সারা দেশ জুড়ে বিরাট বড়ো নিয়োগের সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় রেল বিভাগের তরফ থেকে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে সারা দেশ জুড়ে ১.৫ লক্ষ শূন্যপদে গ্ৰুপ ডি ও সি সহ বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করা হচ্ছে। আর এক্ষেত্রে সবচেয়ে বড়ো বিশেষত্ব হল কোনো রকম কোনো ITI কোর্সের সার্টিফিকেট না থাকলেও শুধুমাত্র ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনি এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে এমনও অনেক গুলি পদ আছে যেগুলির জন্য উচ্চমাধ্যমিক বা স্নাতক স্তরের প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মধ্যে যারা শেষ পর্যন্ত সফল হবেন তাদেরকে ভারতীয় রেল বিভাগের স্থায়ী পদে চাকরিতে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই সারা দেশ জুড়ে ভারতীয় রেল বিভাগে গ্ৰুপ ডি ও সি সহ বিভিন্ন শূন্যপদে মোট ৩ লক্ষ স্থায়ী কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে ১.৫ লক্ষ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া আগামী নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে। তাহলে আর অপেক্ষা কিসের? আবেদন করার জন্য তৈরি থাকুন আর পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। আপাতত ১.৫ লক্ষ শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে রেল বিভাগ কর্তৃক জানানো হলেও তখন আবেদন পত্র জমা নেওয়া শুরু হবে তখন এই শূন্যপদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে । তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক যে এখানে কোন কোন শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, এক একটি শূন্যপদে কতজন করে নিয়োগ করা হবে, তার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে এই সব কিছুর বিষয়ে।
শূন্যপদ গুলির নাম:-
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় রেল বিভাগের তরফ থেকে সারা দেশ জুড়ে যে যে গ্ৰুপ ডি ও সি সহ বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
১) আর.পি.এফ (কনস্টেবল)
২) আর.পি.এফ(সাব ইন্সপেক্টর)
৩) টিকিট কালেক্টর
৪) স্টেশন মাস্টার
৫) লোকো পাইলট অর্থাৎ রেল চালক
শূন্যপদের সংখ্যা:-
আর.পি.এফ(কনস্টেবল) ও আর. পি.এফ(সাব ইন্সপেক্টর)-
এখানে পদে মোট ১০ হাজার জন কর্মী নিয়োগ করা হবে বলে দপ্তর কর্তৃক জানানো হয়েছে।
টিকিট কালেক্টর-
এখানে মোট ৮ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে দপ্তর কর্তৃক জানানো হয়েছে।
স্টেশন মাস্টার-
এখানে মোট ৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
লোকো পাইলট অর্থাৎ রেল চালক-
এখানে মোট ২৫-৩০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে রেল বিভাগ কর্তৃক জানানো হয়েছে। তবে পরে এই শূন্যপদের সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি ও হয়ে যেতে পারে।
শিক্ষাগত যোগ্যতা:-
ভারতীয় রেল বিভাগের তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা থাকা দরকার সেগুলি হল-
টিকিট কালেক্টর-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার নলেজ থাকাটা আবশ্যিক।
স্টেশন মাস্টার:-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও আবেদনকারীকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।
লোকো পাইলট অর্থাৎ রেল চালক-
এই পদের ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে ITI Trade কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
আর.পি.এফ(কনস্টেবল) ওআর.পি.এফ(সাব ইন্সপেক্টর)–
এই দুটি পদের মধ্যে কনস্টেবল পদের ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে শারীরিক ভাবে সক্ষম ও সুন্দর চেহারার অধিকারী হতে হবে। এবং সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে আবেদনকারী কে যে কোনো সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে।
বয়স সীমা ও বেতনের পরিমাণ:-
ভারতীয় রেল বিভাগের তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে কোন পদের ক্ষেত্রে কত বয়স হতে হবে, কত টাকা করে বেতন দেওয়া হবে এই সব বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। পরে আবেদন পত্র জমা নেওয়া শুরু হওয়ার আগে ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি ও আবেদনের শেষ তারিখ:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে নাকি অফলাইনের মাধ্যমে করতে হবে, কবে থেকে আবেদন পত্র জমা নেওয়া শুরু হচ্ছে কবে শেষ হবে এই সব বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। আবেদন পত্র জমা নেওয়া শুরু হওয়ার আগে ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে।