যথারীতি নিয়ম মেনে গত ১১ ই ডিসেম্বর রবিবার সারা রাজ্য জুড়ে তৃতীয় বারের মতো প্রাইমারী টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই জল্পনার অবসান ঘটতে না ঘটতেই প্রকাশিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ এর রেজাল্ট। খুব শীঘ্রই দু-চার দিনের মধ্যেই প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেটের অফিসিয়াল আনসার কি, যেটা চাকরি প্রার্থীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকেই দেখে নিতে পারবেন। এছাড়াও যতদূর জানা গিয়েছে এই মাসের শেষের দিকে এই প্রাইমারি টেট এর রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। এবং খুব সম্ভবত নতুন বছরে আবারো নতুন করে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তবে কবে রেজাল্ট প্রকাশিত হবে ও এই টেট পরীক্ষার সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য জানতে আপনারা অবশ্যই সম্পূর্ণ খবরটি বিস্তারিতভাবে জেনে নিন।
বহু বছরের অপেক্ষার পর অবশেষে এই টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় একদিকে যেমন পরীক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন অন্যদিকে তেমনি আবার তারা চরম আশঙ্কার মধ্যেও ছিলেন। তাদের মনে প্রতি মূহুর্তে একটাই ভয় কাজ করছিল যে প্রাইমারী টেট কে কেন্দ্র করে এতদিন পর্যন্ত যা সব ঘটনা ঘটল তার পরে কি আর সুষ্ঠ ভাবে সবকিছু সম্পন্ন হবে। কিন্তু তাদের সেই ভাবনাকে সম্পূর্ণ ভাবে ভুল প্রমাণিত করে গত রবিবার অর্থাৎ ১১ ই ডিসেম্বর রাজ্যের প্রতিটি জায়গায় যথাযথ নিয়ম কানুন মেনে অত্যন্ত সুষ্ঠ ও দুর্নীতি মুক্ত ভাবে টেট পরীক্ষা সুসম্পন্ন হয়েছে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে।
এবছর রাজ্যে মোট টেট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ। তার মধ্যে ওইদিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ১৭ হাজার। আর বাকি আবেদন পত্র গুলি একজন প্রার্থীই একাধিক বার আবেদন করার ফলে জমা পড়েছে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের ধারণা। তবে যেসব পরীক্ষার্থীরা সেদিন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা যে অত্যন্ত শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ ভাবে পরীক্ষা দিতে পেরেছেন সে কথা যেমন প্রাথমিক শিক্ষা পর্ষদ মারফত জানা গিয়েছে তেমনি পরীক্ষার্থীদের কাছ থেকেও এই একই রিপোর্ট পাওয়া গেছে।
ওইদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি কলকাতার ধারে কাছের বেশ কিছু পরীক্ষা কেন্দ্র সরজমিনে পরিদর্শন করে রিপোর্ট দিয়েছেন যে এই বছরের মতো এতো সুন্দর ভাবে প্রাইমারী টেট পরীক্ষা এর আগে কখনো সম্পন্ন হয়নি। এর পাশাপাশি আমাদের রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেদিনের পরীক্ষার সন্বন্ধে মন্তব্য করেছেন যে সেদিন পরীক্ষা কেন্দ্র গুলিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো কোনো দুর্নীতি ঘটেনি। সুতরাং এবছরের অনুষ্ঠিত হওয়া টেট পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর রাজ্যবাসীর তৈরি হওয়া সন্দেহকে সম্পূর্ণ রুপে ভুল বলে প্রমান করবে আমাদের বিশ্বাস।
এ বছরের পরীক্ষা যে সুষ্ঠ ভাবে সুসম্পন্ন হয়েছে সেই বিষয়ে খবর দেওয়ার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করা নিয়েও পজিটিভ সিগন্যাল দিয়েছে। পর্ষদ কর্তৃক জানানো হয়েছে যে চলতি মাসের মধ্যেই এই টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে যাবে। এবং ফলাফল প্রকাশিত হওয়ার আগেই উত্তর পত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। এছাড়াও ২০১৪ ও ২০১৭ এর টেট পাস প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াও খুব শীঘ্রই সম্পন্ন করা হবে বলে পর্ষদ কর্তৃক জানানো হয়েছে। সুতরাং সব মিলিয়ে এই বছরের টেট পরীক্ষার ফলাফল রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জীবনে এক নতুন মোর আনতে চলেছে বলে আশা করা হচ্ছে।
নতুন টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আবারো নতুন করে প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার বা নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবার প্রবল সম্ভাবনা রয়েছে।