পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে এই নিয়োগ প্রক্রিয়া চলবে।এই নিয়োগের জন্য পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ভেকেন্সি রয়েছে।
পদের নাম : Officer Scale – I, Officer Scale – II & Office Assistant .
যোগ্যতা: এই পদে আবেদনের জন্য আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং স্থানীয় ভাষা জানতে হবে ।
উপরোক্ত তিনটি পদের যে কোনটিতেই আবেদন করতে হলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস করতে হবে এবং সেইসঙ্গে আপনাকে 50% নাম্বার থাকতে হবে গ্রাজুয়েশনে।সেই সঙ্গে কম্পিউটারের নলেজ থাকা বাধ্যতামূলক।
বয়স সীমা:
(01/06/2021 পর্যন্ত)
অফিসার স্কেল – I: 18 থেকে 30 বছর
অফিসার স্কেল – II: 21 থেকে 32 বছর
অফিসার স্কেল – III: 21 থেকে 40 বছর
অফিস সহকারী: 18 থেকে 28 বছর
এছাড়াও SC, ST ও OBC দের জন্য বয়সের 5 বছরের ছাড় দেওয়া হবে।
আবেদন মূল্য:
জেনারেল ও ওবিসি দের জন্য 850 টাকা এবং এস সি এস টি দের জন্য 175 টাকা ।
এছাড়াও বিস্তারিত জানতে আপনি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন
Oficial webside: http://www.ibps.in/