ন্যুনতম মাধ্যমিক পাসে ৭,৫০০ শূন্যপদে রাজ্যের সরকারি স্কুলে স্কুলে গ্ৰুপ-সি ও গ্রুপ-ডি সহ শিক্ষক পদে কর্মী নিয়োগ | School Group c Group d recruitment

 

বেকার চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে একটি দুর্দান্ত নিয়োগের সুখবর। রাজ্যে গড়ে ওঠা কেন্দ্রীয় সরকার অধীনস্থ নবোদয় বিদ্যালয় সমিতি (NVS) এর অধীনে থাকা সরকারি স্কুল গুলিতে একই সঙ্গে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সংশ্লিষ্ট সমিতির তরফ থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে নবোদয় বিদ্যালয় সমিতির অধীনে থাকা স্কুল গুলিতে গ্ৰুপ ‘সি’ ও ‘ডি’ লেভেলের অশিক্ষক পদে এবং শিক্ষক পদে কর্মী নেওয়া হবে। এইসব শূন্যপদ গুলিতে মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে উচ্চশিক্ষিত যোগ্যতায় কর্মী নেওয়া হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় যে বিষয়টি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তা হল এক্ষেত্রে কোনো কম্পিটিটিভ পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। তাই যে সব চাকরিপ্রার্থীরা নবোদয় বিদ্যালয় গুলিতে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের কাছে এটি সত্যিই চাকরি পাওয়ার একটি সুবর্ণ সুযোগ। কারন যেহেতু কোনো রকম কম্পটিটিভ পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে তাই এখানে সহজেই চাকরি পাওয়ার চান্সও অনেকটাই বেশি। তাই এই সুবর্ন সুযোগকে হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। আর আবেদন করার জন্য যাবতীয় খুঁটিনাটি বিষয় জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে জেনে নিন।

শূন্যপদ গুলির নাম:-

নবোদয় বিদ্যালয় সমিতির অধীনে থাকা স্কুল গুলিতে যে যে পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরিপ্রার্থীদের নিকট হতে আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল-

• Mass Helper

• Electrician-Cum-Plumber

• Office Superintendent

• Catering Supervisor

• Computer Operator

• Stenographer

• Personal Assistant

• Staff Nurse

• Assistant Section Officer

• Legal Assistant

• Section Officer

• Assistant Commissioner

• Post Graduate Teacher (Computer Science, Physical Education, Modern Indian Languages)

• Trained Graduate Teacher (Computer Science, Art, Physical Education, Music)

মোট শূন্যপদের সংখ্যা:-

সারা রাজ্য জুড়ে গড়ে ওঠা সংশ্লিষ্ট সমিতির অধীনে থাকা স্কুল গুলিতে উপরিউক্ত শূন্যপদ গুলিতে কর্মী নেওয়া হবে। সেক্ষেত্রে সারা রাজ্য মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৭,৫০০ টি। কোন পদে কতগুলো করে শূন্যপদ রয়েছে তা নির্দিষ্ট ভাবে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

আবেদন করার পদ্ধতি:-

সংশ্লিষ্ট পদ গুলির প্রতিটিতেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নিম্নোক্ত পর্যায়ক্রমে আবেদন পত্র পাঠাতে হবে। 

• সবার আগে নবোদয় বিদ্যালয় সমিতির অফিসিয়াল ওয়েবসাইট www.navodaya.gov.in এ প্রবেশ করতে হবে।

• তারপর সেখান থেকে Recruitment লিঙ্কে ক্লিক করে পরবর্তীতে ২০২৩ অপশনটিকে Select করতে হবে।

• তারপর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে নিজের ই-মেইল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

• তারপর নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, জন্ম তারিখ, ঠিকানা সহ বাকি সব প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে।

• এরপর নিজের স্বাক্ষর, পাসপোর্ট সাইজ ছবি ও সকল প্রয়োজনীয় নথীপত্র আপলোড করতে হবে।

• সবশেষে নির্ধারিত পরিমাণ আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট বাটন চেপে দিলেই আবেদন হয়ে যাবে।

নির্বাচন প্রক্রিয়া:-

নবোদয় বিদ্যালয় সমিতির অধীনস্থ স্কুল গুলিতে উক্ত পদ গুলিতে কোনো কোনো ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে আবার কোনো কোনো পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে যোগ্য কর্মীদের নির্বাচন করা হবে। কোন পদের ক্ষেত্রে কি পদ্ধতিতে নির্বাচন করা হবে তা সঠিক ভাবে জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

পদ বিশেষে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-

Mass Helper:-

এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেইসঙ্গে যে কোনো সরকারি মেস বা স্কুলে সংশ্লিষ্ট পদে কমকরে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৩-৩৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত কর্মীদের শুরুতে প্রতি মাসে ১৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। তারপর সেই বেতনের পরিমাণ ধীরে ধীরে বেড়ে হবে ৫৬,৯০০ টাকা।

Computer Operator:-

এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Computer Science/IT তে BCA/B.Sc/B.E/B.Tech ডিগ্ৰি Complete করে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত কর্মীদের শুরুতে প্রতি মাসে ২৫,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে। তারপর সেই বেতনের পরিমাণ ধীরে ধীরে বেড়ে হবে ৮১,১০০ টাকা।

Post Graduate Teacher (Computer Science, Physical Education, Modern Indian Languages):-

সংশ্লিষ্ট পদে উল্লেখিত প্রতিটি বিষয়ের জন্য  আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে প্রাসঙ্গিক বিষয়ে অন্তত পক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাস্টার ডিগ্ৰি Complete করে থাকতে হবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। প্রতিটি বিষয়ের জন্য নির্বাচিত শিক্ষকদেরই শুরুতে প্রতি মাসে ৪৭,৬০০ টাকা করে বেতন দেওয়া হবে। তারপর ধীরে ধীরে সেই বেতনের পরিমাণ বেড়ে হবে ১,৫১,১০০ টাকা।

        এছাড়াও বাকি যে সব শূন্যপদ গুলি রয়েছে সেগুলির সন্বন্ধে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখান থেকে পড়ে জেনে নিন।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলি হল-

• বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।

• ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।

• পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট।

• কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

• ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।

• কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ।

• আবেদনকারীর নিজের সিগনেচার।

আবেদনের শুরু ও শেষের তারিখ:-

এক্ষেত্রে আবেদন পত্র জমা নেওয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে চলতি মাসের শেষের দিকে ফাইনাল নোটিফিকেশন প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু করা হবে বলে জানা গিয়েছে।

OFFICIAL NOTICE: CLICK HERE

MORE NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় ও নিত্যনতুন এই ধরনের আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL: CLICK HERE
bengalpravakar.com

Recent Posts

2022 প্রাইমারি টেট উত্তীর্ণদের নিয়োগের বিশাল বড় আপডেট, তবে কি ৫০ হাজার নিয়োগ হতে চলেছে? WB Primary TET Recruitment

পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…

18 hours ago

পশ্চিমবঙ্গ সরকার বেকারদের 1 লক্ষ টাকা করে দিচ্ছে গাড়ি কেনার জন্য | WB Govt GatiDhara Prakalpa

পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…

4 days ago

খাদ্য দপ্তরে 4132 শূন্য পদে কর্মী নিয়োগ | FCI Job Recruitment 2024

খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…

3 weeks ago

পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট নিয়ে বিশাল বড় সুখবর, আবারো নিয়োগ হবে, আবারও টেট হবে | WBBPE Primary TET Recruitment

প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…

3 weeks ago

সুখবর! দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে

দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…

4 weeks ago

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের চেয়েও বড় এক প্রকল্পের মাধ্যমে মাসিক অনুদান দিচ্ছে রাজ্য সরকার | Govt New Scheme

এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…

2 months ago