করোনা অতিমারী চলাকালীন টানা দু’বছর ধরে রাজ্য তথা দেশের সর্বত্র সরকারি প্রতিষ্ঠান গুলিতে নিয়োগ প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ ভাবে বন্ধ থাকার ফলস্বরূপ সারা দেশে বেকারত্বের হার ক্রমশ উর্ধ্বগামী হচ্ছিল। আর সেই কারণেই পরিস্থিতি স্বাভাবিক হতেই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয়েই রাজ্য তথা সারা দেশের বেকারত্বের হার কমাতে উঠে পড়ে লেগেছেন। ইতিমধ্যেই আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ছোটো বড়ো দপ্তরে বেশ কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই সব বিষয়ে আমরা আপনাদের আপডেট দিয়েছি। আজ ফের এমনই এক নিয়োগের বিষয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এবং তা হল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা Boardcast Engineering Consultants India Limited (BECIL) এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গে বেশ কিছু সংখ্যক গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে। সারা রাজ্যের যে কোনো জেলা থেকে সকল ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাই যারা এখানে চাকরির জন্য আবেদন করতে আগ্ৰহী তারা এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ভালো করে পড়ে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য জেনে নিন।
কেন্দ্রীয় সরকারের অন্তর্গত সংস্থা Boardcast Engineering Consultants India Limited(BECIL) এর তরফ থেকে পশ্চিমবঙ্গে ভিত্তিক যে সব শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে সেগুলি হল-
১) Technical Assistant (Anesthesiology)
২) OT Technician
৩) Speech Therapist
৪) Manager/Supervisor/Gas Officer
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
BECIL এর পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে পদ বিশেষে যে পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার সেগুলি হল-
Technical Assistant (Anesthesiology)-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সেইসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে । এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৪৩,৯০০ টাকা করে বেতন দেওয়া হবে।
OT Technician-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে উপরিউক্ত শূন্যপদের মতোই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে সায়েন্স বিভাগে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সেইসঙ্গে OT Techniques বা সমমানের কোনো বিষয়ে ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ৮ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা OT Techniques বা সমমানের কোনো বিষয়ে ব্যাচেলার ডিগ্ৰি পাস করে থাকতে হবে । সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে । এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও আবেদনকারীর বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের কেও চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৪৩,৯০০ টাকা করে বেতন দেওয়া হবে।
Speech Therapist-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি থেকে Speech and Hearing এ B.Sc পাস করে থাকতে হবে। তবে কোনো আবেদনকারী যদি Speech and Hearing এ M.Sc পাস করে থাকেন এবং সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে এই পদে চাকরি পাওয়ার ক্ষেত্রে তিনি অগ্ৰাধিকার পাবেন। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৪৩,৯০০ টাকা করে বেতন দেওয়া হবে।
Manager/Supervisor/Gas Officer-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে Mechanical Engineering এ ডিগ্ৰি কোর্স Complete করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা Mechanical Engineering এ ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ৭ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৪৫,৩০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন করার নিয়মাবলী:-
এখানে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে google search box এ এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com/https://becilregistration.in লিখে search করতে হবে।
২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে Career Section এ ক্লিক করে Registration Form(Online) অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর রেজিস্ট্রেশন ফর্মটি এলে সেখানে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি টাইপ করে Ok Option এ ক্লিক করে Next Button এ ক্লিক করতে হবে।
৪) এরপর যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করতে চান তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস, এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করে আপলোড করে আবারও Next Button এ ক্লিক করতে হবে।
৫) এরপর আবেদন মূল্য হিসেবে General, OBC, Ex-Serviceman, Women ক্যাটাগরির প্রার্থীরা ৮৮৫ টাকা এবং SC, ST, EWS এবং PH ক্যাটাগরির প্রার্থীরা ৫৩১ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
৬) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের এবং অ্যাপ্লিকেশান ফি এর রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় নথীপত্র:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) আধার কার্ড/ ভোটার কার্ড স্ক্যান করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন সেই সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।
৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৬) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা ।
৭) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
নির্বাচন প্রক্রিয়া:-
BECIL এর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর আবেদনকারীদের ই-মেইল করে বা টেলিফোন করে স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের এর জন্য ডাকা হবে। এতে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:-
BECIL এর পক্ষ থেকে প্রকাশিত উক্ত শূন্যপদ গুলি পূরনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার অনলাইন পোর্টাল ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে এবং তা আগামী ৬/০৩/২০২৩ পর্যন্ত খোলা থাকবে। তাই যারা আবেদন করতে চান তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন কারন সময় সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…