কোনো পরীক্ষা ছাড়াই রাজ্যে প্রচুর পরিমাণে গ্ৰুপ-সি আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ | WB Group-C Clerk Recruitment 2023

পশ্চিমবঙ্গে আবারো বিরাট বড় একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। বেকার কর্মপ্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের আপডেট। সম্প্রতি CCRAS এর তরফ থেকে এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে সংশ্লিষ্ট সংস্থার অধীনে বেশ কয়েক ধরনের শূন্যপদে গ্ৰুপ ‘সি’ ক্লার্ক সহ আরও সব অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে। দেশ তথা রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই  আপনি এখানে আপনার ইচ্ছে অনুযায়ী ও যোগ্যতা অনুযায়ী পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য যেমন শূন্যপদ গুলির নাম, পদ বিশেষে প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ বাকি সব বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল। 

নিয়োগকারী সংস্থা:-

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার অধীনেই একাধিক ধরনের শূন্যপদে গ্ৰুপ ‘সি’ ও অন্যান্য লেভেলের কর্মী নেওয়া হবে।

আবেদন পত্র জমা দেওয়ার পদ্ধতি:-

এখানে প্রতিটি পদের ক্ষেত্রেই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। তারপর সেই বিজ্ঞপ্তির ৫-৬ নং পৃষ্ঠা পর্যন্ত যে আবেদন পত্রের ফরম্যাট দেওয়া রয়েছে উন্নত মানের সাদা A4 সাইজ পেপারে তার প্রিন্ট বের করে নিতে হবে। এছাড়াও আপনি সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.ccras.nic.in এ গিয়ে সেখান থেকেও আবেদন পত্র ডাউনলোড করে তার প্রিন্ট বের করে নিতে পারেন। এরপর সেখানে নির্দিষ্ট স্থানে যথাযথ তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরন করতে হবে। তারপর সেই পূরণ করা আবেদন পত্রের সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় নথীপত্রের জেরক্স কপি ও কালার পাসপোর্ট সাইজ ফটো একসাথে করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দিলেই আবেদন হয়ে যাবে।

নির্বাচন পদ্ধতি:-

এখানে প্রতিটি পদের ক্ষেত্রেই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদেরকে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র ডেপুটেশন এর ভিত্তিতে বেছে নিয়ে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় নথীপত্র:-

আবেদন পত্র পাঠানোর সময় তার সঙ্গে নিম্নলিখিত নথী গুলি সহ পাঠাতে হবে। যেমন-

১. বয়সের প্রমানপত্রের নথীর এক কপি জেরক্স।

২. দেশ তথা রাজ্যের স্থায়ী নাগরিকত্বের প্রমান পত্রের নথীর এক কপি জেরক্স।

৩. যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতার প্রমান পত্রের নথীর এক কপি করে জেরক্স।

৪. জাতিগত সংশাপত্রের এক কপি জেরক্স (যদি থাকে)।

৫. কাজের অভিজ্ঞতার প্রমান পত্রের এক কপি জেরক্স (যদি থাকে)।

৬. কালার পাসপোর্ট সাইজের ফটো ।

শূন্যপদ গুলির নাম:-

CCRAS এর অধীনে যে যে শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেগুলি হল-

* Upper Division Clerk

* Assistant Research Officer

* Assistant Matron

* Accounts Officer

* Administrative Officer

আবেদনের সময়সীমা:-

উপরিউক্ত প্রতিটি পদের ক্ষেত্রেই অফলাইন আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ হল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার দিন থেকে শুরু করে ৬০ দিন পর্যন্ত। অর্থাৎ যেহেতু গত ২২/০৪/২০২৩ এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই হিসেবে আবেদনের শেষ তারিখ হল ২০/০৬/২০২৩।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-

আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-

        Central Council for Research in

        Ayurvedic Sciences, Jawahar Lal

        Nehru Bhartiya Chikitsa Evam 

        Homoeopathy Anusandhan Bhawan,

        61-65, Institutional Area, Opp.’D’ 

        Block, Janakpur, New Delhi-

        110058.

       এছাড়াও বাকি যে সব শূন্যপদ গুলি রয়েছে সেগুলির সন্বন্ধে বিস্তারিত ভাবে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

APPLICATION FORM: CLICK HERE

Leave a Comment