সারা বিশ্ব জুড়ে অসংখ্য ই- কমার্স কোম্পানি গড়ে উঠেছে। যার মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় ই-কমার্স কোম্পানি হল Amazon। আর এতটাই জনপ্রিয় যে শুধুমাত্র ভারতবর্ষেই নয় সারা বিশ্বের একাধিক দেশে এই Amazon কোম্পানির অসংখ্য শাখা গড়ে উঠেছে। বিশ্বের বহু মানুষ এই অনলাইন app কে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জিনিস পত্র কেনাকাটা ও অনলাইন Transaction এর সুবিধা লাভ করে থাকে। আর সেই কারণেই এই Amazon কোম্পানিতে কাজের চাপও অনেক বেশি। তাই প্রতি বছরই এই কোম্পানিতে বিভিন্ন শূন্যপদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হয়ে থাকে যাতে কোনো কাজ লোকবলের অভাবে আটকে না থাকে। আর তাই এবছরেও Amazon কোম্পানির তরফ থেকে খুবই কম যোগ্যতায় বিভিন্ন ধরনের শূন্যপদে কয়েক হাজার কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা ভারত জুড়ে ছড়িয়ে থাকা Amazon কোম্পানির প্রতিটি শাখায় যেহেতু এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে তাই সারা দেশের যে কোনো প্রান্তের সেই সকল বেকার চাকরিপ্রার্থীরা যারা লেখাপড়া শেষ করে দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করেও কোনোভাবেই আজ পর্যন্ত একটাও চাকরি জোগাড় করে উঠতে পারেননি তারা সকলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হল এই কোম্পানিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। শুধুমাত্র একটি সাধারণ ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হবে। এবং অভিজ্ঞ অনভিজ্ঞ সকলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদ গুলির নাম:-
Amazon কোম্পানির পক্ষ থেকে ভারতের বিভিন্ন জায়গার প্রতিটি শাখায় CXQO অ্যাসোসিয়েট ও ডিজিটাল মার্কেটিং অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ও বেতনের পরিমাণ:-
Amazon কোম্পানির তরফে প্রকাশিত উপরিউক্ত পদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। তবে যারা স্নাতক ডিগ্রি পাস বা আরও বেশি উচ্চশিক্ষার অধিকারী তারাও এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। তবে সরকারি নিয়মানুযায়ী SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এই কোম্পানির তরফ থেকে প্রতি মাসে CXQO অ্যাসোসিয়েট ও ডিজিটাল মার্কেটিং অ্যাসোসিয়েট এই দুটি পদের জন্য নির্বাচিত প্রার্থীদের ২০,০০০-৪২,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন করার নিয়মাবলী:-
এই কোম্পানির তরফে প্রকাশিত উপরিউক্ত দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য যে যে ধাপ গুলি অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) সবার প্রথমে আপনাকে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে অথবা মোবাইল বা ল্যাপটপ থেকে browser open করে search box এ এই কোম্পানির নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট লিখে search করুন।
২) এরপর ওয়েবসাইট খুললে সেখান থেকে Careers Option এ ক্লিক করে আপনি যে পদের জন্য আবেদন করতে চান তার পাশে Apply now Option এ ক্লিক করুন ।
৩) এরপর অ্যাপ্লিকেশান ফর্মের আকারে একটি window open হবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৪) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন।
৪) সবশেষে আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর ছবি তুলে স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে সাবমিট করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-
১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা ।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৫) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা। না থাকলেও ক্ষতি নেই।
৬) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
নিয়োগ পদ্ধতি:-
Amazon কোম্পানির তরফ থেকে প্রকাশ করা শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর তাদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। যেটি আপনারা এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ই-মেইল করে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ তে যারা পাস করবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করবে Amazon কোম্পানি।
আবেদন পত্র জমা দেওয়ার সময় সীমা:-
এই কোম্পানিতে চাকরির জন্য অনলাইন আবেদন পত্র জমা নেওয়া গত ২৬/১০/২০২২ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০/১১/২০২২ পর্যন্ত।