দীর্ঘদিন পর অবশেষে বেরিয়ে এল পশ্চিমবঙ্গ বিশাল বড় এক চাকরির বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট কোর্ট এ গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। আপনি পশ্চিমবঙ্গের যে কোন জায়গার স্থায়ী বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাশে প্রচুর শূন্য পদে বিভিন্ন কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনি তাড়াতাড়ি এখানে অনলাইনের মাধ্যমে ফরম ফিলাপ করতে পারেন। ইতিমধ্যেই ফরম ফিলাপ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 31 জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হল যেগুলো ভালো করে জেনে নেবেন।
পদের নাম: এখানে গ্রুপ ডি ও গ্রুপ সি সব মিলিয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যেসব পথে এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেগুলো হলো-
- ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রুপ-বি)
- বেঙ্গলি ট্রান্সলেটর (গ্রুপ-বি)
- লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ-সি)
- প্রসেস সার্ভার (গ্রুপ-সি)
- পিয়ন /নাইট গার্ড (গ্রুপ-ডি)
শিক্ষাগত যোগ্যতা:
English stenographer: আপনি যদি ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন পাস অথবা উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে।
Bengali translator : আপনি যদি বেঙ্গলি ট্রান্সলেটর পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে।
Lower-division clerk: আপনি যদি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
Process server:আপনি যদি প্রসেস সার্ভার পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
Peon/night guard :আপনি যদি পিয়ন বা নাইট গার্ড পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। আপনি সেই পদে চাকরি করবেন সেই পদের বেতন কাঠামোতে নিচে দেওয়া হলো বিস্তারিত ভাবে জেনে নিন।
English stenographer: এখানে আপনাকে প্রতিমাসে 32,100-82,900/- টাকা করে বেতন দেওয়া হবে।
Bengali translator : এখানে আপনাকে প্রতিমাসে 28,900- 74500/- টাকা করে বেতন দেওয়া হবে।
Lower-division clerk: এখানে আপনাকে প্রতিমাসে 22,700- 58,500/- টাকা করে বেতন দেওয়া হবে।
Process server: এখানে আপনাকে প্রতিমাসে 21000- 54,000/- টাকা করে বেতন দেওয়া হবে।
Peon/night guard : এখানে আপনাকে প্রতিমাসে 17,000-43,600/- টাকা করে বেতন দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যেই এখানে আবেদন আবেদনের নোটিশ প্রকাশিত হয়েছে 15 ই জানুয়ারি 2022 তারিখে। তবে নোটিশে এখনো আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়নি এবং খুব তাড়াতাড়ি এটা আপডেট করা হবে।
আবেদন পদ্ধতি: এখানে আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি: আবেদন করার পর আপনার লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ লিঙ্ক: আপনারা এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন নিচের দেওয়া লিংক গুলো থেকে-
www.districts.ecourts.gov.in/birbhum