যারা 2017 প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছে তাদের সকলের মনে একটাই প্রশ্ন কবে প্রাইমারি টেট এর রেজাল্ট দেবে, এই নিয়ে তারা সকলেই দুশ্চিন্তায় ভুগছে। এমন পরিস্থিতিতে প্রত্যেকটি জেলার DPSC তে সেই জেলার 2017 সমস্ত প্রাইমারি চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে DPSC চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দিচ্ছে। কারণ বর্তমান যে পরিস্থিতি তাতে সরকারের উপর চাপ সৃষ্টির না করার ফলে সরকার কোনো কাজই ঠিকভাবে করে না।
আরও পড়ুন : WB Primary TET Result 2017 | খুব তাড়াতাড়ি বের হতে যাচ্ছে 2017 প্রাইমারি টেট রেজাল্ট
আরও পড়ুন : 2017 Primary TET Result Big Update | Good News Primary TET Result will be published
আরো পড়ুন : WB TET Result 2017 Date, www.wbbpe.org.পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2017 রেজাল্ট ডেট CLICK HERE
তবে প্রত্যেকটি জেলায় এরকম আন্দোলন হলে অবশ্যই সরকারের কানে একথা পৌঁছাবে এবং সরকার হয়তো অবশ্যই তড়িঘড়ি রেজাল্ট বের করে দিবে। সরকারকে চাপে ফেলার জন্য তড়িঘড়ি রেজাল্ট বের করার জন্য প্রত্যেকটি জেলায় তৈরি হয়েছে “প্রাথমিক টেট ঐক্য মঞ্চ”। তাদের একটাই দাবি 2017 প্রাইমারি টেটের রেজাল্ট বের করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। তাই সমগ্র রাজ্যের প্রত্যেকটি জেলার প্রাইমারি টেট সদস্যদের একত্রিত হয়ে আন্দোলনে যোগদান করার আহ্বান জানাচ্ছে প্রাইমারি টেট ঐক্য মঞ্চের তরফ থেকে। এভাবে আন্দোলনের মাধ্যমেই হয়তো খুব দ্রুত রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে।
WB TET Result 2017 Date, www.wbbpe.org.পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2017 রেজাল্ট ডেট CLICK HERE