নিজের লেখা বই প্রচার করতে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন: “আমার লেখা বই পড়লে আপনি জানতে পারবেন কোন সময় কী করলে সফলতার দিকে এগোবেন’। জীবনে চলার পথে হতাশ না হয়ে কিভাবে আপনি সামনের দিকে অগ্রসর হবেন তার ব্যাপারে বিস্তারিত তথ্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতের লেখা বইয়ের মধ্যে আছে এমনটাই তিনি প্রচার করেছেন। জীবনে অগ্রসর হতে গেলে মুক্তকণ্ঠে কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বর্তমানে উত্তরবঙ্গ রয়েছেন এবং সেখান থেকেই তিনি সকলের উদ্দেশ্যে তার নিজের লেখা বই প্রচার করে তার বই পড়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার লেখা বই পড়লে বর্তমান সমাজের তরুণ-তরুণীরা কিভাবে সাফল্য পাবে তা বিস্তারিতভাবে জানতে পারবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি মোট 105 টা বই প্রকাশিত করেছেন যার মধ্যে যেসব বইয়ের কথা তিনিও অবশ্যই মনে রাখতে বলেছেন সেগুলি হল- ভাববার কথা, আলোকবর্তিকা, কথার কথা এই সমস্ত বইগুলিতে তিনি অনেক উদ্ধৃতি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই সমস্ত বই পড়লে আপনি জানতে পারবেন কোন সময় কি করলে আপনি জীবনের সফলতা পাবেন। তিনি তার বইয়ের আরো প্রচার করে বলেছেন তিনি আরো অনেক ভাষায় বই লিখেছেন উর্দু ভাষায় শায়েরি লিখেছেন। এছাড়াও তিনি বলেছেন তাঁর কবিতার বই রয়েছে যেটা হল কবিতাবিতান। এছাড়াও তিনি বলেছেন “আমার অনেকগুলি বাস্তব অভিজ্ঞতা নিয়ে লেখা বই রয়েছে। সেগুলি পড়লে সমস্ত কিছু বুঝতে পারবেন।”
মুখ্যমন্ত্রী বলেছেন, “আমার 105 টা বই ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। তার মধ্যে কতগুলি বই আপনারা অবশ্যই মনে রাখবেন যেমন, ভাববার কথা, আলোকবর্তিকা, কথার কথা এই সমস্ত বইগুলিতে আমি অনেক উদ্ধৃতি দিয়েছি। এই বইগুলি পরলে জানতে পারবেন কোন সময় কি করলে সফলতার দিকে এগিয়ে যাবেন। এছাড়াও আমার অনেক গুলি উর্দু শায়েরির বই রয়েছে। আমার লেখা বই লেপচা ,অলচিকি, রাজবংশী ভাষায় অনুবাদ হয়েছে। আমার একটা বই আছে তাতে বাংলার পাখি নদী পাহাড় জঙ্গল সমস্ত কিছুর নাম উল্লেখ রয়েছে।
আমি জঙ্গলে ঘুরতে ঘুরতে এই কাজ করেছি। কবিতার বইয়ের নাম কবিতাবিতান। ওই বইটির মধ্যে 800 কবিতা রয়েছে যা আমি এক হাজারে খুব শীঘ্রই নিয়ে যাব। একটা বইয়ে গান, ছড়া, জঙ্গল, রাজনীতি, মানবিকতার কাহিনী, পাহাড় সমস্ত কিছু দেখতে পাবেন। যা করবেন সবকিছু স্বচ্ছতা নিয়ে করবেন হতাশা নিয়ে নয়। ভয় না পেয়ে মুক্তকণ্ঠে সমস্ত কিছু করতে হবে। আমার অনেকগুলি বাস্তব অভিজ্ঞতা নিয়ে লেখা বই রয়েছে। সেগুলি পড়লে সমস্ত কিছু বুঝতে পারবেন।
Nilabrata Mukherjee. Qualification :- 12th pass. Date of birth:-14/11/2982
Extra Qualification :- 1 Year
Diploma in Computer
Application, &
Industrial Computer
Accountant Experience:- 1 Year Computer
Accountant, Reliance
head office of India &
Get 2nd position on
Drawing at our
Birbhum District Address :- Rampurhat, Birbhum
Near TARAPITH,
Pin 731224