সাম্প্রতিককালে সরকারি হোক বা বেসরকারি যে কোনো চাকরির জন্যই আবেদন করতে হলে বেশিরভাগ ক্ষেত্রেই ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হয়। সেই কারণেই পরিবারের আর্থিক দুরাবস্থার কারনেই হোক বা অন্য যে কোনো কারনেই হোক যে সব বেকার যুবক যুবতীরা মাধ্যমিক পর্যায় পর্যন্ত এগোতে পারেননি তারা চাকরির জন্য আবেদন করার সুযোগ পান না। তবে খুব কম সংখ্যায় হলেও এখনও পর্যন্ত বেশ কিছু সরকারি চাকরি রয়েছে যেগুলিতে ন্যুনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আবেদন করা যায়। আর আজ এমনই এক চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আমরা। সম্প্রতি এ রাজ্যের জেলা আদালতের পক্ষ থেকে এমনই এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নীচে এই নিয়োগের শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিশদে বুঝিয়ে বলা হল।
আবেদন করার নিয়মাবলী:-
এক্ষেত্রে আগে থেকে কোনো রকম আবেদন পত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। পূরন করা আবেদন পত্র সহ সকল প্রয়োজনীয় প্রমান পত্র যেমন শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র, বয়সের প্রমানপত্র, ফটো আইডি প্রুফ ইত্যাদি সাথে করে নিয়ে ইন্টারভিউয়ের দিন সরাসরি ইন্টারভিউ স্থানে পৌঁছে ইন্টারভিউ দিলেই চলবে। সেক্ষেত্রে নিম্নলিখিত কাজ গুলি আগে থেকে সেরে রাখতে হবে। যেমন-
১. সবার আগে সংশ্লিষ্ট জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে একটি উন্নত মানের সাদা A4 সাইজ পেপারে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে।
২. তারপর সেখানে পরপর নির্দেশ অনুযায়ী তথ্য লিখে আবেদন পত্রটি পূরন করতে হবে।
৩. সবশেষে সমস্ত প্রয়োজনীয় প্রমান পত্রের এক কপি করে জেরক্স বের করে সেগুলি সেলফ অ্যাটেস্টেড করে পূরণ করা আবেদন পত্রের সঙ্গে যুক্ত করে একটি খামে ভিতর ভরে যত্ন সহকারে রেখে দিতে হবে। ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে এই খামটি নিয়ে যেতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
জেলা আদালতের তরফে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট শূন্যপদের জন্য যোগ্য কর্মী নির্বাচন করা হবে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে।
পদের নাম:-
জেলা আদালতের তরফে “সুইপার” পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:-
এখানে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে যে কোনো সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে কেবলমাত্র ন্যুনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকলেই আবেদন জানানো যাবে। এছাড়া এক্ষেত্রে আর অন্য কোনো যোগ্যতা চাওয়া হয়নি।
বয়সসীমা:-
উক্ত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/১২/২০২৩ অনুযায়ী ১৮-৪০ বছরের মধ্যে।
বেতন কাঠামো:-
জেলা আদালতের অধীনে সুইপার পদে নিয়োজিত কর্মীদের দৈনিক বেতনে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে তাদেরকে প্রতিদিন ৪০৪ টাকা করে বেতন দেওয়া হবে।
প্রয়োজনীয় প্রমান পত্র:-
ইন্টারভিউয়ের দিন পূরন করা আবেদন পত্রের সঙ্গে যে যে প্রয়োজনীয় প্রমান পত্রের অরিজিনাল কপি এবং এক কপি করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স নিয়ে যেতে হবে সেগুলি হল-
১. বয়সের প্রমান পত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
২. ফটো আইডি প্রুফ হিসেবে আধার/ভোটার কার্ড।
৩. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র হিসেবে অষ্টম শ্রেণী পাসের মার্কসীট ও সার্টিফিকেট। এছাড়াও যদি আরও কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার মার্কসীট ও সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিও নিয়ে যেতে পারেন।
৪. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
৫. ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে)।
৬. রঙিন পাসপোর্ট সাইজ ফটো।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়:-
উক্ত পদের জন্য ইন্টারভিউ নেওয়া শুরু হবে আগামী ৫/০৭/২০২৩ তারিখ সকাল ১০.৩০ মিনিট থেকে। আর তা চলবে দুপুর ১২ টা পর্যন্ত। তাই যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক ও যোগ্য তারা এই নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যাবেন। তা না হলে ১২ টার পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
ইন্টারভিউ স্থানের ঠিকানা:-
ইন্টারভিউ স্থানের ঠিকানাটি হল-
At the Office of the District Legal
Service Authority, District Judges
Court Complex, Jhargram, Pin-
721507.
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE