অষ্টম শ্রেণী পাসে পশ্চিমবঙ্গের পৌরসভার গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ | WB Municipality Group-D Recruitment 2022

 

পশ্চিমবঙ্গের পৌরসভার সরাসরি গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাসে এখানে স্থায়ী গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে এই সুখবরটি শুধুমাত্র আপনার জন্য। এখানে গ্রুপ ডি পদে সরাসরি কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের 23 টি জেলার সমস্ত পুরুষ ও মহিলারা এখানে আবেদন করার সুযোগ পাবেন। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হল যে গুলো ভালো করে জেনে নিবেন।


বিজ্ঞপ্তি নাম্বার:
013


পদের নাম:
গ্রুপ ডি


আবেদনপত্র প্রকাশের তারিখ:
এখানে আবেদনপত্রটি প্রকাশিত হয়েছে 27/01/2022 তারিখে।


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 29/01/2022 তারিখ থেকে এবং আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে 15/02/2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে পশ্চিমবঙ্গের যে কোন স্কুল থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হতে হবে ।


বয়স সীমা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আপনি যদি SC/ST ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি OBC ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন।


বেতন:
এখানে রোপা 2019 অনুযায়ী সরকারি যে বেতন কাঠামো আছে সেই অনুপাতে আপনাকে প্রতিমাসে 17,000-43,600 টাকা করে বেতন দেওয়া হবে।


আবেদন মূল্য:
আপনি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন মূল্য হিসেবে 200 টাকা দিতে হবে এবং আপনি যদি রিজাভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন মূল্য হিসেবে শুধু মাত্র 100 টাকা দিতে হবে।


আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে- www.cdamekliganj.in .


নিয়োগ পদ্ধতি:
এখানে আপনাকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।


লিখিত পরীক্ষার সিলেবাস: 

জেনারেল স্টাডিস ( History, Geography, Physical science, BioScience, Environment Science) : 40 Marks


বাংলা
: 10 marks


অংক ( Arithmetic, Algebra, Geometry ):
35 Marks. 

অর্থাৎ মোট 85 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং আপনাকে 15 নাম্বার এর ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে হবে।

আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে। এখানে চাকরি করার আগে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি একবার অবশ্যই ডাউনলোড করে ভাল করে পড়ে নেবেন।



OFFICIAL WEBSITE: CLICK HERE

Leave a Comment