অষ্টম শ্রেণী পাসে রাজ্যের জেলায় জেলায় বন দফতরে 2000 শূন্যপদে গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ | WB Forest Department Recruitment 2023

 

সমগ্ৰ পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় নিয়োগের আপডেট। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে ২৫ টি জেলাতেই  বন সহায়ক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক্ষেত্রে সারা রাজ্যের প্রতিটি জেলা মিলিয়ে মোট ২০০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে সবচাইতে বড় বিশেষত্ব হচ্ছে এখানে সংশ্লিষ্ট শূন্যপদে ন্যুনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কোনো কম্পিটিটিভ পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আর যেহেতু সারা রাজ্য জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া চলবে তাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয় চাকরিপ্রার্থীরা ন্যুনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিবরণ আলোচনা করা হল।

নিয়োগকারী দপ্তর ও শূন্যপদের নাম:-

ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নিয়োগ কার্যের মাধ্যমে পশ্চিমবঙ্গের ২৫ টি জেলাতেই “বন সহায়ক” পদে কর্মী নিয়োগ নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:-

এখানে বন সহায়ক পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত স্কুল থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। তবে আরও বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বেকার চাকরিপ্রার্থীরাও এক্ষেত্রে সমান ভাবে আবেদনের যোগ্য।

 

নির্ধারিত বয়সসীমা:-

সংশ্লিষ্ট পদটিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। এক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা হল ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতনের পরিমাণ:-

বন সহায়ক পদে নিযুক্ত কর্মীদের শুরুতে প্রতি মাসে ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। তারপর ধীরে ধীরে সেই বেতনের পরিমাণ আরও বাড়বে। 

আবেদন প্রক্রিয়া:-

সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তা যেভাবে করতে হবে তা হল-

১) প্রথমে একেবারে নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিয়ে সেটিকে ভালোভাবে পড়ে এই নিয়োগের বিষয়ে সবকিছু জেনে নিয়ে হবে। 

২) তারপর ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নিয়োগের আবেদন পত্রটি ডাউনলোড করে তার একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।

৩) তারপর সেখানে যথাযথ স্থানে সঠিক তথ্য দিয়ে ফর্মটিকে ভালোভাবে পূরণ করতে হবে। 

৪) এবং ফর্মের মধ্যে ফটো লাগানোর জন্য যে জায়গা দেওয়া থাকবে সেখানে এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং সিগনেচারের জন্য দেওয়া জায়গায় আবেদনকারীকে সিগনেচার করতে হবে। 

৫) এরপর সকল প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলি সেলফ অ্যাটেস্টেড করতে হবে।

৬) সবশেষে এই সবকিছু একসাথে যুক্ত করে একটি খামে ভরে খামের উপর আপনার নিজের ঠিকানা ও আবেদন পত্র যে স্থানে পাঠাবেন সেখানকার ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

আবেদন পত্র পাঠানোর সময় তার সঙ্গে যে সব ডকুমেন্টস গুলি যুক্ত করে পাঠাতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) অষ্টম শ্রেণী পাসের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও অন্যান্য যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৫) দুই বা তিন কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

নির্বাচন প্রক্রিয়া:-

এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে সংশ্লিষ্ট পদে চাকরি করার জন্য যোগ্য কর্মীকে একটি ১০০ নম্বরের ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা:-

ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে বন সহায়ক পদে কর্মী নিয়োগের জন্য আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর তা শেষ হবে আগামী ২৭/০৫/২০২৩ তারিখে। 


OFFICIAL NOTICE: CLICK HERE
APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE

Leave a Comment