উচ্চ মাধ্যমিক পাসে বন্ধন ব্যাংকে 8 হাজার কর্মী নিয়োগ | WB Bandhan Bank 8000 Vacancies Job Recruitment

 বন্ধন ব্যাংকে প্রায় 8,000 শূন্যপদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বন্ধন ব্যাংকে প্রায় 10 হাজার কর্মীর দরকার ছিল যেখানে ইতিমধ্যে দুই হাজার কর্মী নিয়োগ করা হয়ে গিয়েছে এখনো 8 হাজার কর্মী নিয়োগ করা হবে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে । আপনি যদি এই চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ ও গ্রাজুয়েশন পাস হতে হবে। আপনি কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত তথ্য আপনারা এই খবরটি পরলে জানতে পারবেন।

সমগ্র ভারতবর্ষের প্রায় 250টির মত বন্ধন এর নতুন ব্রাঞ্চ তৈরি হয়েছে , যার মধ্যে সবথেকে বেশি ব্রাঞ্চ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে । তাই পশ্চিমবঙ্গ থেকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে বন্ধন ব্যাংকে। আপনি যদি আবেদন করতে চান তাহলে নিচের পদ্ধতি গুলো ফলো করুন সম্পূর্ণভাবে আবেদন করতে পারবেন। এখানে প্রতিমাসে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আপনার বায়ো ডাটা ঠিকঠাকমতো জমা হলে আপনাকে ট্রেনিংয়ের জন্য ডাকবেই।


পদের নাম:
এখানে সরাসরি বন্ধন ব্যাংকের ব্যাংকিং ইউনিট এ ও বন্ধন ব্যাংকের জেনারেল ব্যাংকে নিয়োগ করা হচ্ছে।


ব্যাংকিং ইউনিটে যেসব পদে কর্মী নিয়োগ করা হচ্ছে:

1. RO(Relationship Officer ) এবং
2.RO-SS(Relationship Officer – Super Server)


বন্ধন জেনারেল ব্যাংকে যেসব পদে কর্মী নিয়োগ করা হচ্ছে:

  • প্রশাসন
  • কৃষি ব্যবসা
  • বিশ্লেষণ/BIU/কর্পোরেট কৌশল
  • নিরীক্ষা
  • ব্যাংকিং অপারেশন এবং গ্রাহক সেবা
  • শাখা ব্যাংকিং
  • সম্মতি
  • মাইক্রো ব্যাংকিং
  • অন্যান্য
  • খুচরা সম্পদ
  • ঝুঁকি
  • এসএমই এবং এমএসএমই ব্যাঙ্কিং
  • ট্রেড ফাইন্যান্স
  • কোষাগার
  • পাইকারী ব্যাংকিং
  • কর্পোরেট বেতন
  • কর্পোরেট সেবা
  • ডিজিটাল ব্যাংকিং
  • অর্থ ও হিসাব
  • হাউজিং ফাইন্যান্স
  • মানব সম্পদ
  • আইটি
  • আইনি/ভিজিল্যান্স
  • মার্কেটিং


বন্ধন ব্যাংক এ কিভাবে আবেদন করবেন তার তথ্য জেনে নিন :

এখানে আপনি নিজে নিজেই আবেদন করতে পারবেন । আপনার মোবাইল থেকে আবেদন করতে পারবেন ও আপনি অফলাইনে এর মাধ্যমে সরাসরি বায়োডাটা জমা দেওয়ার মাধ্যমে ও আবেদন করতে পারবেন। আপনি বায়ো ডাটা জমা দিতে পারবেন বন্ধন ব্যাংকের ব্যাংকিং ইউনিট গিয়ে। বন্ধন ব্যাংক এর জেনারেল ব্যাংকে গেলে আপনার বায়োডাটা জমা নেবে না। এটি একটু খোঁজ করে তারপরেই জমা দেবেন।


অফলাইনে আবেদন পদ্ধতি:

অফলাইনে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনি প্রথমে সুন্দর করে আপনার একটা বায়ো ডাটা তৈরি করবেন। এর সঙ্গে আপনি আপনার এক কপি ফটো, আপনার ভোটার কার্ড, আধার কার্ড ও পেন কার্ডের জেরক্স ও সেই সঙ্গে মাধ্যমিক মার্কশীট, মাধ্যমিক এডমিট কার্ড, উচ্চ মাধ্যমিক মার্কশীট ও আপনি যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশনের মার্কশীট এর জেরক্স করে জমা দিতে হবে। আপনি জমা দিতে পারেন আপনার নিকটবর্তী কোন বন্ধন ব্রাঞ্চের ব্যাংকিং ইউনিটে। এছাড়াও আপনি বন্ধন ব্যাংকের ডিভিশন অফিসে গিয়েও আপনার বায়ো ডাটা সহ সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে আসতে পারেন। আপনি পোষ্টের মাধ্যমে এই ডকুমেন্ট পাঠাতে পারবেন না, আপনাকে হাতে হাতেই গিয়ে ডকুমেন্ট দিয়ে আসতে হবে। বায়ো ডাটা মধ্যে আপনার ফোন নাম্বার ও ইমেইল আইডি অবশ্যই ভালো করে লিখবেন। আপনার ওই ফোন নাম্বার এর মাধ্যমেই ফোন করে আপনাকে ইন্টারভিউর জন্য ও ট্রেনিং এর জন্য ডাকা হবে। এখানে আপনাকে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি নিয়োগ করা হবে।


অনলাইনে আবেদন পদ্ধতি:

আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে বন্ধন ব্যাংক ক্যারিয়ার লিখে গুগলে সার্চ করবেন। অথবা আমাদের এই লিংকে ক্লিক করেও আপনি বন্ধন ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন।

*বন্ধন ব্যাংক এর অফিশিয়াল ওয়েবসাইট –www.bandhanbank.com
*এরপর আপনাকে Proceed এ ক্লিক করতে হবে।
*প্রসিড এ ক্লিক করার পরে আপনাকে Join us now বাটনে ক্লিক করতে হবে।

*এরপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে এবং সেখানে আপনি আপনার বায়ো ডাটা সহ সমস্ত তথ্য ফিলাপ করে অনলাইনের মাধ্যমেই সাবমিট করলে আপনার ফরম ফিলাপ করা হয়ে যাবে। আপনার বায়ো ডাটা এবং আপনার দেওয়া সমস্ত তথ্য ঠিকঠাক হলে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এছাড়াও ইন্টারভিউয়ের আগে এখানে একটি লিখিত পরীক্ষা হতে পারে।

এখানে চাকরি পাওয়া খুবই সোজা। আপনি যদি ইন্টারভিউয়ে সিলেকশন হন তাহলে আপনাকে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং শেষ হওয়ার কিছুদিন পরেই আপনাকে জয়েন করতে বলা হবে।

ONLINE APPLICATION: CLICK HERE

READ MORE: পশ্চিমবঙ্গের সরকারি কলেজে প্রচুর গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ

 বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জানুন:CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

bengalpravakar.com

Recent Posts

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ | WB Court Group C Recruitment

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…

5 days ago

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…

6 days ago

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…

2 weeks ago

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | Central Government Job Recruitment

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…

3 weeks ago

মেলা করে রাজ্যের বেকারদের ঘরে ঘরে চাকরি দেবে সরকার, শুরু মিলন উৎসব | WB Milan Utsav Job Fair Recruitment

যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…

2 months ago

২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের বিশাল বড় রায়, জানুন বিস্তারিত – SSC Recruitment Case Hearing

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…

2 months ago