নিয়োগকারী দপ্তর ও শূন্যপদের নাম:-
কেন্দ্রীয় সরকারের জল শক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ Department Of Drinking water and Sanitation এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গে গড়ে ওঠা Dr. Syama Prasad Mukherjee National Institute Of Water and Sanitation এ Diarector and Head of Institute পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে।
শিক্ষাগত যোগ্যতার মাপদন্ড:-
সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে Civil/Chemical এ B.Tech পাস সঙ্গে Environmental Engineering M.Tech ও Complete করে থাকতে হবে অথবা Chemistry/Environmental Science এ B.Tech পাস সঙ্গে এই দুটি বিষয়ের মধ্যেই যে কোনো একটি বিষয়ে Ph.D Complete করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের মাধ্যমে GIS, RS এবং HGM জাতীয় Maps তৈরি এবং Sound সংক্রান্ত কাজের বিষয়ে জ্ঞান থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কমকরে ২৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সের মাপদন্ড:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৫৮ বছরের মধ্যে।
বেতন কাঠামো:-
সংশ্লিষ্ট পদের জন্য নির্বাচিত প্রার্থীকে চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১,৪৪,২০০-২,১৮,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:-
কেন্দ্রীয় সরকারের জল শক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ Department Of Drinking water and Sanitation এর পক্ষ থেকে প্রকাশিত Diarector and Head of Institute পদে চাকরির জন্য চাকরিপ্রার্থীরা অনলাইন এবং অফলাইন দুই রকম ভাবেই আবেদন করতে পারবেন। অফলাইনের মাধ্যমে যেভাবে আবেদন করতে হবে তা হল-
১) প্রথমে আমাদের এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করে অথবা Google Search box এ সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://jalshakti-ddws.gov.in লিখে search করতে হবে।
২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে একটি সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) এরপর সেই প্রিন্ট আউট করা ফর্মে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলুন।
৪) এরপর যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
৫) এরপর এই সবকিছু একসাথে একটি খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন প্রক্রিয়া শেষ।
আবেদনকারীরা Vikas.sri@nic.in/jha.sumit@gov.in এই ই-মেইল আইডির মাধ্যমেও আবেদন পত্র জমা দিতে পারেন। সেক্ষেত্রে তাদেরকে আবেদন পত্র সহ যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি গুলির একসাথে একটি ফাইল তৈরি করে উপরিউক্ত ই-মেইল আইডির মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠানোর সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় নথীপত্র গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) দুই কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ করা হবে। তাই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরই তাদেরকে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ ও আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:-
কেন্দ্রীয় সরকারের জল শক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ Department Of Drinking water and Sanitation এর পক্ষ থেকে প্রকাশিত Diarector and Head of Institute পদে কর্মী নিয়োগের জন্য অফলাইনের মাধ্যমে এবং ই-মেইল এর মাধ্যমে দুই রকম ভাবেই আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ২০/০৩/২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পত্র পাঠিয়ে দিন অথবা ঘরে বসেই উপরিউক্ত ই-মেইল আইডির মাধ্যমেও আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-
To,
The Under Secretary,
Department Of Drinking Water and
Sanitation, 4th Floor, Antodaya
Bhawan, CGO Complex, Lodhi Road,
New Delhi-110003.