উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে Data Entry Operator পদে বিরাট নিয়োগ | Deo Recruitment 2023

পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যা থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের কিছুটা হলেও স্বস্তি দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বেশ কিছু ছোটো বড়ো শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর ঠিক সেই ভাবেই আজ আবারও আমাদের রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের NICED তে বেশ কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সংস্থায় কর্মী নিয়োগের জন্য যে ইন্টারভিউ নেওয়া হবে সেখানে ইন্টারভিউ দিতে হলে চাকরিপ্রার্থীদের কোনো উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। নুন্যতম উচ্চমাধ্যমিক পাস করে থাকলেই এবং সঙ্গে কম্পিউটারের বিষয়ে সাধারণ জ্ঞান টুকু থাকলেই আপনি খুব অনায়াসে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র একটা সাধারণ ইন্টারভিউ দিয়ে খুব সহজেই এখানে চাকরি পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে নারী পুরুষ সকল উচ্চমাধ্যমিক পাস কর্মহীন বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আর কি কি নিয়ম ধার্য্য করা হয়েছে সেই বিষয়ে নীচে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-

কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ICMR-National Institute Of Cholera and Enteric Diseases(NICED) এর তরফ থেকে Project Data Entry Operator পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয় বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:-

সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে প্রকাশিত উক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে সায়েন্স বিভাগে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটারে ঘন্টায় ৮,০০০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা ও বেতনের পরিমাণ:-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তবে SC, ST এবং OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের কিছুটা ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:-

ICMR-National Institute Of Cholera and Enteric Diseases(NICED) এর তরফ থেকে প্রকাশিত Project Data Entry Operator পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ স্থানে গিয়ে ইন্টারভিউ দিলেই চলবে। তবে তার জন্য আগে থেকে কিছু কাজ সেরে রাখতে হবে সেগুলি হল-

১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।

২) তারপর সেই নোটিফিকেশান টিকে ভালোভাবে পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যা যা জানার সবকিছু ভালোভাবে জেনে নিতে হবে।

৩) এরপর এই নোটিফিকেশনের ৩ নং পৃষ্ঠায় একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিয়ে সেখান নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফটো লাগানোর জন্য দেওয়া জায়গায় এক কপি পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচারের জন্য দেওয়া জায়গায় একটি সিগনেচার করে  নিজেদের কাছে রেখে দিতে হবে ইন্টারভিউয়ের দিন এটি সঙ্গে করে নিয়ে যেতে হবে।

৪) এছাড়াও নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে রাখতে হবে। ইন্টারভিউয়ের দিন এটিও সঙ্গে করে নিয়ে যেতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৬) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৭) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

৮) আগে থেকে বানিয়ে রাখা বায়োডাটার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৯) আগে থেকে পূরণ করে রাখা আবেদন পত্র।

ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা:-

ICMR-National Institute Of Cholera and Enteric Diseases(NICED) এর তরফ থেকে প্রকাশিত Project Data Entry Operator পদে কর্মী নিয়োগ করার জন্য আগামী ৩/০৩/২০২৩ তারিখ বেলা ১১ টা থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে চান তারা নির্ধারিত দিনে সকাল ১০ টার মধ্যে নিম্নলিখিত ঠিকানায় উপরিউক্ত সমস্ত ডকুমেন্টস সহ পৌঁছে যাবেন। ইন্টারভিউ স্থানের ঠিকানাটি হল-

       ICMR-National Institute Of Cholera 

       and Enteric Diseases(NICED), 

       (NICED-II Building Within ID & BG

        Hospital Campus), P-33, C.I.T.

        Road, Scheme-XM, Beliaghata,

        Kolkata-700010.


OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSTE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment