৬০,০০০ টাকা বেতনে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দফতরে গ্ৰুপ সি কর্মী নিয়োগ | WB BECIL Group-C Recruitment 2023

করোনা অতিমারী চলাকালীন টানা দু’বছর ধরে রাজ্য তথা দেশের সর্বত্র সরকারি প্রতিষ্ঠান গুলিতে নিয়োগ প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ ভাবে বন্ধ থাকার ফলস্বরূপ সারা দেশে বেকারত্বের হার ক্রমশ উর্ধ্বগামী হচ্ছিল। আর সেই কারণেই পরিস্থিতি স্বাভাবিক হতেই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়েই রাজ্য তথা সারা দেশের বেকারত্বের হার কমাতে উঠে পড়ে লেগেছেন। ইতিমধ্যেই আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ছোটো বড়ো দপ্তরে বেশ কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই সব বিষয়ে আমরা আপনাদের আপডেট দিয়েছি। আজ ফের এমনই এক নিয়োগের বিষয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এবং তা হল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা Boardcast Engineering Consultants India Limited (BECIL) এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গে বেশ কিছু সংখ্যক গ্ৰুপ ‘সি’ পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে। এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত নিজেদের যোগ্যতায় চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে মাসিক মোটা অংকের বেতনে চাকরিতে নিয়োগ করা হবে। তাই যারা এখানে চাকরির জন্য আবেদন করতে আগ্ৰহী তারা এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ভালো করে পড়ে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য জেনে নিন।

নিয়োগকারী দপ্তর ও শূন্যপদ গুলির নাম:-

কেন্দ্রীয় সরকারের অন্তর্গত সংস্থা Boardcast Engineering Consultants India Limited(BECIL) এর তরফ থেকে পশ্চিমবঙ্গের কলকাতা জেলার চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যান্সার ইনস্টিটিউটে যে সব শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-

১) Radiotherapy Technician

২) Senior Radiotherapy Technician

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-

উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে যে পদের জন্য যে ধরনের শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা থাকতে হবে তা হল-

Radiotherapy Technician-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে AERB অনুমোদিত যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে Radiotherapy Technology তে ৩ বছরের B.Sc কোর্স Complete করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা AERB অনুমোদিত যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে Radiotherapy Technology তে ২ বছরের ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে তবে বয়সের কোনো উর্ধ্বসীমা জানানো হয়নি। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ২৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

Senior Radiotherapy Technician-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে উপরিউক্ত শূন্যপদের মতোই AERB অনুমোদিত যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে Radiotherapy Technology তে ৩ বছরের B.Sc কোর্স অথবা ২ বছরের ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ৮ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের মধ্যে তবে বয়সের কোনো উর্ধ্বসীমা জানানো হয়নি। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৬০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:-

BECIL এর পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ‌‌। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-

১) প্রথমে BECIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com এ প্রবেশ করতে হবে।

২) তারপর সেখানে Career Section এ গিয়ে ‘Registration Form Online’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এরপর রেজিস্ট্রেশনের জন্য একটি ফর্ম আসবে সেখানে নাম, ঠিকানা, ই-মেইল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

৫) এরপর একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে Ok করে Next Button এ ক্লিক করতে হবে। 

৬) এরপর এক এক করে সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে আবারও Next Button এ ক্লিক করতে হবে ‌‌।

৭) এরপর আবেদন মূল্য হিসেবে জেনারেল, OBC, Ex-Serviceman ও মহিলা প্রার্থীরা ৮৮৫ টাকা এবং SC, ST, EWS ও PH প্রার্থীরা ৫৩১ টাকা করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং প্যান কার্ড স্ক্যান করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং B.Sc পাসের মার্কসীট ও সার্টিফিকেট সহ M.Sc বা ডিপ্লোমা কোর্সের যদি মার্কসীট ও সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।

৪) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।

৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।

৬) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

৭) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।

নিয়োগ পদ্ধতি:-

এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরই দু চার দিন পরই আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

আবেদনের সময়সীমা:-

BECIL এর পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ২২/০২/২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা এই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করে ফেলবেন কারণ সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা:-

BECIL এর পক্ষ থেকে প্রকাশিত Radiotherapy Technical এবং Senior Radiotherapy Technician পদ দুটির জন্য আগামী ২৭/০২/২০২৩ তারিখ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। সুতরাং যারা এখানে চাকরির জন্য আবেদন করবেন তারা নির্ধারিত দিনে সকাল ১০ টার মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পৌঁছে যাবেন। ইন্টারভিউ স্থানের ঠিকানাটি হল-

      Chittaranjan National Cancer institute

      (CNCI) Kolkata, Street No-299, DJ 

      Block, Action Area-1, Newtown,

      Kolkata-700156.


OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment