স্কুলের শিক্ষক নিয়োগের বিরাট বড় বিজ্ঞপ্তি বেরিয়েছে। স্কুলে মোট 1749 টি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। বিরাট বড় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি শিক্ষক হতে চান এবং শিক্ষক হওয়া সমস্ত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে এটি আপনার জন্য অবশ্যই একটি বিরাট বড় সুখবর। এখানে OAVS এর পক্ষ থেকে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এখানে হাইস্কুলে( v to x), উচ্চ বিদ্যালয়( xi to xii) এবং প্রচুর কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য গুলো নিচে দেওয়া হল যে গুলো ভালো করে জেনে নিবেন।
মোট শূন্যপদ: এখানে মোট ওয়ান 1749 শূন্যপদ রয়েছে।
এখানে যেসব পদে শিক্ষক নিয়োগ করা হবে: প্রচুর শূন্যপদে এখানে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ করা হবে। যেসব পদে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-
Principal- 109
PGT English- 77
PGT Physics- 95
PGT Chemistry- 97
PGT Mathematics- 94
PGT Biology- 92
PGT Computer Science- 02
PGT Commerce- 60
PGT Economics- 30
TGT English- 297
TGT Mathematics- 282
TGT Odia- 67
TGT Science- 68
TGT Social Studies- 95
PET- 129
Computer Teacher- 154
Librarian- 01
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি প্রিন্সিপাল হতে চান তাহলে আপনাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন পাস করতে হবে এবং সঙ্গে বিএড ডিগ্রী থাকতে হবে।
আপনি যদি PGT শিক্ষক হতে চান তাহলে আপনাকে উক্ত বিষয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে এবং সঙ্গে বিএড ডিগ্রী থাকতে হবে।
আপনি যদি TGT শিক্ষক হতে চান তাহলে আপনাকে চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স বা b.el.ed থাকতে হবে।
PET ক্ষেত্রে আপনাকে ফিজিক্যাল এডুকেশন বিষয়ে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন পাস করতে হবে।
লাইবেরিয়ার পদে নিযুক্ত হতে গেলে আপনাকে লাইবেরিয়ার বিষয়ে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন পাস করতে হবে।
কম্পিউটার শিক্ষক হতে গেলে আপনাকে কম্পিউটার বিষয়ে বিএসসি বা গ্রাজুয়েশন পাস করতে হবে।
বয়স: আপনি যদি এখানে শিক্ষকতা করতে চান তাহলে আপনার বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। আপনি যদি প্রিন্সিপাল পদে চাকরি করতে চান তাহলে আপনার বয়স হতে হবে 32 থেকে 50 বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় আপনাকে ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে আপনারা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন ও সরাসরি আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে প্রথমে কম্পিউটারের মাধ্যমে mcq টাইপ এর একটি পরীক্ষা দিতে হবে। আপনি যদি এই পরীক্ষায় পাশ করেন তাহলে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং অবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন করে আপনার চাকরি হয়ে যাবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে 6 জানুয়ারি 2022 তারিখ থেকে এবং এবং আবেদন চলবে 5 ফেব্রুয়ারি 2022 তারিখ পর্যন্ত।
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভালো করে পড়বে জেনে নিতে পারবেন।
বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জানুন:CLICK HERE