নুন্যতম যোগ্যতায় ২৫,০০০ টাকা বেতনে রাজ্যের প্রানী ও মৎস্য বিজ্ঞান দপ্তরে বিরাট সংখ্যক কর্মী নিয়োগ | WB Govt Job Reqruitment 2022

আপনি কি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা? দীর্ঘদিন ধরে লেখাপড়া শেষ করে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে চাকরির জন্য বারবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু কোনো ভাবেই সফল হতে পারছেন না? আর সেই কারণেই বছরের পর বছর ধরে বেকারত্বের জ্বালায় জর্জরিত হয়ে দিন কাটাতে হচ্ছে? তাহলে ধরে নিন আপনাদের দুঃখের দিন খুব শীঘ্রই শেষ হতে চলেছে। কারন আজ আমরা আপনাদের জন্য এমন এক সরকারি চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেটি পড়া মাত্রই এক মূহুর্তের মধ্যে আপনাদের মনের সমস্ত হতাশা, গ্লানি দূর হয়ে গিয়ে আপনাদের মন আনন্দে ভরে উঠবে। এবং এই সুখবরটি হল এইটাই যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ প্রানী ও মৎস্য বিজ্ঞান দপ্তরের পক্ষ থেকে খুবই কম যোগ্যতায় কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কয়েক শো গ্ৰুপ সি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেহেতু সারা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা এই দপ্তরের বিভিন্ন শাখায় কর্মী নিয়োগ করা হবে তাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার নারী পুরুষ নির্বিশেষে সকল শিক্ষিত চাকরিপ্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

শূন্যপদ গুলির নাম:-

পশ্চিমবঙ্গ সরকারের প্রানী ও মৎস্য বিজ্ঞান দপ্তরের পক্ষ থেকে Young Professional I ও Young Professional II পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

আবেদন পদ্ধতি:-

রাজ্য সরকার অধীনস্থ এই দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আগে থেকে কোনো রকম আবেদন করার প্রয়োজন নেই। ইন্টারভিউ এর দিন সরাসরি পূরণ করা আবেদন পত্র সহ ইন্টারভিউ স্থানে সময় মতো পৌঁছে যেতে হবে। তার জন্য যা যা আগে থেকে করে রাখতে হবে সেগুলি হল-

১) সর্ব প্রথম আপনাকে আমাদের বিজ্ঞপ্তির একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লেখাটিতে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।

২) এরপর সেই নোটিফিকেশানের ৪ নং থেকে শুরু করে ৬ নং পৃষ্ঠা পর্যন্ত একটি অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাবেন। এটাই হল প্রানী ও মৎস্য বিজ্ঞান দপ্তরে নিয়োগের অ্যাপ্লিকেশান ফর্ম। কম্পিউটার থেকে এই ফর্মের একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিন।

৩) এরপর সেই ফর্মটিকে আপনার নিজের যাবতীয় তথ্য অর্থাৎ নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফিলাপ করে ফেলুন।

৪) এরপর ফর্মের মধ্যে ফটো লাগানোর জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে আপনার recent তোলা এক কপি পাসপোর্ট সাইজের ফটো ভালো করে আঠা দিয়ে চিটিয়ে দিন এবং সিগনেচারের জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে একটি সিগনেচার করে দিন।

৫) সব কিছু হয়ে গেলে এই ফিলাপ করা ফর্মের সঙ্গে আপনার নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে পিন দিয়ে যুক্ত করে একটি খামে ভরে খামের মুখ ভালো করে বন্ধ করে খামের উপর ঠিকানা ও আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই পদের নাম লিখে যত্ন করে রেখে দিন। ইন্টারভিউ এর দিন সঙ্গে করে নিয়ে যাবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সঙ্গে করে ফিলাপ করা আবেদন পত্র সহ যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) রাজ্য তথা দেশের নাগরিকত্বের প্রমান হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্ৰাজুয়েশান, পোস্ট গ্ৰাজুয়েশানের মার্কসীট ও সার্টিফিকেট সহ যদি আরও কোনো শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট থাকে তাহলে তার জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৪) আবেদনকারীর নিজের দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

৫) একটি খাম এবং একটি ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প।

৬) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৭) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

শিক্ষাগত যোগ্যতা:-

রাজ্য সরকারের প্রানী ও মৎস্য বিজ্ঞান দপ্তরের তরফে প্রকাশিত শূন্যপদ গুলির মধ্যে Young Professional I পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত কলেজ থেকে Computer Application/ Accountancy/ Mathematics এ স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। সেই সঙ্গে Spread sheet, MS Excel, MS Office এবং Accounting system ডিপার্টমেন্টে অন্তত পক্ষে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আর যদি কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Computer Application/ Accountancy/ Mathematics এ স্নাতকোত্তর ডিগ্রি পাস করে থাকলেও আবেদন করা যাবে।

       অন্যদিকে Young Professional II পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Dairy Technology/ Dairy Engineering/ Food Technology তে M.Tech অথবা Biochemistry/ Biotechnology/Biophysics এ M.Sc পাস করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা ও বেতনের পরিমাণ:-

Young Professional I ও Young Professional II এই দুটি পদের জন্যই আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ১৮-৩৫ বছরের মধ্যে। এই দুটি পদের মধ্যে Young Professional I পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৫,০০০ টাকা করে এবং Young Professional II পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি:-

রাজ্য সরকারের প্রানী ও মৎস্য বিজ্ঞান দপ্তরে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাওয়া প্রার্থীদের প্রথমে একটি লাইন করে দাঁড় করানো হবে। তারপর তাদের একে একে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। সেখানে তাদের কিছু প্রশ্ন করা হবে এবং যাবতীয় ডকুমেন্টস চেক করা হবে ‌। এই সব কিছু করার পর যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের একটি শর্টলিস্ট তৈরি করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ই-মেইল করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ এর তারিখ ও ঠিকানা:-

এই দপ্তরে চাকরির জন্য প্রার্থীদের আগামী ১৮/১১/২০২২ তারিখ দুপুর ১২ টা থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে। তাই যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা ওই দিন নিম্নলিখিত ঠিকানায় সময় মতো পৌঁছে যাবেন। ইন্টারভিউ এর ঠিকানা হল-

       Office of the DREF

       Kishan Abash(Farmer’s Hostel)

       West Bengal University of

       Animal and Fishary Science

       (WVUAFS),37 KB Sarani

       Belgachia, kolkata-37



OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSTE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL: CLICK HERE
bengalpravakar.com

Recent Posts

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ | WB Court Group C Recruitment

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…

5 days ago

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…

6 days ago

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…

2 weeks ago

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | Central Government Job Recruitment

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…

3 weeks ago

মেলা করে রাজ্যের বেকারদের ঘরে ঘরে চাকরি দেবে সরকার, শুরু মিলন উৎসব | WB Milan Utsav Job Fair Recruitment

যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…

2 months ago

২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের বিশাল বড় রায়, জানুন বিস্তারিত – SSC Recruitment Case Hearing

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…

2 months ago