রাজ্যে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং একটি সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে চাকরির বিশাল বড় একটি সুযোগ । এখানে খুব সহজেই চাকরি পাওয়া যাবে কারণ এখানে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউ মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে। পুরুষ অথবা মহিলা সকলেই এখানে আবেদনযোগ্য। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে বিস্তারিত জেনে নিন। নিচে অফিশিয়াল ওয়েবসাইট ও অফিশিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া থাকবে সেখান থেকেও চাকরির সম্বন্ধে আরো তথ্য সংগ্রহ করতে পারবেন।
পদের নাম: Group-D
শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গের যে কোনো বিদ্যালয় থেকে যদি আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলেই আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন । আপনি অষ্টম শ্রেণী পাস বা তার বেশি যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন।
বয়স: আপনার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। আপনি যদি SC/ST ক্যাটাগরির হন তাহলে আপনি অতিরিক্ত পাঁচ বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি OBC ক্যাটাগরির প্রার্থী হন তাহলে আপনি অতিরিক্ত তিন বছর বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি নিচের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বাণিজ্যের অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্র টি ডাউনলোড করে সেটি ভালো করে ফিলাপ করে তার সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সংযুক্ত করে সেটি পাঠাতে হবে নিচের ঠিকানায়।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা :Executive oflicer & Member secretary, Gazaldoba Development Authorlty & sub-Divisional officer, Mal, Jalpaiguri,P.O-Mal, Dist-Jalpaiguri, pin-735221.
Application receiving time will be Monday to Friday from11.00 A.M to 4.00 p.M (Except saturday, sunday and Govt. Horidays).
ইন্টারভিউ দিনের যেসব কাগজপত্র নিয়ে যাবেন: আপনাকে নিচের ডকুমেন্টসগুলি জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে জামা দিতে হবে-
1. আবেদনপত্র
2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট
3.অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে
4.বয়সের প্রমাণ( মাধ্যমিক এডমিট কার্ড বা আধার কার্ড)
5.কাস্ট সার্টিফিকেট( যদি থাকে)
6. আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড
7.পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে।
আবেদনের শেষ তারিখ: এখানে আবেদন পত্র জমা করতে হবে 19/02/2022 তারিখের মধ্যে।
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে ভাল করে পড়ে নেবেন।
বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জানুন:CLICK HERE