নতুন করে পশ্চিমবঙ্গের বন্ধন ব্যাংকে 17500 শূন্য পদে কর্মী নিয়োগ | WB Bandhan Bank 17500 Job Recruitment 2022

 

ব্যাংকিং সেক্টরে ইয়ার এন্ডিং শেষে এই বছর বন্ধন ব্যাংক প্রচুর পরিমাণে মুনাফা তৈরি করেছে। 2021-22 আর্থিক বর্ষে বন্ধন ব্যাংক সবথেকে বেশি পরিমাণে অর্থ উপার্জন করেছে। এই পরিস্থিতিতে বন্ধন ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষে আরো প্রচুর পরিমাণে বন্ধনের নতুন শাখা তৈরি করা হবে। এমতাবস্তায় সমগ্র ভারতবর্ষে প্রায় 250 টির মতন নতুন ব্রাঞ্চ তৈরি হয়েছে। এছাড়াও আরো প্রচুর পরিমাণে ব্রাঞ্চ তৈরি করা হবে চলতি আর্থিক বর্ষে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বন্ধন ব্যাংক। যেখানে প্রায় 17,500 মত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এখানে বেশ কিছু কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। পূর্বে আমরা বন্ধন ব্যাংক এর নিয়োগ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি দিয়ে ছিলাম সেই বিজ্ঞপ্তি অনুযায়ী অনেকে আবেদন করেছে এবং অনেক চাকরিপ্রার্থী ইন্টারভিউ দিয়ে সরাসরি চাকরিও পেয়েছে। আবারও নতুন করে বন্ধন ব্যাংক এর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে সরাসরি আবেদন করলেই চাকরি। যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত তথ্য আলোচনা করা হলো।

পদের নাম: যেসব পদে এখানে কর্মী নিয়োগ করা হবে সেগুলি  হল- 

1.Administration

2.Agri Business

3. Analytics/BIU/Corporate Strategy

4.Banking Operations & Customer Services

5.Branch Banking

6.Compliance

7.Corporate Salary

8.Corporate Services

9.Digital Banking

10.Finance & Accounts

11.Housing Finance

13.Human Resources

14.IT

15.Legal/Vigilance

16.Marketing

17.Micro Banking

Others

18.Retail Assets

19.Risk

20.SME & MSME Banking

21.Trade Finance

22.Treasury

23.Wholesale Banking

24.Preferred Location

25.Audit


মোট শূন্যপদ:
ব্যাংকিং সেক্টরে ইয়ার এন্ডিং শেষে নতুন বছরে নতুন করে প্রায় 250 টির বেশি নতুন বন্ধন ব্যাংকের শাখা তৈরি হয়েছে এই সব শাখায় প্রচুর পরিমাণে কর্মী দরকার তাই 16700 বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, সমগ্র পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বন্ধন ব্যাংক।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে মাধ্যমিক পাশে বন্ধন ব্যাংক এর PA পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে এবং উচ্চ মাধ্যমিক (12th) পাস অথবা গ্রাজুয়েশন পাসে বন্ধন ব্যাঙ্ক কর্মী নিয়োগ করা হবে।


বেতন:
শুরুতেই হাতে পাবেন 14,500/- টাকা থেকে 20,300/- টাকা পর্যন্ত । প্রতিবছর বেতনবৃদ্ধির ব্যবস্থা আছে। এছাড়াও এখানে সরকারি চাকরির মতন অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে এবং থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রিতে।


বয়স:
এখানে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই 18 থেকে 40 বছর বয়স হতে হবে।


প্রমোশন :
আপনার যোগ্যতা অনুযায়ী ও কাজের উপরে বছর বছর প্রমোশনের ব্যবস্থা আছে। চাকরিতে জয়েন করার তিন বছর পর থেকে এখানে প্রমোশন শুরু হয়। প্রমোশনের আগে একটি পরীক্ষা দিতে হয় এবং পরীক্ষায় পাস করলে চাকরিপ্রার্থীকে প্রমোশন করানো হয়। প্রমোশন হলে চাকরিপ্রার্থীর বেতন বৃদ্ধি পায় এবং উপর পোস্টে উপনীত হয়। ভালো কাজ করলে 5 থেকে 10 বছরের মধ্যে ম্যানেজার পোস্টে পৌঁছে যাওয়া যায়।


নিয়োগ স্থান:
পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে এছাড়াও পশ্চিমবঙ্গের বাহিরেও কিছু কর্মী নিয়োগ করা হবে। তবে আপনি যেখানে আবেদন করবেন আপনার চাকরি সেখানেই হবে। আপনার বাড়ি থেকে 100 কিলোমিটারের মধ্যেই আপনার চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা। নিজের এলাকায় চাকরি করার সুযোগ দিচ্ছে বন্ধন ব্যাংক। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং নিজের জেলাতেই চাকরি হবে।

1. দার্জিলিং

2. আলিপুরদুয়ার

3. কালিম্পং 

4. জলপাইগুড়ি

5. উত্তর দিনাজপুর 

6. দক্ষিণ দিনাজপুর 

7. পুরুলিয়া

8. নদীয়া

9. মুর্শিদাবাদ

10. পূর্ব মেদিনীপুর

11. পূর্ব বর্ধমান

12. ঝাড়গ্রাম 

13. বীরভূম

14. বাঁকুড়া

15. কোচবিহার

16. হাওড়া

17. হুগলি

18. মালদা

19. কলকাতা

20. উত্তর 24 পরগনা

21. দক্ষিণ 24 পরগনা

22 . পশ্চিম মেদিনীপুর

23. পশ্চিম বর্ধমান


আবেদন পদ্ধতি:
পশ্চিমবঙ্গের প্রায় ছোট-বড় প্রতিটি জায়গায় বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ হয়েছে। এইসব ব্রাঞ্চে গিয়ে শুধুমাত্র বায়োডাটা জমা দিলেই হয়ে যাবে। এখানে আবেদন করতে হলে আপনার বায়ো ডাটা সহ আপনার সমস্ত একাডেমিক যোগ্যতার মার্কস জেরক্স করে আপনার পার্শ্ববর্তী কোন বন্ধন ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে জমা দিতে হবে। তবে জমা দেওয়ার সময় একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে বন্ধন ব্যাংকের ব্যাংকিং ইউনিটে গিয়ে আবেদনপত্রটি জমা দিতে হবে, জেনারেল ব্যাংকে আবেদন পত্রটি নিয়ে গেলে সেখানে কিন্তু আবেদনপত্রটি জমা নেবে না। জমা দেওয়ার কিছুদিন পরেই ওই নির্দিষ্ট এরিয়ার ডিভিশন অফিস থেকে আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ সিলেকশন হলেই আপনাকে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং শেষে আপনার চাকরি হয়ে যাবে।


নিয়োগ পদ্ধতি:
এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হবে। এখানে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে না। ইন্টারভিউয়ে পাস করলে সরাসরি ট্রেনিংয়ের করানো হবে এবং ট্রেনিংয় শেষে চাকরির অ্যাপোয়েন্টমেন্ট পেয়ে যাবেন।


আবেদন করার কতদিন পরে চাকরি হবে?

এখানে আবেদন করার কিছুদিন পরেই আপনাকে ডাকা হবে চাকরির ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ে পাস করার এক মাসের মধ্যেই আপনার চাকরি হবে।


এখানে চাকরি করলে ছুটির ব্যবস্থা কেমন হবে ?

ব্যাংকের চাকরির যেসব ছুটির ব্যবস্থা আছে সমস্ত ধরনের ছুটির ব্যবস্থা এখানে পাবেন। প্রতিমাসে চারটা রবিবার এ দুটো শনিবার ছুটি পাবেন। এছাড়াও আরো 25 টি এক্সট্রা ছুটি পাবেন যেগুলো আপনি যখন ইচ্ছা নিতে পারবেন।

এখানে সকল চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। আপনার বন্ধু-বান্ধব বা আপনার আশেপাশে যদি কোন ব্যক্তি বন্ধন ব্যাংকে চাকরি করে থাকেন তাহলে তার রেফারেন্সে আবেদনপত্রটি জমা দিলে আপনাকে সবার প্রথমে ডাকা হবে। কোন রেফারেন্স না দিলেও চিন্তার কোন কারণ নেই, রেফারেন্সে দুই থেকে তিন জন ব্যক্তিকে নিয়োগ করা হয় এবং রেফারেন্স ছাড়া বাকি সব ব্যক্তিকে নিয়োগ করা হয়।

OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment