বেকার চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও একটি নতুন নিয়োগের ঘোষণা। ভারত সরকারের তত্ত্বাবধানে পরিচালিত দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন সংস্থার অধীনে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি এক অফিসিয়াল নোটিশ প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে। এখানে একই সঙ্গে বিভিন্ন ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নেওয়া হবে। এই নিয়োগের মাধ্যমে নিযুক্ত কর্মীদের স্থায়ী পদে মাসিক মোটা অংকের বেতনে চাকরিতে নিয়োগ করা হবে। আবেদন করতে আগ্ৰহী থাকলে শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়ুন ও তারপর নিজের ইচ্ছে অনুযায়ী ও যোগ্যতা অনুযায়ী পদ বেছে নিয়ে আবেদন করুন।
নিয়োগকারী সংস্থার নাম:-
কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রনাধীন সংস্থা ন্যাশানাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (NHPC) এর তরফ থেকে ওই সংস্থার অধীনেই কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া:-
NHPC এর তরফে প্রকাশিত হওয়া সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে আগ্ৰহী চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-
• সবার আগে NHPC এর অফিসিয়াল ওয়েবসাইট www.nhpcindia.com এ প্রবেশ করতে হবে।
• তারপর সেখান থেকে “Career” অপশনে ক্লিক করতে হবে।
• তারপর এই নিয়োগ সংক্রান্ত কিছু নিয়মাবলী আসবে সেগুলো মনযোগ সহকারে পড়ে নীচের দিকে “Proceed” অপশনে ক্লিক করতে হবে।
• এরপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে সঠিক স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে।
• তারপর শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র সহ আরও অন্যান্য সব প্রমান পত্র, রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও আবেদনকারীর নিজের সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে।
• সবশেষে নির্দিষ্ট পরিমাণ অ্যাপ্লিকেশন ফি ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
• অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে যে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে তার মাধ্যমে ফিলাপ করা অ্যাপ্লিকেশান ফর্ম ও অ্যাপ্লিকেশান ফি এর রিসিপ্ট কপির প্রিন্ট বের করে রেখে দিতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিটি পদের জন্যই আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বেসড পরীক্ষা(CBT) এর জন্য ডাকা হবে। এতে পাওয়া নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করা হবে। এই লিস্ট অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে বাছাই করে চাকরিতে নিযুক্ত করা হবে।
শূন্যপদ সম্পর্কিত বিবরণ
শূন্যপদ গুলির নাম:-
NHPC এর অধীনে যে যে শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে সেগুলি হল-
• Draftsman (Civil, Electrical, Mechanical)
• Hindi Translator
• Senior Accountant
• Supervisor (IT, Survey)
• Junior Engineer (Civil, Electrical, Mechanical)
প্রয়োজনীয় যোগ্যতা ও বেতনের পরিমাণ:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের যোগ্যতা থাকতে হবে ও যে পদে নিযুক্ত কর্মীদের যত টাকা করে বেতন দেওয়া হবে তা হল-
Draftsman (Civil, Electrical, Mechanical)-
এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। তার পাশাপাশি NCVT অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে Draftsman(Civil) পদের ক্ষেত্রে Civil, Draftsman(Electrical) এর ক্ষেত্রে Electrical ও Draftsman(Mechanical) এর ক্ষেত্রে Mechanical ট্রেড এ ITI কোর্স Complete করে থাকতে হবে। এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ২৫,০০০-৮৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Supervisor (IT, Survey)-
এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে Computer Science/IT/Surveying/Survey Engineering এ ডিপ্লোমা বা ডিগ্ৰি কোর্স Complete করে থাকতে হবে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৯,৬০০-১,১৯,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Junior Engineer (Civil, Electrical, Mechanical)-
এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে Junior Engineer(Civil) পদের ক্ষেত্রে Civil Engineering, Junior Engineer (Electrical) পদের ক্ষেত্রে Electrical Engineering, Junior Engineer(Mechanical) পদের ক্ষেত্রে Mechanical Engineering এ ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদেরও প্রতি মাসে ২৯,৬০০-১,১৯,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
এছাড়াও বাকি যে সব শূন্যপদ গুলি রয়েছে সেগুলির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বেতনের পরিমাণ সন্বন্ধে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
নির্ধারিত বয়সসীমা:-
এক্ষেত্রে প্রতিটি পদের জন্যই আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০/০৬/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের কিছুটা ছাড় পাবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদনের ক্ষেত্রে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি হল-
• বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করা।
• ফটো আইডি প্রুফ হিসেবে আধার অথবা ভোটার কার্ড স্ক্যান করা।
• প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্সের মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
• কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।
• কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।
• রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
• আবেদনকারীর নিজের সিগনেচার স্ক্যান করা।
আবেদন মূল্যের পরিমাণ:-
প্রতিটি পদের জন্যই আবেদন করার সময় আবেদন মূল্য হিসেবে General, OBC ও EWS প্রার্থীদের ২৯৫ টাকা করে জমা দিতে হবে। তবে SC, ST, PWD প্রার্থীদের এক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ:-
NHPC এর তরফে প্রকাশিত প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদন জানানোর শেষ তারিখ হল ৩০/০৬/২০২৩।