আপারে আবারো বড়সর অনায়মের অভিযোগ উঠলো কমিশনের বিরুদ্ধেই। দীর্ঘ প্রায় 6 বছর প্রতীক্ষার অবসানের পর অবশেষে গত 21 শে জুন আপার প্রাইমারি ইন্টারভিউ লিস্ট বের হয় । কিন্তু এই লিস্ট সম্পূর্ণ বেআইনি ও ভুলে ভরা । তাই আবারও অনেকে দ্বারস্থ হচ্ছে কলকাতা হাইকোর্টে তাই নিয়োগ প্রক্রিয়া আবারো থমকে যাওয়ার সম্ভাবনা প্রবল। অনেকের বেশি নাম্বার থাকা সত্ত্বেও ইন্টারভিউ লিস্টের নাম আসেনি আবার অনেকে কম নাম্বারে ডাক পেয়েছেন ইন্টারভিউ এর জন্য। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে কিন্তু নিয়োগের আগেই দেখা যাচ্ছে পুরো গাফিলতি ও ভুলে ভরা কমিশনের প্রকাশিত লিস্ট।
বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি ইত্যাদি বিষয়গুলো এই গাফিলতির পরিমাণ বেশি দেখা যাচ্ছে। বঞ্চিত হয়েছে প্রায় শত শত মেধাবী ছাত্র । তাই তারা আবার আদালতের দ্বারস্থ হবে সকলে একজোট হয়ে।
সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে অনেকে হাজার 1994 সালে জন্মগ্রহণ করে 2016 সালের মধ্যে বিএ বিএড কমপ্লিট করে আপার প্রাইমারির জন্য আবেদন করেছিল এটা কি করে সম্ভব? আবার অনেকে 1965-67 সালে জন্মগ্রহণ করে 2014 সালে ও 2016 সালে যাদের 40 বছর পার হয়ে গেছে তারাও এই লিস্টের জায়গা পেয়েছে। এই পরিস্থিতিতে কমিশন কোন বড়োসড়ো পদক্ষেপ গ্রহণ না করলে এই নিয়োগ প্রক্রিয়া আবারো চমকে যাবে বলে অনুমান করা হচ্ছে।