আপনি কি ভারতে স্থায়ীভাবে বসবাসকারী একজন স্নাতক পাস বেকার চাকরিপ্রার্থী? কোনো রকম কম্পটিটিভ পরীক্ষার ঝুট ঝামেলা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এবং কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস ছাড়াই সাধারণ স্নাতক ডিগ্রি পাসে একটি মাসিক মোটা বেতনের সরকারি ব্যাঙ্কের চাকরির সন্ধানে রয়েছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি নেহাতই আপনার জন্য। আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমেই আপনি ঠিক যে ধরনের ব্যাঙ্কের চাকরি খুঁজছেন ঠিক তেমনটারই সন্ধান পাবেন। কারন ভারতের একটি বিখ্যাত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক India Post Payment Bank এর তরফ থেকে সম্প্রতি এমনই এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার বিষয়ে আমরা আজ আলোচনা করতে চলেছি। তাই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন। নিম্নে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদ গুলির নাম:-
কেন্দ্রীয় সরকার অধীনস্থ বিখ্যাত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক India Post Payment Bank এর তরফ থেকে সারা দেশ জুড়ে গড়ে ওঠা বিভিন্ন শাখা অফিস গুলিতে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেগুলি হল-
• Deputy General Manager(Finance and Accounts)
• Assistant General Manager (Business Solutions Group, Operations)
• Manager (Security Administration)
• Senior Manager(Security Administration/Architect)
• Chief Manager (Fraud Monitoring, Information Technology)
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:-
India Post Payment Bank এর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে যে পদের জন্য যে ধরনের শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা থাকতে হবে সেগুলি হল-
Assistant General Manager (Business Solutions Group, Operations)-
Assistant General Manager(Business Solutions Group) এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ১২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো আবেদনকারী যদি পূর্বে কোনো ব্যাঙ্কে Master Card, Visa, Payments Bank ইত্যাদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এক্ষেত্রে তিনি অগ্ৰাধিকার পাবেন।
Operations পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ১২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। উভয় পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ৩২-৪৫ বছরের মধ্যে।
Deputy General Manager(Finance and Accounts)-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে ICAI থেকে Chartered Accountancy পাস করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ১৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ৩৫-৫৫ বছরের মধ্যে।
Manager (Security Administration)-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে Electronics, Physics, Computer Science, Information Technology তে B.Sc পাস করে থাকতে হবে। অথবা Electronics, Computer Science এবং Information Technology তে B.E/B.Tech পাস করে থাকতে হবে। অথবা Electronics, Physics এবং Applied Electronics এ M.Sc পাস করে থাকতে হবে। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ২৩-৩৫ বছরের মধ্যে।
Senior Manager(Security Administration/Architect)-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো Electronics, Physics, Computer Science, Information Technology তে B.Sc পাস করে থাকতে হবে। অথবা Electronics, Computer Science এবং Information Technology তে B.E/B.Tech পাস করে থাকতে হবে। অথবা Electronics, Physics এবং Applied Electronics এ M.Sc পাস করে থাকতে হবে। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ২৬-৩৫ বছরের মধ্যে।
Chief Manager (Fraud Monitoring, Information Technology)-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে Engineering এ ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি Complete করে থাকতে হবে। অথবা Information Technology/Computer Science এ ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি Complete করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কমকরে ৯ বছর পর্যন্ত কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ২৯-৪৫ বছরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া:-
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে আমাদের প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করে অথবা Google Search box এ সংশ্লিষ্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.ippbonline.com লিখে search করতে হবে।
২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে Careers অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর Apply now বলে একটি অপশন আসবে সেখানে ক্লিক করলে একটি নতুন Window Open হবে।
৪) এরপর সেই window তে “Click Here For New Registration” লিঙ্কে ক্লিক করে নিজের নাম, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৫) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
৬) এরপর অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে Next Button এ ক্লিক করতে হবে।
৭) এরপর এক এক করে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে আবারও Next Button এ ক্লিক করতে হবে ।
৮) সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ৭৫০ টাকা করে এবং SC, ST, PWD প্রার্থীরা ১৫০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
৯) সবশেষে পূরন করা আবেদন পত্র এবং আবেদন মূল্যের রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দিতে হবে।
প্রয়োজনীয় প্রমান পত্র:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/ফটো লাগানো ব্যাঙ্কের প্রথম পাতা স্ক্যান করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।
৬) প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতার প্রমান পত্র স্ক্যান করা।
৭) এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৮) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।
৯) লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করা।
১০) সেলফ ডিক্লিয়ারেন্স সার্টিফিকেট স্ক্যান করা।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ:-
এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী ২ রা মার্চ সকাল ১০ টা থেকে শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ২৩ শে মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন আর এই রকমই আরও সব নতুন নতুন প্রকল্প ও চাকরির কারেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন।