নতুন এক প্রকল্পের মাধ্যমে সারা ভারতের প্রতিটি রাজ্যের সকল বেকার বিবাহিতা, অবিবাহিতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাকে কোনো রকম কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে একটি করে সেলাই মেশিন দেবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নামকরণ করা হয়েছে প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনা। এর আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বহু জনকল্যাণ মূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু এই প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনা এই কারনেই অন্যসব প্রকল্পের থেকে আলাদা কারন এই প্রকল্পে আবেদনকারীদের কোনো শিক্ষাগত যোগ্যতা বিচার করা হবে না এমনকি আবেদনকারীদের এই ফ্রি তে সেলাই মেশিন নেওয়ার জন্য কষ্ট করে লাইনেও দাঁড়াতে হবে না। ঘরে বসে নিজের সময় মতো আবেদন পত্র পূরন করে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে জমা করে দিলেই আপনি বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে হাতে সেলাই মেশিন পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকারের এইরুপ উদ্যোগের কারন কারণ হল একটাই আমাদের দেশের প্রতিটি শিক্ষিত ও অশিক্ষিত বেকার মহিলারা যারা পরিবারের অর্থাভাবের কারণে কোনো সেলাই প্রতিষ্ঠান থেকে সেলাই শিখে সেই সেলাইকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হতে পারেন না বা তাদের নিজস্ব সেলাই মেশিন কেনার ক্ষমতা নেই তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা। যাতে তারা এই মেশিন দিয়েই সেলাই শিখে সেলাইয়ে দক্ষ হয়ে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে স্বনির্ভর হয়ে উঠতে পারে। এর ফলে একদিকে যেমন দেশে বেকারত্বের হার কিছুটা হলেও হ্রাস পাবে তেমনি অন্যদিকে ভারতীয় অর্থনীতিতেও আরও বেশি উন্নতি ঘটবে। আর কথা না বাড়িয়ে এই প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনা প্রকল্পে আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকা দরকার?
এই প্রকল্পের মাধ্যমে ফ্রি তে সেলাই মেশিন পাওয়ার জন্য আবেদন করতে হলে ভারতীয় মহিলাদের নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকা অত্যন্ত জরুরি। নিম্নলিখিত যোগ্যতা গুলি যাদের আছে তারাই কেবল এক্ষেত্রে আবেদনের যোগ্য। বাকিরা নন। এক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা গুলি হল-
১) আবেদনকারী মহিলাকে অবশ্যই ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে।
২) আবেদনকারী মহিলার বয়স ২০-৪০ বছরের মধ্যে হতে হবে
৩) আবেদনকারী মহিলার পারিবারিক মাসিক আয় অবশ্যই ১২,০০০ টাকার নীচে হতে হবে।
৪) এক্ষেত্রে বিবাহিতা/অবিবাহিতা/স্বামী পরিত্যক্তা মহিলারা ছাড়াও বিধবা এবং শারীরিক ভাবে অক্ষম মহিলারাও নির্দ্বিধায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ফ্রি তে সেলাই মেশিন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
ফ্রি তে সেলাই মেশিন পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে?
প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনা প্রকল্পের মাধ্যমে ফ্রি তে সেলাই মেশিন পাওয়ার জন্য আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা ধাপ অনুসরন করতে হবে সেগুলি হল-
১) প্রথমে কাছাকাছি কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে সেখান থেকে বা যাদের চেনা পরিচিত কারোর অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপ রয়েছে সেখান থেকে google search box এ ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://www.india.gov.in/ লিখে search করতে হবে।
২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনা প্রকল্পের জন্য দেওয়া নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর সেখানে এই প্রকল্পের আবেদন পত্রটি আসবে সেটির একটি সাদা A4 সাইজের পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিন।
৪) এরপর সেই ফর্মে আপনার নিজের যাবতীয় তথ্য যেমন আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।
৫) এরপর ফর্মের মধ্যে ফটো লাগানোর জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো চিটিয়ে দিন এবং সিগনেচারের জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে একটি সিগনেচার করে দিন।
৬) সব হয়ে গেলে আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সঙ্গে ভালো করে পিন দিয়ে যুক্ত করে একটি খামে ভরে খামের মুখ ভালো করে বন্ধ করে উপরে ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে পারলেই আবেদন প্রক্রিয়া শেষ।
আবেদন পত্রের সঙ্গে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে?
আবেদন পত্র জমা দেওয়ার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ডের জেরক্স এর নীচে নিজের সই করা।
২) দেশের ও রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমান হিসেবে ভোটার কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ডের জেরক্স এর নীচে নিজের সই করা।
৩)মাসিক আয়ের প্রমান হিসেবে পঞ্চায়েত প্রধানের সই করা একটি ইনকাম সার্টিফিকেট।
৪)কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার নীচে নিজের সই করা ।
৫) আবেদনকারীর নিজের দুই কপি পাসপোর্ট সাইজের ফটোর নীচে নিজের সই করা।
কিভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হবে?
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যারা আবেদন করবেন তাদের আবেদন পত্র ভালো করে যাচাই করে যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে তারা যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা ব্লকের বাসিন্দা সেই ব্লক বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির মাধ্যমে প্রত্যেক আবেদনকারীর বাড়িতে বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে সেলাই মেশিন পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনা প্রকল্পে আবেদন করার জন্য নির্ধারিত শেষ তারিখ কত?
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন পত্র জমা নেওয়ার কোনো নির্দিষ্ট সময় সীমা ধার্য্য করা হয়নি। অর্থাৎ আপনারা আপনাদের সুবিধা মতো যেদিন খুশি পোস্ট অফিস খোলা থাকতে থাকতে সময় করে গিয়ে এখানে আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…