রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য ফের এক নতুন নিয়োগের ঘোষণা। এবারে রাজ্যের জেলা আদালতে গ্ৰুপ ‘সি’ ও ‘ডি’ পদে কর্মী নিয়োগ হতে চলেছে। তার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়াও শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের অন্তর্গত যে কোনো জেলা থেকেই সেই সকল বেকার চাকরিপ্রার্থীরা যারা আদালতে গ্ৰুপ ‘সি’ ও ‘ডি’ লেভেলে চাকরি করতে ইচ্ছুক তারা সকলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিষয়ে সবিস্তারে আলোচনা করা হল।
শূন্যপদ গুলির নাম:-
রাজ্যের জেলা আদালতে তিন ধরনের শূন্যপদে কর্মী নেওয়া হবে। সেক্ষেত্রে নির্বাচিত কর্মীদের যে যে পদে নিয়োগ করা হবে সেগুলি হল-
• বেঞ্চ ক্লার্ক
• স্টেনোগ্ৰাফার
• পিওন
পদ বিশেষে শিক্ষাগত যোগ্যতা:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা হল-
বেঞ্চ ক্লার্ক-
এই পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে ন্যুনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। তার সাথে কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে। তাছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় জ্ঞান থাকতে হবে।
স্টেনোগ্ৰাফার-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে ন্যুনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং স্টেনোগ্ৰাফিতে মিনিটে অন্তত পক্ষে ৮০ টি শব্দ ও টাইপিং এর মাধ্যমে মিনিটে অন্তত পক্ষে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
পিওন-
এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে ন্যুনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটার নলেজ থাকলে অগ্ৰাধিকার পাওয়া যাবে।
নির্ধারিত বয়সসীমা:-
এখানে সংশ্লিষ্ট তিন ধরনের পদের ক্ষেত্রেই আবেদন জানানোর সর্বোচ্চ বয়সসীমা হল ৬২ বছর। অর্থাৎ ৬২ বছরের নীচে যে কেউ নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকলেই এই পদগুলিতে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি:-
উল্লেখিত প্রতিটি পদেই অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য এই প্রতিবেদনের একেবারে নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে। তারপর সেই নোটিফিকেশানের ২ ও ৩ নম্বর পৃষ্ঠা জুড়ে দেওয়া বায়োডাটা আকারের অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর সেটিকে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে। সবশেষে এই সবকিছু একসাথে খামে ভরে খামের উপর নির্দিষ্ট স্থানের ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন হয়ে যাবে।
নিয়োগ পদ্ধতি:-
এখানে প্রতিটি পদের ক্ষেত্রেই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় প্রমান পত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি জমা করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ বার্থ সার্টিফিকেট/আধার কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
৭) PPO নম্বর লেখা প্রমান পত্রের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
বিশেষ যোগ্যতা:-
উপরিউক্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা গুলি ছাড়াও প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে।
আবেদনের সময়সীমা:-
এক্ষেত্রে অফলাইনে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ৩০/০৫/২০২৩ পর্যন্ত। তারপর ১/০৬/২০২৩ থেকে ৩/০৬/২০২৩ পর্যন্ত তিন দিন ধরে সকল জমা পড়া আবেদন পত্র স্ক্রুটিনি করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ:-
উল্লেখিত তিনটি পদে কর্মী নিয়োগের জন্যে আগামী ৬/০৬/২০২৩ থেকে ৮/০৬/২০২৩ পর্যন্ত তিন দিন ধরে ইন্টারভিউ নেওয়া হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে আগ্রহী চাকরিপ্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে পোস্টের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র পাঠিয়ে দিন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-
District Judge, Nadia, Krishnanagar
Zilla Adalat Bhaban, Pin-741101.
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…