কৃষি দপ্তরে(ICAR) প্রচুর পরিমাণে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ | Agriculture Department Group-C, Group-D Recruitment 2022

 

কৃষি দপ্তরে প্রচুর পরিমাণে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ থেকে শুরু করে আরো বিভিন্ন যোগ্যতায় এখানে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রত্যেকটি বাসিন্দা এখানে আবেদন করার সুযোগ পাবেন। পুরুষ ও মহিলার সকলেই চাকরি করতে পারবেন এখানে। এখানে চাকরি করতে হলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বয়স, বেতন, যোগ্যতা ইত্যাদি সমস্ত কিছু আপনারা এখান থেকে জানতে পারবেন। এছাড়াও নিচে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হল যেখান থেকে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।


বিজ্ঞপ্তি নাম্বার:
2(17)/2022-Rectt./17


আবেদনপত্র প্রকাশের তারিখ:
13.04.2022


A. পদের নাম: ল্যাব টেকনিশিয়ান (Lab Technician)


বেতন:
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদেরকে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 35,400/- থেকে 1,12,400/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীকে অবশ্যই গ্রাজুয়েশন পাশ বা ব্যাচেলর ডিগ্রী পাস হতে হবে।


B. পদের নাম: গ্রুপ ডি( ড্রাইভিং)


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস।


বেতন:
পে লেবেল 4 অনুযায়ী এখানে চাকরিপ্রার্থীকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত।


C. পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট(Farm Manager )


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অ্যাগ্রিকালচার/ অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং/ হর্টিকালচার এর মধ্যে যেকোনো একটিতে ব্যাচেলার ডিগ্রি পাস থাকতে হবে।


বেতন:
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদেরকে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 35,400/- থেকে 1,12,400/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


D. পদের নাম: টেকনিক্যাল এসিস্ট্যান্ট


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে কম্পিউটার সাইন্সে ব্যাচেলর ডিগ্রী অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ব্যাচেলর ডিগ্রী।


বেতন:
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদেরকে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 35,400/- থেকে 1,12,400/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি:
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা আবেদনের ফরমটি অফিশিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। আবেদনের ফরমটি প্রিন্ট আউট করে সেটি ভালো করে ফিলাপ করে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে সেটির নিচের দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Chief Administrative Officer, ICAR-CIPHET, PO: PAU Campus, Ludhiana-141004


আবেদন মূল্য:
এখানে চাকরি করতে চাকরিপ্রার্থীদের কোনরকম আবেদন মূল্য দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যেই এখানে আবেদন করতে পারবেন।


আবেদনের শেষ তারিখ:
ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 04/05/2022 তারিখ পর্যন্ত।

যে সংস্থা চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভালো করে পড়বেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment