পশ্চিমবঙ্গ সরকার রাজ্য কর্মসংস্থান এর পরিমাণ বৃদ্ধি করার জন্য এবং বেকারত্ব দূর করার জন্য প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের পাট প্রকল্পে। এখানে সরাসরি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে 100% চাকরির ব্যবস্থা করবে সরকার। এখানে পশ্চিমবঙ্গের ছেলেমেয়ে সকলেই আবেদন করার সুযোগ পাবেন। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো ভালো করে জেনে নেবেন।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্ররণায় পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের নিয়ন্ত্রনাধীন কর্মসংস্থান অধিকার এপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত কর্মপ্রার্থীদের জন্য বর্তমানে ১২টি বিভিন্ন কর্মসংস্থান কেন্দ্রে পাট শিল্পে ( স্পিনিং ও উইভিং) চাকুরীমুখী এক অভিনব দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের আয়ােজন করেছে।
উদ্দেশ্যঃ– পাট শিল্প পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্প। কয়েক লক্ষ মানুষ এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ বা পরােক্ষভাবে যুক্ত। বর্তমানে নানা কারণের জন্য এই শিল্পে দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকের বিপুল ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। প্রশিক্ষিত শ্রমিকের ঘাটতির জন্য এই শিল্পে পশ্চিমবঙ্গ ক্রমশঃ পিছিয়ে পড়ছে। রাজ্য সরকারের এই জনমুখী প্রয়াসে উপযুক্ত ও উন্নতমানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ে তুলে এই শিল্পের জন্য প্রয়ােজনীয় দক্ষ শ্রমিকের চাহিদা পূরণ করা সম্ভব।
প্রশিক্ষণের মেয়াদঃ
১) একমাস প্রথাগত প্রশিক্ষণঃ- এই প্রশিক্ষণ ১২টি বিভিন্ন জেলা কর্মবিনিয়ােগ কেন্দ্রে (বাঁকুড়া,হাওড়া,দমদম ,ব্যারাকপুরে , চুঁচুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বােলপুর, কালনা, শ্রীরামপুর, উলুবেড়িয়া ও বসিরহাট ) দেওয়া হচ্ছে।
যােগ্যতাঃ– এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ন্যূনতম সাক্ষর হিসেবে নথিভুক্ত থাকতে হবে এবং ১৮ বছর উত্তীর্ণ হলেই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
যা যা শেখানাে হবে এই প্রশিক্ষণের মাধ্যমেঃ– এই প্রশিক্ষণের মাধ্যমে পাট শিল্পে কাজ করার জন্য প্রাথমিক ধারণা দেওয়া হবে। একমাস প্রথাগত প্রশিক্ষণের সময় পাটকলে যে যে কাজগুলি হয়, যথা – পাটের বাছাই, থেকে শুরু করে পাটকে নরম করা, পাটকে পাইলিং করা, পাটের বিভিন্ন কার্ডিং পদ্ধতি , পাটের বিভিন্ন রকম ড্রয়িং পদ্ধতি পাটের স্পিনিং পদ্ধতি, পাটের বিভিন্ন রকম ওয়ান্ডিং পদ্ধতি , পাটের বিভিন্ন রকম বিমিং পদ্ধতি , পাটের বিভিন্ন রকম উইভিং পদ্ধতি , পাটের বিভিন্ন রকম তাঁত সম্পর্কে প্রাথমিক ধারণা থেকে বস্তার ক্যালেন্ডারিং পদ্ধতি, ও বস্তার বিভিন্ন রকমের সেলাই পদ্ধতি বস্তা ছাপানাে ও সম্পর্কে প্রাথমিক ধারণা অডিও ভিস্যুয়াল পদ্ধতির মাধ্যমে শেখানাে হয়।
অর্থনৈতিক সুযােগ ও সুবিধাঃ– এছাড়া দুইমাস হাতেকলমে প্রশিক্ষণের সময় সংশ্লিষ্ট জুটমিলে বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত আছে। প্রশিক্ষণ শেষে বেতন হবে ৩৭০/- টাকা (প্রতিদিন), ১৫/- টাকা প্রতিদিন হাজিরা উৎসাহ ভাতা এছাড়া আইন অনুযায়ী সব ধরনের সুবিধা যেমনঃ- প্রভিডেন্ড ফান্ড (পি.এফ), এমপ্লয়ীস স্টেট ইনস্যুয়রেন্স (ই.এস.আই), বােনাস, উৎসবের ছুটির মজুরী, সংবিধিবদ্ধ ছুটি (এল.টি.এল) এবং গ্র্যাচুইটি দেওয়া হবে। 1 1
রাজ্যের বিপুল সংখ্যক কর্মপ্রার্থীদের সামনে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি হয়েছে। ইচ্ছুক কর্মপ্রার্থীদের নিকটবর্তী জেলা কর্মবিনিয়ােগ কেন্দ্রে অতিসত্বর যােগাযােগ করতে অনুরােধ করা হচ্ছে।
বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জানুন:CLICK HERE