ন্যূনতম যোগ্যতায় ভারতীয় স্টেট ব্যাঙ্ক এ বিরাট বড় কর্মী নিয়োগ, সকলেই চাকরি পাবেন | SBI Recruitment 2022

 

একের পর এক সুখবর। করোনার পর থেকে দীর্ঘ ২ বছর যাবৎ সারা রাজ্য তথা দেশের বিভিন্ন দপ্তর গুলিতে নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকলেও বেশ কিছু দিন ধরে আমাদের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তর গুলির মাধ্যমে বিপুল পরিমাণ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আমাদের দেশের প্রতিটি বেকার চাকরিপ্রার্থীকে একের পর এক খুশির খবর দিয়ে চলেছে। এবার ন্যূনতম যোগ্যতায় বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের তরফে। আর আজ আবারও নতুন করে ফের এমনই এক সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। যার ফলে আমাদের দেশের প্রতিটি শিক্ষিত যুবক যুবতীরাই স্টেট ব্যাঙ্কের মতো বড়ো ব্যাঙ্কে খুব সহজেই চাকরি পেতে পারবেন। কিন্তু কিভাবে পাবেন? এইসব কিছু জানতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের প্রতিবেদনটি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়তে হবে।

          আমাদের রাজ্য তথা সমগ্র দেশের মধ্যে সবচেয়ে বড়ো ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই কথা আপনারা সকলেই জানেন। আর সুখবরটি হল এই যে এই স্টেট ব্যাঙ্কের তরফ থেকে বিপুল সংখ্যক শূন্যপদ পূরনের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সবচেয়ে বড়ো খুশির কথা হল এই যে অন্যান্য দপ্তর গুলির মতো এই দপ্তরে চাকরির আবেদন করার জন্য অ্যাকাডেমিক ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ নির্ধারণ করা হয়নি। যে কোনো বিভাগে স্নাতক ডিগ্রি পাস করে থাকলেই আপনারা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি আলোচনা করা হল।

নিয়োগকারী প্রতিষ্ঠান:- এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির জন্য আবেদনকারী সফল চাকরিপ্রার্থীদের চাকরিতে নিয়োগ করবে State Bank of India Central Recruitment and promotion Department, Corporate Centre, Mumbai। এবং চাকরিতে নিয়োগ করার পর তাদেরকে প্রতি মাসে ৪১,৯৬০ টাকা করে বেতন দেওয়া হবে। তবে পরে বেতন আরও বাড়বে।

শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়স:-

এখানে আবেদনকারী সফল প্রার্থীদের State Bank of India এর প্রবেশনারি অফিসার (P.O) পদে নিয়োগ করা হবে। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিভাগে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। তবে যারা Engineering, Chartered Accountant বা Cost Accountant ডিগ্ৰি পাস করেছেন তাঁরাও এখানে সমান ভাবে আবেদনের যোগ্য । এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০৪/২০২২ অনুযায়ী ২১-৩০ বছরের মধ্যে। এর থেকে বেশি বা কম কোনো টাই গ্ৰাহ্য হবে না। তবে SC, ST রা ৫ বছর, OBC রা ৩ বছর, Ex Serviceman এ রা ৫ বছর এবং PwBD রাত নিয়মানুযায়ী ১৫ বছর বয়স পর্যন্ত বয়সের ছাড় পাবেন ‌

আবেদন পদ্ধতি:- এই ব্যাঙ্কে চাকরির জন্য আবেদন জানাতে হলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এবং সেই জন্য যা যা করতে হবে সেগুলি হল-

১) প্রথমে আপনাকে এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট bank.sbi/careers বা www.sbi.co.in/careers এ যেতে হবে।

২) তারপর সেখানে Registration বলে একটি Option আসবে সেখানে ক্লিক করে আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

৪) এরপর সেখানে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন ‌‌।

৫) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন।

৬) সবশেষে আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে ফর্মের সঙ্গে যুক্ত করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:- আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করা।

২) আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।

৩) আপনার নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস স্ক্যান করা।

৪) শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে একটি সরকারি হাসপাতাল প্রদত্ত মেডিক্যাল সার্টিফিকেট স্ক্যান করা।

৫) অবসর প্রাপ্ত প্রার্থী দের ক্ষেত্রে রিটায়ারমেন্ট সার্টিফিকেট স্ক্যান করা।

৬) কাস্ট সার্টিফিকেট স্ক্যান করা।

৭) নিজের এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

নির্বাচন পদ্ধতি:- আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর প্রার্থীদের প্রথমে একটি ১০০ নম্বরের সাধারণ লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের একটি ২৫০ নম্বরের ফাইনাল লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষাতেও যারা উত্তীর্ণ হবেন তাদের একটি ৫০ নম্বরের গ্ৰুপ ডিসকার্সান ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই সব কিছুতে যারা শেষ পর্যন্ত উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন পত্র জমা করার শেষ তারিখ:-

এই দপ্তরে চাকরির জন্য আবেদন পত্র জমা নেওয়া গত ২২/০৯/২০২২ থেকে শুরু হয়েছে এবং এই আবেদন চলবে আগামী ১২/১০/২০২২ পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা আর বেশি দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন।


OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment