রাজ্যের সকল টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে টেট পরীক্ষার ফলাফল। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একথা নিশ্চিত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এইমাত্র কিছুদিন আগেই অর্থাৎ ১০ ই জানুয়ারি প্রাইমারী টেট পরীক্ষার Model Answer Key পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আর এর পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একথাও নিশ্চিত করা হয়েছে যে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রাইমারী টেট ২০২২ এর ফলাফল প্রকাশিত হয়ে যাবে।
গত ১০ ই জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা টেট পরীক্ষার Model Answer Key থেকে পরীক্ষার্থীরা সকলে নিজের নিজের উত্তর পত্র মিলিয়ে দেখেছেন। এবং উত্তর পত্র মিলিয়ে দেখার পর বেশ কিছু পরীক্ষার্থী টেট পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন নিয়ে পর্ষদের কাছে চ্যালেঞ্জও জানিয়েছেন। এবং এই চ্যালেঞ্জ জানানো প্রশ্ন গুলি ঠিক না ভুল সেই বিষয় খুঁটিয়ে দেখার কাজও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে পর্ষদের তরফে জানানো হয়েছে যে সবকিছু খুঁটিয়ে দেখার পর যদি টেট পরীক্ষার্থীদের করা দাবি ন্যায্য বলে প্রমাণিত হয় তাহলে যারা যারা ওই চ্যালেঞ্জ করা প্রশ্ন গুলির উত্তর দিয়েছেন তাদের সকলকে এই প্রশ্ন গুলির দরুন যে নম্বর ধার্য্য রয়েছে তা পুরোপুরি দিয়ে দেওয়া হবে। আর এইসব কিছু নির্বিঘ্নে মিটে গেলেই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ তেই প্রাইমারী টেট ২০২২ এর ফলাফল প্রকাশ করে দেওয়া হবে।
২০২২ এর ১১ ই ডিসেম্বর সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়েছিল প্রাইমারী টেট পরীক্ষা। সেদিন অত্যন্ত সুষ্ঠ ভাবেই এই পরীক্ষা সুসম্পন্ন হয়েছিল বলে পর্ষদ কর্তৃক জানানো হয়েছে। এবং তাতে পরীক্ষার্থীরাও সায় দিয়েছেন। তারা বলেছেন যে এই বছরের মতো এতো সুষ্ঠ ও শৃঙ্খলাবদ্ধ ভাবে টেট পরীক্ষা দেওয়ার সুযোগ তারা আগে কখনো পাননি। এমনকি আগের বারের মতো এবছরেও টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে পরীক্ষার্থীরা খুবই দুশ্চিন্তায় ছিলেন কিন্তু এবারে সেরকম কোনো দুর্নীতি ঘটেনি বলে পর্ষদ কর্তৃক জানানো হয়েছে। সুতরাং এবছরের অনুষ্ঠিত হওয়া টেট পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর রাজ্যবাসীর তৈরি হওয়া সন্দেহকে সম্পূর্ণ রুপে ভুল বলে প্রমান করবে আমাদের বিশ্বাস।
১১ ই ডিসেম্বর রাজ্য জুড়ে অনুষ্ঠিত হওয়া টেট পরীক্ষা সুস্থ ভাবে ও নির্বিঘ্নে সুসম্পন্ন হওয়ার পরেই পর্ষদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আগামী এক সপ্তাহের মধ্যেই তার ফলাফল প্রকাশিত হয়ে যাবে। কিন্তু প্রাইমারী টেট কে কেন্দ্র করে এত বছর ধরে যা সব দুর্নীতিমূলক ঘটনা ঘটল অর্থাৎ যেভাবে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের বঞ্চিত করে শুধুমাত্র অর্থের জোরে যে সব পরীক্ষার্থীরা পরীক্ষায় পাসই করেননি তাদেরকে দুর্নীতিগত ভাবে প্রাইমারী শিক্ষক পদে নিযুক্ত করা হয়েছে সেইসব ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে তাই এই বছর টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পর্ষদের একটু বেশি সময় লেগে যাচ্ছে বলে পর্ষদ কর্তৃক জানানো হয়েছে। তবে তার সঙ্গে এও জানানো হয়েছে যে আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না টেট পরীক্ষার্থীদের। সব রকম নিয়ম কানুন সঠিক ভাবে মেনে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রাইমারী টেট ২০২২ এর ফলাফল প্রকাশ করে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…