রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বন্ধন ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিরাট নিয়োগের সুখবর। বন্ধন ব্যাঙ্ক হল ভারতের স্বনামধন্য ও জনপ্রিয় প্রাইভেট ব্যাঙ্ক গুলির মধ্যে অন্যতম। সম্প্রতি এই ব্যাঙ্কের তরফ থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় গড়ে ওঠা ব্রাঞ্চ গুলিতে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে সবচেয়ে বড় বিশেষত্ব হল এইটাই যে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। তাই রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে এতো কম যোগ্যতায় কোনো লিখিত পরীক্ষা ছাড়াই ব্যাঙ্কে চাকরি পাওয়ার এই সুযোগ হাতছাড়া না করে যত শীঘ্র সম্ভব আবেদন করে ফেলুন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
আবেদন পদ্ধতি:-
বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশিত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-
১) সবার প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে বা এই প্রতিবেদনের একেবারে নীচে দেওয়া Apply Now লিঙ্কে সরাসরি ক্লিক করতে হবে।
২) এরপর যারা নতুন আবেদন করছেন তারা New Registration লিঙ্কে ক্লিক করে নিজের নাম, ঠিকানা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। আর যারা আগেও আবেদন করেছেন তাদেরকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের পক্ষ থেকে যে User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে। আর যাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা রয়েছে তারা আগের বারের দেওয়া User Id ও Password দিয়েই Login করবেন।
৪) এরপর একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করতে হবে।
৫) এরপর সমস্ত প্রকার প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করে দিলেই অ্যাপ্লিকেশান Done।
এছাড়াও যেহেতু রাজ্যের জেলায় জেলায় এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা তাদের নিজ জেলায় বন্ধন ব্যাঙ্কের যে কোনো ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করেও সরাসরি সেখানেও আবেদন পত্র জমা দিতে পারেন।
নির্বাচন পদ্ধতি:-
প্রতিবেদনের শুরুতেই আমরা আপনাদের জানিয়েছি যে এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।
শূন্যপদের নাম:-
এখানে ব্রাঞ্চের বিভিন্ন ধরনের কাজ যেমন কাস্টমার হ্যান্ডেলিং, ডেটা আপডেট, কোর ব্যাঙ্কিং ইত্যাদি কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট পদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে। এক্ষেত্রে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাসে কর্মী নিয়োগ করা হলেও আরও উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে।
বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
প্রতিটি পদের জন্যই আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত কর্মীদের মাসিক ১৫,০০০-২৫,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন করার সময় নিম্নলিখিত নথীপত্র গুলি আপলোড করতে হবে। যেমন-
১) বয়সের প্রমানপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট বা পাস সার্টিফিকেট স্ক্যান করা।
২) সচিত্র পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড স্ক্যান করা।
৩) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) রঙিন পাসপোর্ট সাইজ ফটো ও আবেদনকারীর নিজের সই স্ক্যান করা।
৫) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।
আবেদনের সময়সীমা:-
এক্ষেত্রে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং বর্তমানে তা চলছে।