আবারো পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুল ও হাই স্কুলের সরাসরি শিক্ষক নিয়োগ | WB Primary And High School Teacher Recruitment 2022

 

আবারো পশ্চিমবঙ্গের নতুন করে প্রাইমারি স্কুল হাই স্কুলের প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে একের পর এক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আবারো রাজ্যে নতুন করে প্রাইমারি ও হাইস্কুলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলো। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং উচ্চমাধ্যমিক পাশ করে d.el.ed করে থাকেন বা গ্রাজুয়েশন পাস করে b.ed পাস করে থাকেন তাহলে আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। আপনি যদি এখানে চাকরি করতে চান এবং শিক্ষক হওয়া সমস্ত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে আপনি এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। নিচে চাকরি সম্বন্ধে আরও তথ্য দেওয়া হল যে গুলো জেনে নেবেন।


পদের নাম:
এখানে প্রাইমারি শিক্ষক ও হাইস্কুলের শিক্ষক নিয়োগ করা হবে।

1. প্রাইমারি শিক্ষক শিক্ষিকা নিয়োগ

এখানে প্রাইমারি প্রতিটি বিষয়ের উপরে শিক্ষক নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে উচ্চমাধ্যমিকে কমপক্ষে 50% নাম্বার নিয়ে পাশ করতে হবে। আপনি যদি রিজাভ ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি 45% নাম্বার পেলে চাকরি পেতে পারেন। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে d.el.ed পাশ থাকতে হবে।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনার বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে।

2. TGT অর্থাৎ মাধ্যমিক স্তরে হাইস্কুলের শিক্ষক নিয়োগ


যেসব পদে শিক্ষক নিয়োগ করা হবে:
এখানে যেসব পদে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-

  • English,
  • Hindi,
  • Maths,
  • Science,
  • Social Science &
  • Sanskrit


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে উক্ত বিষয়ে অনার্স নিয়ে গ্রাজুয়েশন পাস এবং আপনাকে অবশ্যই শিক্ষক প্রশিক্ষণ ট্রেনিং কিংবা b.ed পাস থাকতে হবে।


বয়স
: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনার বয়স হতে হবে অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে।


পদের নাম:
Computer Instructor


যোগ্যতা
: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে হবে বা কম্পিউটারে বিএসসি পাস থাকতে হবে।


আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না। আপনি সরাসরি ইন্টারভিউ দিনে উপস্থিত হয়ে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবেন।


নিয়োগ পদ্ধতি:
এখানে চাকরি পাওয়া খুবই সোজা কারণ আপনাকে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউ দিয়ে আপনি চাকরি পেয়ে যাবেন।


ইন্টারভিউ এর তারিখ:
আপনি যদি এখানে ইন্টারভিউ দিতে চান তাহলে আপনাকে 28 ই ফেব্রুয়ারি 2022 তারিখে সকাল 8:30 মধ্যে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।


ইন্টারভিউ স্থান ও আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
আপনি যদি এখানে আবেদন করতে চান এবং ইন্টারভিউ দিতে চান তাহলে আপনাকে নিচের ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে ও ইন্টারভিউ দিনে উপস্থিত হতে হবে-
KENDRIYA VIDYALAYA, NHPC, RAMBI
DT.-DARJEELING (W.B), PIN 734008


ইন্টারভিউ দিনে যেসব ডকুমেন্টস নিয়ে উপস্থিত হবেন:

1.বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড

2.আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট

3.আপনার একটি বায়ো ডাটা

4.আপনার পাসপোর্ট সাইজের ফটোকপি

5.আধার কার্ড অথবা ভোটার কার্ড

এছাড়াও আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি সর্বপ্রথম ডাউনলোড করে ভালো করে পড়ুন ।

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

Leave a Comment