করে তার সঙ্গে আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট করে দিলেই আবেদন হয়ে যাবে। এক্ষেত্রে একজন আবেদনকারী একাধিক পদের জন্য আবেদন জানাতে পারবেন। তবে সেক্ষেত্রে তাকে আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা ভাবে আবেদন করতে হবে। 

প্রার্থী বাছাই পদ্ধতি:-

Tata Institute Of Social Science এর তরফে প্রকাশিত শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে। সেক্ষেত্রে আবেদন পত্র জমা নেওয়ার কাজ শেষ হলে প্রথমে আবেদনকারী প্রার্থীদেরকে তাদের আবেদনকৃত বিষয়ে স্কিল টেস্ট নেওয়া হবে। এতে যারা সফল হবেন তাদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এই দুটি ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল লিস্ট তৈরী করে সেই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।

নির্ধারিত আবেদন মূল্য:-

প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদন করার সময় জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১,০০০ টাকা করে এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা করে আবেদন মূল্য জমা দিতে হবে।

শূন্যপদ সন্বন্ধীয় বিবরণ

শূন্যপদ গুলির নাম:-

Tata Institute Of Social Science এর অধীনে যে যে শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র চাওয়া হচ্ছে সেগুলি হল-

• Lower Division Clerk

• Data Entry Operator

• Stenographer

• Deputy Librarian

• Assistant Manager Publication

• Field Work Co-ordinator

• Programmer

• Section Officer

• Technical Assistant

• Health Officer

• Horticulture

• Telephone Operator সহ আরও বেশ কিছু।

প্রয়োজনীয় যোগ্যতা:-

উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তাকে সেই পদে ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

নির্ধারিত বয়সসীমা:-

প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনের জন্য বয়সসীমা নির্ধারন করা হয়েছে সর্বনিম্ন ৩০ বছর থেকে সর্বোচ্চ ৫৭ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ‌।

বেতন কাঠামো:-

Tata Institute Of Social Science যেহেতু একটি ভারত সরকার অনুমোদিত সংস্থা তাই এক্ষেত্রে প্রতিটি পদের জন্যই নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে ‌‌। 

গুরুত্বপূর্ণ তথ্য সমূহ:-

আবেদনের ক্ষেত্রে যে সব গুরুত্বপূর্ণ তথ্য সমূহ আপলোড করতে হবে সেগুলি হল-

• বয়সের প্রমান পত্র।

• দেশের স্থায়ী নাগরিকত্বের প্রমান পত্র।

• শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।

• জাতিগত সংশাপত্রের প্রমান পত্র (যদি থাকে)।

• কাজের অভিজ্ঞতার প্রমান পত্র(যদি থাকে)।

• কালার পাসপোর্ট সাইজ ফটোগ্ৰাফ।

     এই নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত ভাবে জানতে নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন ডাউনলোড করে সেখান থেকে পড়ে জেনে নিন।

OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE NEWS: CLICK HERE

নিত্য নতুন আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment