যে সমস্ত চাকরিপ্রার্থী অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাশ করে সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিশাল বড় একটি চাকরির খবর। এখানে 4710 শূন্যপদে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট এর গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাশ করে চাকরির খোঁজ করছে তাদের জন্য এটি অবশ্যই দারুন চাকরির সুখবর। এখানে পুরুষ মহিলা সকল চাকরি প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিত ভাবে এই খবরটি জেনে নেবেন নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে।
পদের নাম: এখানে খাদ্য দপ্তর(FCI) এর তরফ সে প্রচুর পরিমাণে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে।
Category II
Category IIl
Category IV
এছাড়াও আরও যেসব পদে এখানে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
Manager
Stenographer Grade-II
Watchmen
Typist
Junior Engineer
মোট শূন্যপদ: সব মিলিয়ে এখানে মোট 4710 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
Category II -35
Category III- 2521
Category IV- 2154
Total- 4710
শিক্ষাগত যোগ্যতা: এটি যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি চাকরির তাই এখানে অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক পাশেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: এখানে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই 18 বছরের বেশি। সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা নিচের সরাসরি অনলাইনে আবেদনের লিংক দেওয়া থাকবে যেখানে ক্লিক করে আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
1. প্রথমে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে রেজিস্টার করতে হবে।
2. এরপর চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করতে হবে
3. এরপর চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে সমস্ত ব্যক্তিগত ডিটেইলস পূরণ করতে হবে ও শিক্ষাগত যোগ্যতার ডিটেলস পূরণ করতে হবে।
4. এরপর অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের প্রেমেন্ট করতে হবে।
5. সবশেষে চাকরিপ্রার্থীদের আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিতে হবে।
এখানে আবেদন করতে চাকরিপ্রার্থীদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে:
1.মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাশের এডমিট কার্ড অথবা বয়সের প্রমাণপত্র
2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
3. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. চাকরিপ্রার্থী নিজস্ব পাসপোর্ট সাইজের ফটোকপি
6. আধার কার্ড অথবা ভোটার কার্ড
7. চাকরি প্রার্থীর নিজস্ব সিগনেচার
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: এখানে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 9 মে 2022 তারিখ থেকে এবং আবেদন চলবে জুন মাসের শেষ পর্যন্ত।
বেতন: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদের প্রতি মাসে 23,300 – 64,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন তাদের সরাসরি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
1 প্রথমে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে যে সমস্ত চাকরির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
2. ইন্টারভিউয়ে পাস করলে চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য: এখানে জেনারেল ও OBC আবেদন মূল্য হিসাবে 250 টাকা দিতে হবে। এছাড়াও অন্যান্য শ্রেণীর(SC/ST/PH) চাকরিপ্রার্থীদের এখানে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে ভালো করে পড়বেন। এছাড়াও চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সংগ্রহ করতে পারেন। চাকরি প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…
রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…
মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…
যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…