বহু বছর আগেই সর্বশিক্ষা অভিযান মিশন শুরু করে নিরক্ষরতা দূরীকরণ করার লক্ষ্যে আমাদের দেশের সরকার দেশের প্রতিটি রাজ্যে ICDS বা অঙ্গনওয়ারী প্রকল্পের মাধ্যমে সকল দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী পরিবারের শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দান ও পেট ভরে খাবার খাওয়ানোর নিয়ম চালু করেছিলেন। সেই থেকে এখনও পর্যন্ত এই প্রকল্প চলে আসছে। প্রতি বছরই দেশের প্রতিটি রাজ্যে এই অঙ্গনওয়ারী প্রকল্পের যাবতীয় কাজ পরিচালনা করার জন্য প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হয়ে থাকে। কারন পর্যাপ্ত পরিমাণ কর্মী না থাকলে এই প্রকল্পের কাজ কর্ম পরিচালনার ক্ষেত্রে চরম সমস্যা দেখা দেবে। ঠিক সেই ভাবেই বর্তমানে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ICDS বা অঙ্গনওয়ারী প্রকল্পে প্রয়োজনের তুলনায় কর্মীর সংখ্যা এতটাই কমে গেছে যে এই প্রকল্প সম্পর্কিত কিছু কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। আর তাই অতি দ্রুত এই সমস্যার সমাধান ঘটিয়ে সবকিছু সঠিকভাবে পরিচালনা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে রাজ্যের বেশ কিছু জেলায় ICDS বা অঙ্গনওয়ারী পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে কর্মী নিয়োগ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। তাই রাজ্যের সকল মাধ্যমিক পাস মহিলা চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদের নাম:-
পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের কয়েকটি জেলায় ICDS বা অঙ্গনওয়ারী কর্মী পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা:-
অঙ্গনওয়ারী প্রকল্পে অঙ্গনওয়ারী সহায়িকা পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলতে পারদর্শী হতে হবে এবং অঙ্গনওয়ারী সহায়িকা পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আবেদনকারী যে ব্লকের হয়ে চাকরি করার জন্য আবেদন করবেন তাকে সেই ব্লকের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮/১১/২০২২ অনুযায়ী ১৮-৬৫ বছরের মধ্যে।
আবেদন করার নিয়মাবলী:-
এখানে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অন্য কোনো রকম ভাবে প্রেরন করা আবেদন পত্র গ্ৰাহ্য করা হবে না। তাই অফলাইনের মাধ্যমে যেভাবে আবেদন করতে হবে সেগুলি হল-
১) প্রথমে আবেদনকারী প্রার্থীকে তিনি যে জেলার বাসিন্দা সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে অথবা তিনি যে ব্লকের বাসিন্দা সরাসরি সেই ব্লকে গিয়ে সেখান থেকে আবেদন পত্র সংগ্রহ করে নিয়ে আসতে হবে।
২) এরপর সেই আবেদন পত্রে আবেদনকারীর নিজের নাম, বাবা মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, জন্ম তারিখ, ঠিকানা, একটি বৈধ ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে সম্পূর্ণ ভাবে ফিলাপ করে ফেলতে হবে।
৩) তারপর আবেদন পত্রের মধ্যে নির্দিষ্ট স্থানে এক কপি পাসপোর্ট সাইজের ফটো চিটিয়ে দিতে হবে এবং সিগনেচারের জায়গায় সিগনেচার করে দিতে হবে।
৪) এরপর আবেদনকারীর নিজের মাধ্যমিক সহ যদি আরও বেশি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
৫) সবশেষে এই সবকিছু পূরণ করা আবেদন পত্রের সঙ্গে যুক্ত করে একটি খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনকারী যে জেলার বাসিন্দা সেই জেলার জেলা আধিকারীকের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন পত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) মাধ্যমিক এর মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সহ যদি আরও কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) পঞ্চায়েত প্রদত্ত স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।
৫) অঙ্গনওয়ারী সহায়িকা পদে কাজ করার অভিজ্ঞতার প্রমানপত্রের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে তাদের একটি ৩৫ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তী ধাপের পরীক্ষা অর্থাৎ ৫ নম্বরের একটি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ তেও যারা উত্তীর্ণ হবেন তাদের অন্তিম ধাপের পরীক্ষা অর্থাৎ সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতার বিষয়ে কিছু প্রশ্ন করার জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই পরীক্ষাতেও যারা পাস করবেন তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেবে পশ্চিমবঙ্গ নারী ও শিশু কল্যাণ দপ্তর।
আবেদনের সময় সীমা ও ঠিকানা:-
রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে প্রকাশিত অঙ্গনওয়ারী কর্মী পদে কর্মী নিয়োগের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ২/১২/২০২২ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৯/১২/২০২২ পর্যন্ত। তাই আর দেরি না করে দ্রুত নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র করে ফেলুন। কারন সময় সীমা পেরিয়ে গেলে জমা দেওয়া আবেদন পত্র আর গ্ৰাহ্য করা হবে না। আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা হল-
১)মাননীয় শিশু বিকাশ প্রকল্প
অধিকারীদের কার্যালয়
বাঁকুড়া- ১ নম্বর আই.সি.ডি.এস
প্রকল্পের অফিস
২) মাননীয় শিশু বিকাশ প্রকল্প
অধিকারীদের কার্যালয়
ওন্দা আই.সি.ডি.এস
প্রকল্পের অফিস