উচ্চ মাধ্যমিক পাসেই পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা দপ্তরের প্রচুর কর্মী নিয়োগ | WB DM Office Data-Entry-Operator Recruitment 2022

 

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আগে আবার ও রাজ্য সরকারের তরফ থেকে আমাদের রাজ্যের সকল বেকার যুবক-যুবতীদের জন্য একটি বড় সুখবর। সুখবরটি হল এই যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পর এবার শিশু সুরক্ষা দপ্তরে ও নুন্যতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল স্থায়ী বেকার যুবক-যুবতী যারা বহু দিন ধরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় একটি ভালো ও স্থায়ী চাকরি খুঁজছেন তারা আর দেরি না করে চটপট আবেদন করে ফেলুন। তবে এই দপ্তরে আবেদন করতে হলে চাকরিপ্রার্থী কে উচ্চমাধ্যমিক পাশ করার সঙ্গে সঙ্গে অন্তত ১বছরের কম্পিউটার কোর্স করে থাকতে হবে তবেই সে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তবে শুধু উচ্চমাধ্যমিক পাশেই নয় যারা আরও উচ্চশিক্ষার অধিকারী তারাও এখানে আবেদন করতে পারবেন তবে প্রত্যেক পদের ক্ষেত্রেই কিন্তু কম্পিউটার জানা আবশ্যক। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন কোন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম:- রাজ্য সরকারের এই দপ্তরে যে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল- Assistant cum data entry operator, Data analyst, legal cum probetionary officer এবং Counsilor, Protection officer। তাহলে চলুন দেখে নিই কোন পদের জন্য ঠিক কি রকম যোগ্যতার প্রয়োজন।

Assistant cum data entry operator:- এই পদের জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই কোন সরকারী স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সেই সঙ্গে ১বছরের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এবং সেই পদে কাজ করার অভিজ্ঞতা ও থাকতে হবে। এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে ১৮বছর থেকে সর্বোচ্চ ৩৫বছর পর্যন্ত। এই পদের ক্ষেত্রে শুরুতে ১২০০০ টাকা করে বেতন দেওয়া হবে পরে আবার বেতন বৃদ্ধি পাবে।

Data analyst:- এই পদের জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে পশ্চিমবঙ্গের তে কোন সরকারি কলেজ থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি এই পদের বিষয়ে জ্ঞান থাকতে হবে। এবং অন্তত ১বছরের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে এর বেশি বা কম কোনো টাই চলবে না। এই পদে যারা চাকরি করবেন তাদের শুরুতে ১৫৪০০ টাকা করে বেতন দেওয়া হবে তবে পরে বেতন আরও বাড়বে।

Legal cum probetionary officer:- এই পদের জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে পশ্চিমবঙ্গের তে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে LLB পাশ করে থাকতে হবে এবং সেই সঙ্গে ১বছরের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট ও থাকতে হবে এবং উল্লেখ্য পদে অন্তত ৩বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে চাকরি করার জন্য চাকরিপ্রার্থীর বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। এই পদের শুরুতে বেতন দেওয়া হবে ২৩,১০০ টাকা এবং পরে বেতন বাড়বে।

Counsilor:- এই পদে আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীকে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে

সোস্যাল ওয়ার্ক/স্যোসিওলজি/ফিজিওলজি নিয়ে স্নাতক পাশ করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট ও থাকতে হবে এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের বেতন হল ১৫,৪০০ টাকা। পরে নিয়ম অনুযায়ী বেতন বাড়বে। এই পদে আবেদন করতে হলে বয়স হতে হবে কমপক্ষে ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত। এর বেশি বা কম কোনো টাই গ্ৰাহ্য হবে না।

Protection officer:– এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে পশ্চিমবঙ্গের তে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে স্যোসাল ওয়ার্ক/চাইল্ড ডেভেলপমেন্ট/হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে গ্ৰাজুয়েশন পাশ হতে হবে। এবং সেই সঙ্গে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট সহ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। এই পদের প্রার্থীদের বেতন হল ১৫,৪০০ টাকা পরে নিয়মানুযায়ী বেতন বাড়বে। তো চলুন এবারে আবেদন পদ্ধতি জেনে নেওয়া যাক।

আবেদন পদ্ধতি:- 

১) এই দপ্তরে আবেদন করতে হলে আপনাকে প্রথমে নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করতে হবে।

২) তারপর সেটা ভালো করে পড়ে নিয়ে সেখানে উল্লেখ করা অফিসিয়াল ওয়েবসাইট টিতে ক্লিক করে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে।

৩) তারপর সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, বয়স, ঠিকানা, আধার নম্বর, শিক্ষাগত যোগ্যতা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে অফিসিয়াল নোটিফিকেশন এ লেখা ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করলেই এর মধ্যে আপনারা আবেদন পত্রটি পেয়ে যাবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস:- এখানে আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলো লাগবে-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স‌ সেলফ অ্যাটেস্টেড করা।

২) ভোটার কার্ডের জেরক্স/আধার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করা।

৪) এক কপি সেলফ অ্যাটেস্টেড করা পাসপোর্ট সাইজের ফটো‌।

৫) নিজের সিগনেচার।

৬) সেলফ অ্যাটেস্টেড করা কম্পিউটার সার্টিফিকেট।

৭) সেলফ অ্যাটেস্টেড করা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।

৮) সেলফ অ্যাটেস্টেড করা কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

নিয়োগ পদ্ধতি:- আবেদন পত্র জমা পড়ার পর প্রার্থীদের একটি ৮০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের একটি ১০ নম্বরের কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে তাতে উত্তীর্ণ হলে সবশেষে হবে ১০ নম্বরের মৌখিক পরীক্ষা। এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:- District child protection unit, Office of the district magistrate, Cutchery compound, Darjeeling- 734101

আবেদন করার শেষ তারিখ:- এখানে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তার পরে আর আবেদন পত্র গ্ৰাহ্য হবে না।

এই চাকরির সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়বেন।


OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment