পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় সরকার অধীনস্থ এক দপ্তরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে গ্ৰুপ ‘সি’ পদে কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা রাজ্যের ২৫ টি জেলা থেকেই নারী পুরুষ নির্বিশেষে ন্যুনতম মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চশিক্ষিত পর্যন্ত সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে অবশ্যই ভারতের তথা পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ী পদে মাসিক উচ্চ বেতনে চাকরিতে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। এই নিয়োগের বিষয়ে বাকি গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে জানতে আমাদের সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশনের তরফ থেকে ওই সংস্থা তেই Multi Tasking Staff পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে।
আবেদন প্রক্রিয়া:-
উক্ত পদে চাকরির জন্য আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে এই প্রতিবেদনের শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে। তারপর সেই নোটিফিকেশানের ৪-৫ নং পৃষ্ঠা পর্যন্ত যে অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন সাদা A4 সাইজ পেপারে এর প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর সেটিকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করে ফেলতে হবে। তারপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে। এরপর এই সবকিছু একসাথে একটি খামে ভরে খামের উপর নির্দিষ্ট ঠিকানা লিখে নির্ধারিত সময়ের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন প্রক্রিয়া শেষ।
নিয়োগ পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের এক কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশনের অধীনে Multi Tasking Staff পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। তবে আই.টি.আই পাস চাকরি প্রার্থীরাও এখানে নির্দ্বিধায় চাকরির জন্য আবেদন করতে পারবেন।
নির্ধারিত বয়সসীমা:-
এখানে উক্ত পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। তবে SC, ST ও OBC ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় পাবেন।
বেতনের পরিমাণ:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উক্ত পদে নিযুক্ত কর্মীদের কেন্দ্রীয় সরকারের গ্ৰুপ ‘সি’ লেভেলের বেতন কাঠামো অনুযায়ী প্রতি মাসে ১৮,০০০-৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠানোর সময় তার সঙ্গে যে সব প্রয়োজনীয় নথীপত্র গুলি যুক্ত করে পাঠাতে হবে সেগুলি হল-
* বয়সের প্রমান পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
* ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
* মাধ্যমিক বা আই.টি.আই পাসের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
* কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
* দুই কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ও ঠিকানা:-
এখানে সংশ্লিষ্ট পদের জন্য আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা শেষ হবে আগামী ৩রা জুন ২০২৩ এ। তাই যারা আবেদন করতে চান তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠিয়ে দিন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-
To,
The Diarector General,
Raja Rammohan Roy Library
Foundation, Block-DD-34, Sector-I,
Salt Lake City, Kolkata-700064.
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE