প্রতিটি মানুষের বেঁচে থাকতে হলে যেমন অন্ন বস্ত্র বাসস্থান প্রয়োজন তেমনি প্রয়োজন সুস্বাস্থ্যের। কিন্তু আমাদের রাজ্যের যে সমস্ত নাগরিক দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন তাদের তো দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতেই সারাদিন ধরে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করতে হয়। আর এই পরিশ্রম করতে গিয়েই তাদের সারাটা দিন পাড় হয়ে যায়। তাহলে আর তারা নিজেদের ও নিজেদের পরিবারের অন্যান্য সদস্যদের সুস্বাস্থ্যের খেয়াল রাখবেন ই বা কি করে আর চিকিৎসা ই বা করাবেন কি করে। আর এই নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল না রাখার কারণে চিকিৎসা করাতে না পারার কারণে অকালেই তাদের কঠিন রোগের শিকার হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। তবে আজ আমরা যে বিষয়ে কথা বলতে চলেছি তাতে করে এরপর থেকে আমাদের রাজ্যের আর কোনো নাগরিক বিনা চিকিৎসায় মারা যাবেন না। কারন এবার থেকে তাদের সকলের সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন আমাদের রাজ্যের সরকার। আর ঠিক সেই কারণেই আমাদের রাজ্যের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী নাগরিকদের স্বাস্থ্যের ভালো খারাপের খবরাখবর পাওয়ার জন্য আমাদের রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে বেশ কয়েক হাজার কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছেন। যাতে করে এই সমস্ত সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার সমস্ত নাগরিকদের স্বাস্থ্যের ভালো মন্দের খবরাখবর সরকারকে এনে দিতে পারেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শুধু তাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। নিচে এই দপ্তরে নিয়োগের ব্যাপারে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সাব-ডিভিশনাল অফিসারের অফিসে ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বয়সসীমা ও বেতনের পরিমাণ পরিমাণ:-
চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ বয়স ৪৫ বছর বয়সের কম হলেই চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন। সংশ্লিষ্ট পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে 15,000 টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন করার নিয়মাবলী:-
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেক সাব-ডিভিশনাল অফিসারের অফিসে ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কারণ এখানে অনলাইন আবেদনের কোনো রুপ ব্যাবস্থা নেই। অনলাইনের মাধ্যমে যেভাবে আবেদন করতে হবে তা হল-
১) প্রথমে আমাদের এই প্রতিবেদনের একেবারে নীচের দিকে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশানের ৫ নং পৃষ্ঠায় এই নিয়োগের আবেদন পত্রটি দেখতে পাবেন। সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিন।
৩) এরপর সেই ফর্মে প্রয়োজনীয় তথ্য যথাযথ স্থানে লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৪) এরপর রিসেন্ট তোলা আপনার এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো আবেদন পত্রের একেবারে উপরে ডানদিকে ফটো লাগানোর জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে আঠা দিয়ে চিটিয়ে দিন।
৬) এরপর একে একে আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলুন।
৭) সবকিছু হয়ে গেলে পূরণ করা আবেদন পত্র সহ সকল প্রয়োজনীয় ডকুমেন্টস এর সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি গুলি একসঙ্গে পিন দিয়ে যুক্ত করে একটি খামে ভরে খামের উপর নির্দিষ্ট স্থানের ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন প্রক্রিয়া শেষ।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
৭) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষার এবং ইন্টারভিউ এর উপর ভিত্তি করে নিয়োগ দেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে ৫০ নম্বরের এবং ইন্টারভিউ হবে ২৫ নাম্বারের।
আবেদন করার শেষ তারিখ:-
এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের চৌদ্দই আগস্ট ২০২৩ তারিখের মধ্যে আবেদন পত্রটি জমা করে দিতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-
যারা যারা রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ঝাড়গ্ৰাম সাব-ডিভিশনাল অফিসারের অফিসে আশা কো-অর্ডিনেটর পদে চাকরির জন্য আবেদন করতে চান তারা নির্ধারিত সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র পাঠিয়ে দিন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-
To
The Member Secretary, ASHA Selection Committee. Office of the Sub-Divisional Officer, Kurseong
P.O.:Kurseong Dist:Darjeeling,
West Bengal. PIN 734 203