উচ্চ মাধ্যমিক পাশে বন্ধন ব্যাংকে ১০ হাজার কর্মী নিয়োগ | WB Bandhan Bank Recruitme 2022

 সমগ্র পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে আবারো প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল। বন্ধন ব্যাংকের প্রতিটি ব্রাঞ্চেই প্রচুর কর্মীর প্রয়োজন। ইতিমধ্যেই জানা গিয়েছে সমগ্র পশ্চিমবঙ্গের প্রায় 10 হাজারের উপরে বন্ধন ব্যাংকে কর্মী দরকার। আপনি যদি শুধুমাত্র উচ্চমাধ্যমিক বা গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলেই আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। এখানে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারেন । খুবই সাধারণভাবে শুধুমাত্র একটি ইন্টারভিউ এর মাধ্যমেই আপনাকে নিয়োগ করা হবে এখানে। আপনি যদি ইন্টারভিউয়ে পাস করে যান তাহলে আপনার চাকরি হয়ে যাবে। সাধারণত এখানে আবেদন করলেই চাকরি হওয়ার বিরাট বড় সুযোগ থাকে। নিচের চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হল।

1.পদের নাম: সমগ্র পশ্চিমবঙ্গের বন্ধন ব্যাংকে দুটি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। পদ দুটির নাম হল-
RO (RELATIONSHIP OFFICER)
RO-SS (RELATIONSHIP OFFICER – SUPPER SAVER)

শিক্ষাগত যোগ্যতা: আপনি শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস করলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি যদি গ্রাজুয়েশন পাস হয়ে থাকেন তাহলে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন।

কি কি কাজ করতে হবে? লোন ডিপার্টমেন্টের যাবতীয় কাজ লোন কালেকশন করা লোন দেওয়া ইত্যাদি সমস্ত ধরনের কাজ করতে হবে।

বেতন: এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ১২৫০০ টাকা থেকে ১৭৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

2.পদের নাম: ব্যাংকিং অপারেশন বা কাস্টমার সার্ভিস।

বেতন: আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে 12,500 টাকা থেকে 17,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়স: আপনাকে এখানে 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।

আপনাকে কি কি কাজ করতে হবে: ব্যাংকের যাবতীয় কাজ আপনাকে এই পোস্টের জন্য করতে হবে। ব্যাংকের খাতা খোলা, টাকা জমা করা, টাকা দেওয়া, চেক পাস করানো, ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি এই ধরণের কাজ আপনাকে করতে হবে।

3. পদের নাম: এগ্রিকালচার বিজনেস

বেতন: আপনি যদি এই পদে চাকরি করেন তাহলে আপনাকে 25,000/- টাকা বেতন দেওয়া হবে।

বয়স: আপনাকে এখানে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।

কি কি কাজ করতে হবে: আপনাকে এখানে কৃষি লোন সম্বন্ধীয় যাবতীয় কাজ করতে হবে।

4.পদের নাম: অ্যাডমিনিস্ট্রেশন

বেতন: আপনি যদি এই পদে চাকরি করেন তাহলে আপনাকে 30,000/- টাকা বেতন দেওয়া হবে।

বয়স: আপনাকে এখানে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।

কি কি কাজ করতে হবে: প্রধান মেইন ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ মধ্যে যোগাযোগ রক্ষা করা।

আবেদন পদ্ধতি অনলাইন: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমেই আপনাকে বন্ধন ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে তারপর career বলে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনাকে জয়েন join our team ক্লিক করতে হবে। এর পরে আপনি আপনার ইচ্ছা মতন পোস্ট টি সিলেক্ট করে আবেদন করবেন। সরাসরি আপনারা নিচের লিংকে ক্লিক করেও আবেদন করতে পারেন । https://bandhanbank.com/join-our-team

অফলাইনে আবেদন পদ্ধতি: আপনি যদি বন্ধন ব্যাংকে চাকরি করতে চান তাহলে প্রথমত আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে অনলাইনেও আবেদন করতে পারেন কিন্তু অনলাইনে আবেদন করলে তেমন সাড়া পাওয়া যায় না। আপনি যদি অনলাইনে আবেদন করেন তাহলে আপনি ইন্টারভিউয়ের জন্য পাবেন। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনার বায়ো ডাটা সহ আপনার শিক্ষাগত যোগ্যতা সমস্ত কাগজপত্র জেরক্স করে একটি খামে ভরে আপনার নিকটবর্তী কোন বন্ধন ব্রাঞ্চে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের কাছে জমা দিয়ে আসবেন। বিশেষ করে মনে রাখতে হবে বন্ধন ব্যাংকের ব্যাংকিং ইউনিটে গিয়ে মাইক্রো ফাইনান্স ব্যাংকে বায়োডাটা জমা দিতে হবে।

কি কি ডকুমেন্টস জমা করতে হবে: আপনি এখানে আবেদন করতে চাইলে আপনাকে নিম্নলিখিত কাগজপত্রগুলো জেরক্স করে জমা করতে হবে-

1.মাধ্যমিকের এডমিট কার্ড

2.মাধ্যমিকের মার্কশীট ,

3.উচ্চ মাধ্যমিকের মার্কশীট ,

4.আপনি যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে গ্রেজুয়েশন এর মার্কশিট,

5.আধার কার্ড

6.ভোটার কার্ড

7.প্যান কার্ড

নিয়োগ পদ্ধতি: আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা করার এক মাস বা দু’মাসের মধ্যেই আপনাকে ফোন করে একটি নির্দিষ্ট দিনে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এরপর আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং আপনি যদি ইন্টারভিউয়ে সিলেকশন হন তাহলে আপনাকে ট্রেনিংয়ের জন্য ডাকা হবেন। ট্রেনিং করার কিছুদিন পরেই আপনাকে জয়নিং এর জন্য ডাকা হবে।

কাজের ধরন: বন্ধন ব্যাংকে প্রচুর স্টাফ এর প্রয়োজন তাই এখানে কাজের চাপ একটু বেশি। আপনাকে প্রথমত সকালে গ্রুপ লোন বা বাজার লোন কালেকশনের জন্য পাঠানো হবে। এরপর আপনাকে অফিসে এসে যাদের নতুন লোন পাস হবে তাদের লোনের ব্যবস্থা করে দিতে হবে। এরপর দিনশেষে ব্যাংকের প্রয়োজনে হিসাবপত্র করতে হবে।

ছুটির ব্যবস্থা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে সমস্ত ধরনের সরকারি ছুটি দেওয়া হবে। প্রতি সপ্তাহে চারটি রবিবার ও দুটি শনিবার অর্থাৎ প্রতি সপ্তাহের সেকেন্ড ও শেষ শনিবার করে ছুটি থাকবে।


MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment