দেশের সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত সুখবর। আগামী কিছুদিনের মধ্যেই সরকারি কর্মীদের বেতন ও ডি.এ দুটোই একসাথে বাড়তে চলেছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে অষ্টম পে কমিশন কার্যকর করা নিয়ে চরম সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই অষ্টম পে কমিশন কার্যকর করা হবে। যার ফলে সরকারি কর্মীদের প্রাপ্য বেতনের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। তাই বর্তমান যুগে অগ্নিমূল্যের বাজারে দাঁড়িয়ে এই সুখবরটি যে সকল সরকারি কর্মীদের মুখে একরাশ খুশির হাসি ফোটাবে তা বলাই বাহুল্য।
২০১৪ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদ লাভ করার পরই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সপ্তম পে কমিশন গঠন করে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করেছিলেন। তার ফলে আগে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশন অনুযায়ী যে ৩৪ শতাংশ ডি.এ এর আওতায় ছিলেন সপ্তম পে কমিশন কার্যকর হওয়ার পর তার পরিমাণ আরো ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮ শতাংশে দাঁড়িয়েছিল। এবং সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ৬৮ লক্ষ কর্মী এবং ৫২ লক্ষ পেনশন ভোগীরা সেই ৩৮ শতাংশ ডি.এ এর সুবিধা ভোগ করছেন।
নিয়ম অনুযায়ী প্রতি বছর বছর ডি.এ বাড়ানোর নিয়ম। কিন্তু গত দু’বছর ধরে করোনার জেরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই দুর্বিসহ হয়ে পড়েছিল যে কেন্দ্রীয় সরকার তার অধীনস্থ কর্মীদের তাদের প্রাপ্য ডি.এ দিতে ব্যার্থ হয়েছে। আর তা নিয়ে এতদিন যথেষ্ট অস্বস্তিতে ছিল কেন্দ্রীয় সরকার। তাই বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল হতে না হতেই কেন্দ্রীয় সরকার তার অধীনস্থ কর্মীদের সকল পাওনা গন্ডা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে অষ্টম পে কমিশন কার্যকর করা নিয়ে চরম সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সুতরাং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অষ্টম পে কমিশন কার্যকর হলে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম পে কমিশন অনুযায়ী যে ৩৮ শতাংশ বর্ধিত ডি.এ এর সুবিধা ভোগ করছেন তার উপর আরও ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য ডি.এ এর পরিমাণ দাঁড়াবে ৪২ শতাংশে।
আর এমনটা হলে দেশের প্রতিটি সর্বনিম্ন বেতন প্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমানে পাওয়া বেতনের উপর ৭২০ টাকা এবং সর্বোচ্চ বেতন প্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমানে পাওয়া বেতনের উপর ২২৭৬ টাকা করে বাড়বে। ফলে এখন সকল প্রকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যুনতম বেতনের স্কেল যেটা রয়েছে অর্থাৎ ১৮ হাজার এক নিমেষে তার মাত্রা বেড়ে দাঁড়াবে ২৬ হাজারে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া কারেন্ট তথ্য অনুযায়ী যে সময় পঞ্চম পে কমিশন কার্যকর করার কথা ছিল সেই সময় ষষ্ঠ পে কমিশন কার্যকর হওয়ার কারণে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল ৫৪ শতাংশ। অন্যদিকে চতুর্থ থেকে পঞ্চম পে কমিশন গঠন কালে কর্মীদের বেতন বৃদ্ধি পেয়েছিল ৩১ শতাংশ।
এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন যে ২০১৪ সালে সপ্তম পে কমিশন কার্যকর হওয়ার পর আয় করের ছাড়ের উর্ধ্বসীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করা হয়েছিল। এবং ২০১৭ সালে সেই আয় করের ছাড়ের উর্ধ্বসীমা ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। তবে অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার বিষয়টি নিয়ে কিছু দিন ধরেই সরকারি কর্মী মহলে গুঞ্জন শোনা যাচ্ছিল। তাই সত্যিই যদি কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে অষ্টম পে কমিশন কার্যকর করার বিষয় টি ফাইনাল হয় তাহলে তা সকল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যে যে মেঘ না চাইতেই বৃষ্টি এই রকম একটা ঘটনার মতো হবে তা আর বলার অপেক্ষা রাখে না।