বিরাট বড় উদ্যোগ কমিশনের |
দীর্ঘদিন আইনি জটিলতায় আটকে থাকার পর অবশেষে উচ্চমাধ্যমিকের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তা আবার অনিয়মের অভিযোগ উঠে কমিশনের বিরুদ্ধে। এর আগেরবার স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ উঠেছিল কমিশনের বিরুদ্ধে এবং তার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে চলছিল দীর্ঘদিন ধরে মামলা সেই মামলার নিষ্পত্তি হয়ে কমিশনের তরফ থেকে লিস্ট প্রকাশ করা হয় ইন্টারভিউয়ের জন্য কিন্তু এখানেও সেই একই স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ উঠেছে আবারও।
উচ্চ প্রাথমিক এর ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই আইনজীবী ফেরদৌস শামিম জানান এই লিস্ট সম্পূর্ণ বেআইনি। বিচারপতি মৌসুম ভট্টাচার্য যে নির্দেশিকা দিয়েছিল তা মানেনি কমিশন। বিচারপতি স্পষ্ট জানিয়েছিল নামের তালিকার পাশে প্রাপ্ত নাম্বার ও দিতে হবে কিন্তু তা প্রকাশ করেনি কমিশন। তাই এখানে আবার বিরাট বড় দুর্নীতির অভিযোগ আছে বলে মনে করছেন সকলেই।
এই নিয়ে অনেকে আবার হাইকোর্টের দ্বারস্থ হবে বলে জানা যাচ্ছে । সকলেই একজোট হয়ে আবার হাইকোর্টের দ্বারস্থ হবে । এর আগের লিস্টে অনেকের নাম এসেছিল কিন্তু এই লিস্টে তাদের নাম আসেনি তাই তারাও একজোট হয়ে হাইকোর্টে যাবে বলে সকলেই আলোচনা করছে । কিন্তু এখন কথা হল কমিশনের তরফ থেকে একটা হেল্প লাইন নাম্বার দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যদি কারো কোন সমস্যা থাকে এবং কোন ক্যান্ডিডেটের যদি মনে হয় সে যোগ্য অথচ ইন্টারভিউ লিস্টের তার নাম আসেনি তাহলে সে অবশ্যই এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারে। হেলপ্লাইন নাম্বারটি হল 9051174700 ও 9051176500।
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…
রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…
মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…
যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…