রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আবারও একটি দুর্দান্ত নিয়োগের সুখবর। রাজ্যের পৌরসভায় কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের অন্তর্গত যে কোনো জেলা থেকেই নারী পুরুষ নির্বিশেষে বেকার কর্মপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে আগ্ৰহী চাকরিপ্রার্থীরা শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিশদে জেনে নিন।
নিয়োগকারী সংস্থা:-
পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে পরিচালিত রাজ্যের পৌরসভার তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেক্ষেত্রে নির্বাচিত কর্মীদের মিড ডে মিলের আওতায় নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:-
এক্ষেত্রে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে আগ্ৰহী চাকরিপ্রার্থীদের আগে থেকে কোনো আবেদন পত্র জমা দিতে হবে না। এক্ষেত্রে একেবারে ইন্টারভিউ এর দিন আবেদন পত্র জমা দিতে হবে। আবেদন পত্রের সঙ্গে সকল প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস ও অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর অরিজিনাল কপি এবং এক কপি করে জেরক্স ও নিয়ে যেতে হবে। তবে তার জন্য আগে থেকে কিছু কাজ সেরে রাখতে হবে। সেগুলি হল-
১) এই প্রতিবেদনের একেবারে নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশানের ৩ নং পৃষ্ঠায় দেওয়া অ্যাপ্লিকেশান ফরম্যাটের একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) তারপর সেখানে নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করতে হবে এবং ফটো লাগানোর জন্য দেওয়া জায়গায় এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে।
৪) এরপর শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ বাকি সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে।
৫) এবারে এই সবকিছু একসাথে একটি খামে ভরে যত্ন করে রেখে দিতে হবে ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে নিয়ে গিয়ে জমা দিতে হবে।
প্রয়োজনীয় প্রমান পত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় প্রমান পত্রের অরিজিনাল কপি এবং এক কপি করে জেরক্স নিয়ে যেতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) ঠিকানার প্রমান পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
৩) সকল শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।
৪) কাজের অভিজ্ঞতার প্রমান পত্র।
৫) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
৬) PPO বা পেনশনের সকল কাগজপত্র।
শূন্যপদের নাম:-
রাজ্যের পৌরসভার তরফে মিড ডে মিল প্রকল্পের আওতায় যে পদে কর্মী নিয়োগ করা হবে তা হল- Assistant Accountant (সহকারী হিসাবরক্ষক)।
বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
উল্লেখিত শূন্যপদে চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের নীচে। এবং এই পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১১,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
প্রয়োজনীয় যোগ্যতা:-
সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য ইন্টারভিউ দিতে ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অবশ্যই একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে। এবং সংশ্লিষ্ট পদে কমকরে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা:-
সংশ্লিষ্ট শূন্যপদে কর্মী নিয়োগের জন্য আগামী ১২/০৬/২০২৩ তারিখ দুপুর ১২ টা থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। যে সকল কর্মপ্রার্থীরা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা নিম্নলিখিত ঠিকানায় বেলা ১১ টার মধ্যে উপরিউক্ত সকল প্রয়োজনীয় ডকুমেন্টস সহ পৌঁছে যাবেন। ইন্টারভিউ স্থানের ঠিকানাটি হল-
Conference Hall of kalna
Municipality, Kalna Purba
Bardhaman.