সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Indian Post Payment Bank Recruitment

আপনি কি একজন বেকার চাকরিপ্রার্থী? ছেলেবেলা থেকেই সরকারি ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন দেখেন? বহুবার IBPS পরীক্ষা দিয়েছেন কিন্তু সেখানে বিপুল সংখ্যক প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতায় আজ পর্যন্ত সফল হয়ে উঠতে পারেননি? তাই কোনো রকম কম্পটিটিভ পরীক্ষার ঝুট ঝামেলা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে একটি সরকারি ব্যাঙ্কের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় রয়েছেন? তাহলে আপনার অপেক্ষার দিন শেষ। কারন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের তরফ থেকে সম্প্রতি এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সারা ভারতের যে কোনো জায়গা থেকে সকল যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর অপেক্ষা কিসের? এই সুবর্ন সুযোগ হাত ছাড়া না করে চটপট আবেদন করে ফেলুন। আর আবেদনের পূর্বে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন। 

আবেদন পদ্ধতি:-

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পক্ষ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদে যারা যারা চাকরির জন্য আবেদন করবেন তাদেরকে অনলাইন এবং অফলাইন দুই রকম ভাবেই আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে। যেমন-

• সবার আগে আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.ippbonline.com এ প্রবেশ করতে হবে।

• তারপর সেখান থেকে আবেদন পত্র ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে। 

• তারপর সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী নিজের নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, ই-মেইল আইডি, ফোন নাম্বার ইত্যাদি লিখে, সিগনেচারের জায়গায় সিগনেচার করে, ফটো লাগানোর জায়গায় পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে আবেদন পত্র টিকে পূরণ করতে হবে।

• এরপর এই পূরন করা আবেদন পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে একসাথে একটি ফাইল তৈরি করে careers@ippbonline.in এই ই-মেইল অ্যাড্রেসে নির্ধারিত সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে। 

• ই-মেইল এর মাধ্যমে আবেদন পত্র পাঠানোর পর সকল প্রকার প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলি সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে ‌।

• তারপর আগে থেকে পূরণ করে রাখা আবেদন পত্র ও সকল সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি একসাথে যুক্ত করে একটি খামে ভরে পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে। 

      এই সবকটি ধাপ সম্পন্ন করতে পারলেই  আপনার আবেদন হয়ে যাবে।

প্রার্থী বাছাই পদ্ধতি:-

এক্ষেত্রে যোগ্য প্রার্থীকে কাজের অভিজ্ঞতা, ইন্টারভিউ ও গ্ৰুপ ডিসকাসন এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। 

প্রয়োজনীয় তথ্যাবলী:-

অনলাইন এবং অফলাইন দুই ধরনের আবেদনের ক্ষেত্রেই যেসব গুরুত্বপূর্ণ তথ্য গুলি সহ আবেদন পত্র জমা দিতে হবে সেগুলি হল-

• মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

• আধার কার্ড বা ভোটার কার্ড।

• মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট।

• কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।

• কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

• ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।

• কালার পাসপোর্ট সাইজ ফটো।

• ও আরও সব অন্যান্য।

নির্ধারিত বয়সসীমা:-

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অধীনে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে। 

শূন্যপদের নাম:-

সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফ থেকে যে শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু করা হয়েছে তা হল- Hindi Officer (রাজভাষা অধিকারী)।

প্রয়োজনীয় যোগ্যতা:-

উপরিউক্ত পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর Hindi Officer বা রাজভাষা অধিকারী পদে কমকরে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির মেয়াদ কাল:-

সংশ্লিষ্ট পদের জন্য নির্বাচিত কর্মীকে ৩ বছরের চুক্তিতে চাকরিতে নিয়োগ করা হবে। পরবর্তীকালে পারফরম্যান্স ও অন্যান্য প্রশাসনিক প্রয়োজনের ভিত্তিতে কাজের মেয়াদ কাল বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। তবে পরবর্তীকালে কাজের মেয়াদ কাল বাড়ানো হলেও তা ১ বছরের জন্য বাড়ানো হবে তার চেয়ে বেশি নয়। 

আবেদন করার শেষ তারিখ:-

সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদেরকে আগামী ২৭/০৫/২০২৩ এর মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। 

অফলাইনে আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:-

অফলাইন আবেদন পত্র যে ঠিকানায় প্রেরন করতে হবে তা হল-

        Chief Human Resource Officer

        India Post Payments Bank, 2nd

        Floor, Speed Post Center Bhai

        Veer singh Marg, Gol Market, 

        New Delhi-110001.

  এই নিয়োগ সংক্রান্ত বাকি সব বিষয়ে আরও বিস্তারিত ভাবে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।


OFFICIAL NOTICE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment