উচ্চমাধ্যমিক পাসে 2500 শূন্যপদে কৃষি দপ্তরে গ্ৰুপ-সি কর্মী নিয়োগ | WB Agriculture Department Group-C Recruitment

 

রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য আবারও নতুন একটি নিয়োগের সুসংবাদ নিয়ে হাজির হয়েছি আমরা। এবারে রাজ্যের কৃষি দপ্তরে গ্ৰুপ ‘সি’ পদে কর্মী নিয়োগ হতে চলেছে। এখানে একসাথে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে এবং উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে আগ্ৰহী হয়ে থাকলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। নীচে শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বাকি বিষয় গুলির সন্বন্ধে সংক্ষেপে আলোচনা করা হল। 

শূন্যপদের নাম ও শূন্যপদের সংখ্যা:-

কৃষি দপ্তরের অধীনে দেশ জুড়ে মোট ২,৫০০ শূন্যপদে গ্ৰুপ ‘সি’ লেভেলের কর্মী নেওয়া হবে। সেক্ষেত্রে নির্বাচিত কর্মীদের কৃষি দপ্তরের অধীনে এক্সটেনশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। 

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-

উপরিউক্ত শূন্যপদটিতে চাকরি পাওয়ার জন্য যারা আবেদন চান তাদেরকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। সায়েন্স/ আর্টস/কমার্স যে কোনো একটি বিভাগে উচ্চমাধ্যমিক পাস করে থাকলেই এক্ষেত্রে সংশ্লিষ্ট পদে আবেদন করা যাবে ‌‌‌।

নির্ধারিত বয়সসীমা:-

কৃষি দপ্তরের অধীনে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য নির্ধারিত বয়সসীমা হল  কমপক্ষে ১৮ থেকে সর্বাধিক ৪০ বছরের মধ্যে, SC, ST ক্যাটাগরির প্রার্থীদের জন্য নির্ধারিত বয়সসীমা হল কমপক্ষে ১৮ থেকে সর্বধিক ৪৫ বছর পর্যন্ত, OBC ক্যাটাগরির প্রার্থীদের জন্য নির্ধারিত বয়সসীমা হল কমপক্ষে ১৮ থেকে সর্বাধিক ৪৩ বছর পর্যন্ত এবং PwBD প্রার্থীদের জন্য নির্ধারিত বয়সসীমা হল কমপক্ষে ১৮ থেকে সর্বাধিক ৫০ বছর পর্যন্ত। 

বেতন কাঠামো:-

সংশ্লিষ্ট পদের জন্য নির্বাচিত যোগ্য কর্মীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের গ্ৰুপ ‘সি’ লেভেলের বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:-

কৃষি দপ্তরের অধীনে এক্সটেনশন অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য আবেদন করতে যে সকল চাকরিপ্রার্থীরা ইচ্ছুক ও যোগ্য তাদেরকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

১. তারজন্য সর্বপ্রথম এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করতে হবে।

২. তারপর ওয়েবসাইট খুললে সেখানে রেজিস্ট্রেশন এর জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।

৩. রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে দেওয়া ইউসার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে অনলাইন আবেদন পত্র আসবে। 

৪. এরপর সেখানে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট স্ট্যাটাস, ইমেল আইডি, ফোন নাম্বার সহ অন্যান্য সব তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে।

৫. এরপর সকল প্রকার প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদনকারীর নিজের সিগনেচার ও রঙিন পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করে আপলোড করতে হবে।

৬. সর্বশেষ নির্ধারিত পরিমাণ আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সবকিছু আরেকবার ভালোকরে মিলিয়ে নিয়ে সাবমিট করে দিলেই আবেদন হয়ে যাবে।

৭. আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে পূরণ করা আবেদন পত্র ও আবেদন মূল্যের রিসিপ্ট কপির এক কপি করে প্রিন্ট আউট বের করে রেখে দেবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

আবেদনের ক্ষেত্রে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-

১.মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট (বয়সের প্রমানপত্র হিসেবে)।

২. আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স (ফটো আইডি প্রুফ হিসেবে)।

৩. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার মার্কসীট ও সার্টিফিকেট (শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র হিসেবে)।

৪. জাতিগত সংশাপত্রের প্রমান পত্র (যাদের আছে)।

৫. কোনো কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)।

৬. বিগত তিন মাসের মধ্যে তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

৭. আবেদনকারীর নিজের সই ।

প্রার্থী বাছাই পদ্ধতি:-

আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে এক্সটেনশন অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করার জন্য যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের সময়কাল:-

এখানে সংশ্লিষ্ট পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে কিছু দিনের মধ্যেই তা শুরু হতে চলেছে। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আবেদন পত্র জমা নেওয়া শুরু হবে এবং জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।  

OFFICIAL NOTICE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় ও সরকারি কর্মচারী সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment