আজ সকল বেকার চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলের তরফে রয়েছে এক বিশাল নিয়োগের আপডেট। সম্প্রতি স্টাফ সিলেকসান কমিশনের পক্ষ থেকে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আজ সেই বিজ্ঞপ্তির বিষয়েই আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। স্টাফ সিলেকসান কমিশনের এবারের এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দুই ধরনের গ্ৰুপ ‘সি’ পদে কর্মী নিয়োগ করা হবে। আর তাও আবার উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায়। তাই যেসব বেকার চাকরিপ্রার্থীরা উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় একটা স্থায়ী সরকারি চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ন সুযোগ। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে দ্রুত আবেদন করে ফেলুন। আর আবেদনের পূর্বে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন।
নিয়োগকারী সংস্থা:-
কেন্দ্রীয় সরকার অধীনস্থ স্টাফ সিলেকসান কমিশন নামক বোর্ডের তরফ থেকে Combined Higher Secondary Level Examination 2023 এর মাধ্যমে গ্ৰুপ ‘সি’ লেভেলের কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শূন্যপদ গুলির নাম:-
এই নিয়োগ কার্যের মধ্যে দিয়ে মূলত দুই ধরনের গ্ৰুপ ‘সি’ পদে কর্মী নেওয়া হবে। সেক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের যে দুটি পদে নিয়োগ করা হবে সেগুলি হল-
• Data Entry Operator Grade ‘A’
• Lower Division Clerk/Junior Secretarial Assistant
শূন্যপদের সংখ্যা:-
এক্ষেত্রে দুই ধরনের পদ মিলিয়ে মোট ১৬০০ টির কাছাকাছি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতার মাপদন্ড:-
উপরিউক্ত দুটি পদের মধ্যে যে কোনো একটিতে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
তবে Data Entry Operator পদের ক্ষেত্রে আপনাকে অতি অবশ্যই Mathematics বিষয় সহ সায়েন্স বিভাগে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
বয়সের মাপদন্ড:-
দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ১/০৮/২০২৩ অনুযায়ী সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর, OBC প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর এবং PwBD প্রার্থীদের ক্ষেত্রে ১০-১৫ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনের পরিমাণ:-
উল্লেখিত পদ দুটির মধ্যে Data Entry Operator পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ২৫,৫০০-৮১,১০০ টাকা পর্যন্ত এবং Lower Division Clerk পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন করার নিয়মাবলী:-
স্টাফ সিলেকসান কমিশনের তরফ থেকে প্রকাশিত হওয়া উল্লেখিত শূন্যপদ দুটিতে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে-
১) সবার প্রথমে SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in এ যেতে হবে।
২) তারপর যারা এই প্রথমবার SSC এর অধীনে চাকরির জন্য আবেদন করছেন তাদেরকে New Registration লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। আর যারা আগেও আবেদন করেছেন তাদেরকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। এক্ষেত্রে তারা সরাসরি আবেদন করতে পারবেন।
৩) নতুন আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর SSC এর তরফ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে। আর যাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা রয়েছে তারা আগের বারের দেওয়া User Id ও Password দিয়েই Login করবেন।
৪) এরপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে Save and Next Button এ ক্লিক করতে হবে।
৫) এরপর শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে পুনরায় Save and Next Button এ ক্লিক করতে হবে।
৬) সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরি ও OBC ক্যাটাগরির প্রার্থীরা ১০০ টাকা করে ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া শেষ।
এক্ষেত্রে SC, ST ও মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন করার ক্ষেত্রে যে সব প্রয়োজনীয় নথীপত্র গুলি আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা ।
২) দেশের স্থায়ী নাগরিকত্বের প্রমান পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড স্ক্যান করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এর মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।
৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৬) আবেদনকারীর নিজের সিগনেচার ও রঙিন পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করা।
নিয়োগ পদ্ধতি:-
এখানে দুটি পদের ক্ষেত্রেই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদেরকে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি ২০০ নম্বরের প্রিলিমিনারী পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা সফল হবেন তাদেরকে বাছাই করে দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ মেইন পরীক্ষার জন্য ডাকা হবে। এখানে যারা যারা সফল হবেন তাদেরকে বাছাই করে ডাকা হবে তৃতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ কম্পিউটার টাইপিং টেস্টের জন্য। এতে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে বাছাই করে অন্তিম ধাপের পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই চারটি ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যাদেরকে যোগ্য বলে মনে করা হবে তাদেরকে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করবে স্টাফ সিলেকসান কমিশন।
আবেদন প্রক্রিয়া শুরু ও শেষের তারিখ:-
SSC এর পক্ষ থেকে প্রকাশিত উল্লেখিত শূন্যপদ দুটি পূরনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ৯/০৫/২০২৩ থেকে শুরু হয়ে গিয়েছে আর তা শেষ হবে আগামী ৮/০৬/২০২৩ এ। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন। তা না হলে সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…