রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড়ো নিয়োগের সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের সরকারি স্কুল গুলিতে বিপুল সংখ্যক স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সরকার সূত্রে জানা গিয়েছে যে যত শীঘ্র সম্ভব এই শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার। এর পাশাপাশি এও জানানো হয়েছে যে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে মাধ্যমিক স্তরের স্কুল গুলিতে ২,৩৮৫ জন এবং প্রাথমিক স্তরের স্কুল গুলিতে ২,৭১৫ জন অর্থাৎ সব মিলিয়ে মোট ৫,১০০ জন স্পেশাল এডুকেটর নিয়োগ করবে রাজ্য সরকার। সুতরাং আমাদের রাজ্যের স্পেশাল এডুকেটর পদের চাকরিপ্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে স্পেশাল এডুকেশনের ডিগ্ৰি নিয়ে এই ধরনের একটা বড়সড় নিয়োগের অপেক্ষায় পথ চেয়ে বসে ছিলেন তাদের জন্য এই সংবাদটি যে খুবই আনন্দের হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
আমাদের রাজ্যের স্পেশাল এডুকেশনের ডিগ্ৰিধারী বেকার চাকরিপ্রার্থীরা এর আগে বেশ কয়েকবার রাজ্যের স্কুল গুলিতে স্পেশাল এডুকেটর পদে কর্মী নিয়োগের দাবি জানিয়ে রাজ্য সরকারের দারস্থ হয়েছিলেন। কিন্তু বারংবার দাবি জানানো সত্ত্বেও সর্বপরি প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও সেইসব চাকরিপ্রার্থীদের কথায় বিন্দুমাত্র কর্নপাত করেনি রাজ্য সরকার। ফলত স্বাভাবিক ভাবেই সরকারের উপর অত্যন্ত ক্রদ্ধ হয়ে চাকরিপ্রার্থীরা এই নিয়োগের বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন। পরবর্তীতে এই মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকারের কাছ থেকে এই স্পেশাল এডুকেটর পদের নিয়োগ সংক্রান্ত হলফনামা চেয়েছিলেন হাইকোর্টের বিচারপতি।
তারপর থেকে দীর্ঘ সময় কেটে গিয়েছে রাজ্য সরকার হাইকোর্টের বিচারপতির নির্দেশানুযায়ী হলফনামা জমা করেননি। তবে গত বুধবার রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়োগ সংক্রান্ত একটি হলফনামা হাইকোর্টে জমা করা হয়েছে। আর সেই হলফনামাটি জমা পড়েছে হাইকোর্টের রথীন্দ্রনাথ সামন্ত নামে এক বিচারপতির এজলাসে। রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুল গুলিতে স্পেশাল এডুকেটর পদে কর্মী নিয়োগের অনুমতি চেয়ে এই হলফনামা জমা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
সেই হলফনামায় উল্লেখ করা হয়েছে যে রাজ্যের মাধ্যমিক স্তরের স্কুল গুলিতে ২,৩৮৫ জন এবং প্রাথমিক স্তরের স্কুল গুলিতে ২,৭১৫ জন অর্থাৎ সব মিলিয়ে মোট ৫,১০০ জন স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চায় রাজ্য সরকার। যদিও এই নিয়োগের বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের অর্থদপ্তর ও মন্ত্রীসভার তরফে অনুমতি পাওয়া গেছে। এখন শুধু হাইকোর্টের অনুমতির অপেক্ষা। হাইকোর্টের তরফে এই নিয়োগের ছাড়পত্র পেলেই খুব শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।
MORE JOB NEWS: CLICK HERE
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…