দীর্ঘদিন হল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলার স্কুল গুলিতে কর্মী নিয়োগের জন্য কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। গত দু’বছর আগে যাও বা একবার আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের প্রতিটি জেলার স্কুল গুলিতে ঘুরে ঘুরে সেখানে তৈরি হওয়া বিভিন্ন শূন্যপদের একটি তালিকা তৈরি করে সেই শূন্যপদ গুলি পূরনের জন্য খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবেন বলে জানিয়েছিলেন। তার পর গোটা দুটো বছর কেটে গেল তাও রাজ্য স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো রকম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ায় রাজ্যের বেকার চাকরিপ্রার্থীরা প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু অবশেষে তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ জেলার স্কুল গুলিতে মাধ্যমিক পাশে গ্ৰুপ সি অর্থাৎ ক্লার্ক পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যেহেতু সারা রাজ্য জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া চলবে তাই সারা রাজ্যের যে কোনো জেলার নারী পুরুষ নির্বিশেষে সকল মাধ্যমিক পাস চাকরিপ্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি আলোচনা করা হল।
শূন্যপদের নাম ও শিক্ষাগত যোগ্যতা:-
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সারা রাজ্যের বিভিন্ন জেলার প্রতিটি স্কুলে গ্ৰুপ সি অর্থাৎ ক্লার্ক পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম মাধ্যমিক পাস। সেই সঙ্গে কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে ও মিনিটে ৪০ টি বাংলা ও ইংরেজি শব্দ কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স সীমা ও বেতনের পরিমাণ:-
রাজ্যের স্কুল গুলিতে ক্লার্ক পদের চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ১৮-৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়মানুযায়ী SC,ST রা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ২২,৭০০-৫৮,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন করার পদ্ধতি:-
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত ক্লার্ক পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে কারণ এখানে অনলাইন আবেদনের কোনো রুপ ব্যাবস্থা নেই। অফলাইনে আবেদন করতে হলে যা যা করতে হবে সেগুলি হল-
১) সবার আগে আপনাকে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে অথবা মোবাইল বা ল্যাপটপ থেকে browser open করে সেখানে search box এ এই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট www.themraindia.org লিখে search করতে হবে।
২) এরপর এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট Open হলে সেখানে এই দপ্তরে নিয়োগের আবেদন পত্রটি দেখতে পাবেন।
৩) এরপর সেই আবেদন পত্রটির একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিন।
৪) এরপর সেই ফর্মটি আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফিলাপ করে ফেলুন।
৫) এবং আবেদন পত্রের যে জায়গায় ফটো লাগানোর জন্য জায়গা দেওয়া হয়েছে সেখানে আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো এবং যেখানে সিগনেচার করার জন্য জায়গা দেওয়া হয়েছে সেখানে একটি সিগনেচার করে দিন।
৬) সবশেষে আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে একটি পিন দিয়ে যুক্ত করে একটি খামে ভরে খামের মুখ ভালো করে আঠা দিয়ে বন্ধ করে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
১) আবেদনকারীর নিজের বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) রাজ্য তথা দেশের নাগরিকের প্রমানপত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) আবেদনকারীর নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
৬) একটি খাম এবং একটি ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প।
নিয়োগ পদ্ধতি:-
এই দপ্তরে চাকরির জন্য আবেদন পত্র জমা নেওয়া শেষ হলে আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র ও যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস গুলি খতিয়ে দেখে তাদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। এই লিস্ট আপনারা এই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ই-মেইল করে বা স্পীড পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন ও টাইপিং স্পীড টেস্টের জন্য ডাকা হবে। এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
এই দপ্তরে ক্লার্ক পদে চাকরির জন্য অফলাইন আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৭/১১/২০২২ পর্যন্ত
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
এই দপ্তরে ক্লার্ক পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র নির্দিষ্ট তারিখের মধ্যে নিম্মলিখিত ঠিকানায় স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। ঠিকানাটি হল-
Moyna Ramkrishnayan Association
A Recidential Special School
For Blind and Mentally
Retarded Children
Vill- Harkulibhanderchak
P.O & P.S- Moyna
Dist- Purba Medinipur
W.B India
Pin-721629
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…