গ্রামীন ব্যাংকে 10446 টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ! IBPS PO/CLARK পদে নিয়োগ করা হবে

 

করোনা আবহেই চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করতে চলেছে গ্রামীণ ব্যাংক।গ্রামীণ ব্যাংকের তরফ থেকে 10 হাজার 446 পদে কর্মী নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে এই নিয়োগ প্রক্রিয়া চলবে।এই নিয়োগের জন্য পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ভেকেন্সি রয়েছে।

 পদের নাম : Officer Scale – I, Officer Scale – II & Office Assistant .


যোগ্যতা
: এই পদে আবেদনের জন্য আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং স্থানীয় ভাষা জানতে হবে ।

উপরোক্ত তিনটি পদের যে কোনটিতেই আবেদন করতে হলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস করতে হবে এবং সেইসঙ্গে আপনাকে 50% নাম্বার থাকতে হবে গ্রাজুয়েশনে।সেই সঙ্গে কম্পিউটারের নলেজ থাকা বাধ্যতামূলক।


বয়স সীমা:
(01/06/2021 পর্যন্ত)

অফিসার স্কেল – I: 18 থেকে 30 বছর

অফিসার স্কেল – II: 21 থেকে 32 বছর

অফিসার স্কেল – III: 21 থেকে 40 বছর

অফিস সহকারী: 18 থেকে 28 বছর

এছাড়াও SC, ST ও OBC দের জন্য বয়সের 5 বছরের ছাড় দেওয়া হবে।


আবেদন মূল্য
:
জেনারেল ও ওবিসি দের জন্য 850 টাকা এবং এস সি এস টি দের জন্য 175 টাকা ।

এছাড়াও বিস্তারিত জানতে আপনি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন


Oficial webside
http://www.ibps.in/

Leave a Comment