রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের ঘোষণা। পশ্চিমবঙ্গের লাইব্রেরীতে কর্মী নিয়োগ হতে চলেছে। এই মর্মে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকলেই সারা রাজ্যের যে কোনো জায়গা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আজ আমরা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে খুঁটিনাটি তথ্য জানাবো। তাই জানতে ইচ্ছুক হলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই গুলির সন্বন্ধে জেনে নিন।
আবেদন করার নিয়মাবলী:-
IIT খড়গপুরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে http://www.litkop.ac.in এ গিয়ে সেখান থেকে প্রথমে Quick Links ও তার পরে Non-Teaching Positions এই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফিলাপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সাবমিট করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
নিয়োগ পদ্ধতি:-
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে এখানে ১২ মাস অর্থাৎ ১ বছরের ট্রেনিং করিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
মাসিক বৃত্তির পরিমাণ:-
আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত নিজেদের যোগ্যতায় ট্রেনিং করার সুযোগ পাবেন তাদেরকে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ২০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
শূন্যপদের নাম:-
IIT খড়গপুর লাইব্রেরীতে Professional Trainees পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা:-
উপরিউক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান ব্যাচেলর ডিগ্ৰি ও মাস্টার ডিগ্ৰি পাস করে থাকতে হবে।
নির্ধারিত বয়সসীমা:-
এখানে ট্রেনিং এর মাধ্যমে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।
প্রয়োজনীয় তথ্যাবলী:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় তথ্যাবলী স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
৫) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।
৬) এক কপি পাসপোর্ট সাইজের ফটো।
৭) আবেদনকারীর নিজস্ব সিগনেচার।
আবেদন করার শেষ তারিখ:-
এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া আগামী ৩০/০৪/২০২৩ এ শেষ হয়ে যাবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন।
আর এই রকমই আরও সব নতুন নতুন প্রকল্প ও চাকরির কারেন্ট আপডেট পেতে হলে আমাদের বেঙ্গল প্রভাকর এর অফিসিয়াল ওয়েবসাইট bengalpravakar.com এ নিয়মিত ভিজিট করুন।
OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE