অবশেষে চাপে পড়ে 2017 প্রাইমারি টেট রেজাল্ট বের করবে সরকার | প্রত্যেকটি জেলার DPSC আন্দোলন সফল

 

যারা 2017 প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছে তাদের সকলের মনে একটাই প্রশ্ন কবে প্রাইমারি টেট এর রেজাল্ট দেবে, এই নিয়ে তারা সকলেই দুশ্চিন্তায় ভুগছে। এমন পরিস্থিতিতে প্রত্যেকটি জেলার DPSC তে সেই জেলার 2017 সমস্ত প্রাইমারি চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে DPSC চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দিচ্ছে। কারণ বর্তমান যে পরিস্থিতি তাতে সরকারের উপর চাপ সৃষ্টির না করার ফলে সরকার কোনো কাজই ঠিকভাবে করে না।

আরও পড়ুন : WB Primary TET Result 2017 | খুব তাড়াতাড়ি বের হতে যাচ্ছে 2017 প্রাইমারি টেট রেজাল্ট

 

ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার আগেও কিন্তু আন্দোলন হয়েছিল বিভিন্ন জেলায় জেলায় ও কলকাতার রাজপথে পরীক্ষা নেওয়ার জন্য। অবশেষে সরকার চাপে পড়ে কিন্তু ভোটের আগে 31 জনুয়ারি 2021 প্রাইমারি টেট পরীক্ষা নিয়েছিল এবং সরকার বলেছিল খুব তাড়াতাড়ি প্রাইমারি টেট এর রেজাল্ট বের করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, কিন্তু সেটা শুধুমাত্র কথাই রয়ে গেল কাজের কাজ কিছুই করেনি সরকার। এই পরিস্থিতিতে সমগ্র রাজ্যের প্রাইমারি চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করে সরকারের কাছ থেকে রেজাল্ট আদায় করার লক্ষ্যেই DPSC তে ডেপুটেশন জমা দিচ্ছে। প্রত্যেকটি জেলার DPSC থেকে প্রাইমারি বোর্ড এর কাছে যখন খবর যাবে তখন হয়তো প্রাইমারি বোর্ড এর তরফ থেকে তড়িঘড়ি রেজাল্ট প্রকাশিত করতে পারে।

আরও পড়ুন : 2017 Primary TET Result Big Update | Good News Primary TET Result will be published 

ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছিলাম 2015-17 D.EL.ED চাকরিপ্রার্থীরা টেটে বসার জন্য বৃহত্তর আন্দোলন করেছিল কলকাতাতে । অবশেষে আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু তাদের অধিকার আদায় করে নিতে পেরেছে । অবশেষে সরকার প্রাইমারি টেট এর আবেদন গ্রহণ করার পরেও তিন বছর ঝুলিয়ে রেখেছিল পরীক্ষা না নিয়ে। তারপরে যখন সমগ্র চাকরিপ্রার্থীরা একত্রিত হয়ে আন্দোলনের নামে তখন সরকার আবারো চাপে পড়ে তড়িঘড়ি প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে নেয়। এরপর আবারও চলছে রেজাল্ট বের করার জন্য বৃহত্তর আন্দোলন । এভাবে সরকারকে চাপে না ফেললে সরকার তড়িঘড়ি রেজাল্ট বের করবে না তাই সরকারকারের উপর চাপ সৃষ্টি করার জন্যই এই আন্দোলন।

আরো পড়ুন : WB TET Result 2017 Date, www.wbbpe.org.পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2017 রেজাল্ট ডেট CLICK HERE


তবে প্রত্যেকটি জেলায় এরকম আন্দোলন হলে অবশ্যই সরকারের কানে একথা পৌঁছাবে এবং সরকার হয়তো অবশ্যই তড়িঘড়ি রেজাল্ট বের করে দিবে। সরকারকে চাপে ফেলার জন্য তড়িঘড়ি রেজাল্ট বের করার জন্য প্রত্যেকটি জেলায় তৈরি হয়েছে “প্রাথমিক টেট ঐক্য মঞ্চ”। তাদের একটাই দাবি 2017 প্রাইমারি টেটের রেজাল্ট বের করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। তাই সমগ্র রাজ্যের প্রত্যেকটি জেলার প্রাইমারি টেট সদস্যদের একত্রিত হয়ে আন্দোলনে যোগদান করার আহ্বান জানাচ্ছে প্রাইমারি টেট ঐক্য মঞ্চের তরফ থেকে। এভাবে আন্দোলনের মাধ্যমেই হয়তো খুব দ্রুত রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে।

WB TET Result 2017 Date, www.wbbpe.org.পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2017 রেজাল্ট ডেট CLICK HERE

Finally, WB Primary TET 2017 Result published. wbbpe.org Check Your Result CLICK HERE

 

2017 প্রাইমারি টেট এর রেজাল্ট সম্বন্ধে বিস্তারিত আপডেট জেনে নিন CLICK HERE

Leave a Comment