পশ্চিমবঙ্গের সেই সকল দরিদ্র শ্রেণীর নাগরিক যারা অনেকদিন আগেই আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে এই আবাস যোজনার মাধ্যমে প্রাপ্য টাকা জমা পড়েনি তাদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী কিছুদিনের মধ্যেই নতুন করে পশ্চিমবঙ্গের আরও ২০ হাজার দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী পরিবার যারা আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে এই যোজনার মাধ্যমে প্রাপ্য টাকা জমা করে দেওয়া হবে এবং তার জন্য বরাদ্দ ৮,২০০ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে খুব শীঘ্রই পাঠিয়ে দেওয়া হবে। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এও জানানো হয়েছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গের আরও ৮৬ হাজার দরিদ্র পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে এবং তার জন্য সবরকম প্রস্তুতি নেওয়াও শুরু হয়ে গিয়েছে।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা নয়া গাইডলাইন মেনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলা আবাস যোজনার জন্য যে সার্ভে করার কথা ছিল সেই সার্ভের রিপোর্ট অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে নতুন করে ২০ হাজার পরিবারকে এই যোজনার আওতায় বাড়ি তৈরি করে দেওয়ার জন্য নির্বাচন করেছে রাজ্য সরকার। এই ২০ হাজার পরিবারকে ঘর তৈরি করে দিতে হলে কেন্দ্রীয় সরকারকে পশ্চিমবঙ্গের জন্য ২০ হাজার অতিরিক্ত বাড়ি তৈরির টাকা পাঠাতে হবে এই আবেদন জানিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে।
আমাদের রাজ্যে এখনও পর্যন্ত এমন অনেক মানুষ আছেন যাদের মাথার উপর কোনো ছাদ নেই, অন্যের বাড়িতে ভাড়া করে থাকতে হয় আর এর কারণ হল তাদের আর্থিক অক্ষমতা। আর যাও বা তাদের মধ্যে কারো কারো নিজস্ব ঘর আছে সেগুলো দীর্ঘ দিন ধরে ব্যাবহারের ফলে ভেঙে চুরে গিয়ে বাসস্থানের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। সেই সমস্ত মানুষ এই আবাস যোজনার মাধ্যমে নিজেদের বাসস্থান নির্মাণ করে আবারও শান্তিতে ও সুরক্ষিত ভাবে বেঁচে থাকতে পারবেন। এক কথায় বলা যায় তাদের একটি স্থায়ী ও সুরক্ষিত ঠিকানা তৈরি করে দেয়াই হল আমাদের কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য। আমাদের দেশের প্রধানমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া এই আবাস যোজনার মাধ্যমে ইতিমধ্যেই আমাদের রাজ্যের বহু দরিদ্র পরিবার উপকৃত হয়েছে এবং আগামী দিনেও বহু দরিদ্র পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের কাছে আরো অতিরিক্ত ২০ হাজার বাড়ি তৈরির জন্য টাকা পাঠানোর আর্জি জানিয়ে রাজ্য সরকার যে চিঠি পাঠিয়েছে আশা করা হচ্ছে তা মঞ্জুর করে আগামী পঞ্চায়েত ভোটের আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ২০ হাজার বাড়ি তৈরির জন্য বরাদ্দ অর্থ পাঠিয়ে দেওয়া হবে। এবং তারপর কিছু দিনের মধ্যেই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের আবাস যোজনার মাধ্যমে প্রাপ্য টাকা জমা করে দেওয়া হবে। এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের আরও ৮৬ হাজার পরিবারকে এই আবাস যোজনার আওতায় বাড়ি তৈরি করে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রে এমনটাই জানা গিয়েছে।